স্বর্ণের দাম রেকর্ড উচ্চতায়, বাংলাদেশে ভরিতে কত?

স্বর্ণের দাম দেশের বাজারে রেকর্ড পরিমাণ বেড়েছে। এবার প্রতি ভরিতে ১০৫০ এক হাজার পঞ্চাশ টাকা বাড়িয়ে এখন ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
স্বর্ণের দাম দেশের ইতিহাসে এটাই সর্বোচ্চ দাম। সর্ব শেষ রোববার (১৯ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। ২০ অক্টোবর থেকে সোনার এই দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাজুস।
বাংলাদেশের জুয়েলার্স এসোসিয়েশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের স্থানীয় বাজারগুলোতে তেজাবি স্বর্ণ তথা পিওর গোল্ডের দাম বেড়েছে। ফলে সার্বিক বিষয় বিবেচনা করে এই মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি।
সোনার নতুন দাম অনুযায়ী, বাংলাদেশের বাজারে ১ ভরি তথা (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকা। এবং, ২১ ক্যারেটের সোনার প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৫০৩ টাকা, আর ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৭ হাজার ৮৫৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৮ হাজার ৭৫ টাকা নির্ধারণ করেছে বাজুস।
সোনার দাম এই ২০ অক্টোবরের বৃদ্ধির পূর্বে, গত ১৪ অক্টোবর দেশের বাজারে সোনার দাম সমন্বয় করে ভরিতে ২ হাজার ৬১৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ১৬ হাজার ৩৩২ টাকা নির্ধারণ করেছিল বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের বাজুস।



