সরকারি চাকরির বয়স সীমা কত ২০২৫ (চাকরির বয়স ৩৩)

বাংলাদেশে চাকরির বয়স সীমা নিয়ে আজকে নতুন আপডেট। আজ আমি চাকরি সম্পর্কে কিছু তথ্য শেয়ার করলাম। আসলে চাকরি কি চাকরি হচ্ছে একটা মানুষের জীবন চলার মাধ্যম আজ আমরা দেখতে পাচ্ছি অনেকে মাস্টার্স পাশ করে বেকার জীবন যাপন করছেন অনেকে আবার ইন্টার পাশ করে চাকরি করছেন। তাহলে এই বিষয় থেকেই বুঝা যায় চাকরির আসল নাম কি।

বাংলাদেশের চাকরির বয় সীমা নিয়ে নানা বৈষম্য নানান আবদার ।অনেকে চাচ্ছে বয়সীমা না থাকুক আবার অনেকে চাচ্ছে বয়সসীমা ৩৫ হোক অনেক চাচ্ছে ৩৭ হোক। আমার মতে বয়সসীমা না থাকাই ভালো। বেকারত্ব দূরীকরণের একমাত্র মাধ্যম হচ্ছে বয়সীমা না থাকা যার যার যোগ্যতা অনুযায়ী যার যার সেক্টরে চাকরি দেওয়া এই নিয়ম যদি চালু হয় তাহলে আমাদের এই বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করা সম্ভব।

বাংলাদেশ ছাড়া অন্যান্য দেশের দিকে তাকিয়ে দেখলে দেখা যাচ্ছে তাদের দেশে চাকরির জন্য কোন বয়সসীমা লাগেনা তারা চাকরি পেতে হলে তাদের যোগ্যতা অনুযায়ী সার্টিফিকেট অর্জন করে এবং সার্টিফিকেট অনুযায়ী যে যে সেক্টরে লেখাপড়া করছেন সে সেক্টর অনুযায়ী চাকরি পেয়ে থাকে। তাহলে আমাদের বাংলাদেশে বয়সসীমা লাগবে কেন?

সরকারি চাকরির বয়স ৩৩?

বাংলাদেশের সরকারি চাকরির বয়সসীমার প্রবেশের সময় নির্ধারণ করা হয়েছে ৩৩ এবং অবসরের সময় ৬৩ করা হয়েছে। বাংলাদেশের চাকরির বয়সসীমা ৩৩ করা হয়েছে। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ সংক্রান্ত কমিটি প্রধান উপদেষ্টার কাছে একটি প্রজ্ঞাপন জারি করেছে যে সরকারি চাকরির বয়সসীমা বৃদ্ধির জন্য অর্থাৎ 33 করার জন্য । আলহামদুলিল্লাহ এই আশা পূরণ হলো কিন্তু আমি এই পোস্টটি শেয়ার করলাম কেবলমাত্র এই তথ্য শেয়ার করার জন্য যে চাকরির জন্য বয়সীমা না থাকে এই কামনা করি উন্নত রাষ্ট্রের দিকে তাকালে দেখা যায় তাদের চাকরির জন্য কোন বয়সীমা লাগেনা তাহলে আমাদের দেশে কেন চাকরি করতে বয়সসীমার প্রয়োজন। সরকারি চাকরি ও অন্যান্য বিষয়ে নতুন নতুন তথ্য পেতে আমাদের সাথেই থাকুন ।

আরোও পড়ুন: ৪৯ তম স্পেশাল বিসিএস প্রবেশপত্র‌ কখন‌‌ পাবেন কিভাবে?

সাহেদা জান্নাত

সাহেদা জান্নাত পেশায় একজন প্রফেশনাল বুক রাইটার। তিনি স্কলার্সমী নিউজের সাথে শুরু থেকেই কাজ করে যাচ্ছেন। বিশেষ করে তিনি এখানে শিক্ষক নিবন্ধন, বিডি জবস এবং শিক্ষাঙ্গনের সব ধরনের নিউজ কাভার করে থাকেন, তিনি সকল নিউজ সততা যাচাই করে ScholarsMe নিউজে প্রকাশিত করে থাকেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button