দিন রাত অক্লান্ত পরিশ্রম এবং প্রানের বিনিময়ে এসেছে নতুন এক স্বাধীনতা আর এই নতুন স্বাধীনতার অন্যতম নায়ক বাহক আমাদের প্রজন্মরা আমাদের প্রাণপ্রিয় বৈষম্য বিরোধী ছাত্ররা সাধারণ জনগণ অসংখ্য ছাত্র-ছাত্রী। তাদের এই ঋণ কিভাবে শোধ হবে তা জানা নেই আজীবন তাদের কাছে ঋণী গোটা বাঙালি জাতি।
নতুন বাংলাদেশ নতুন স্বাধীনতা অর্জন আমরা যেহেতু এই নতুন স্বাধীনতা পেয়েছি তাই আমাদের মহৎ ও সৎ উদ্দেশ্য সাধনের লক্ষ্যে এই স্বাধীনতা রক্ষা করতে হবে।
শহীদি মার্চ “
“শহীদি মার্চ” পালন হবে সারা দেশে সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ এবং আরো কয়েকজন সমন্বয়কের উপস্থিততে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জানা যায় সারাদেশে পালন করা হবে শহীদি মার্চ। প্রতিটি থানা, ইউনিয়ন, মহল্লায় পালিত হবে শহীদি মার্চ। সমন্বয়ক আবুবকর মজুমদার জানান ৬ সেপ্টেম্বর থেকে সবাইকে সংগঠিত করার জন্য বিভাগীয় জেলা ও শহরে তারা যাবে অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র জনতা। জনগণের সাথে আলাপ আলোচনা করে তাদের পরামর্শ এবং আমাদের পরামর্শ মিলিয়ে জনগণ যা চায় তা মিলিয়ে এই কর্মসূচি ঘোষণা করা হবে।
যার যার অবস্থান থেকে শহীদদের ছবি প্লে কার্ড শ্লোগান সহ কর্মসূচিতে অংশগ্রহণ করার অনুরোধ করা হবে। এছাড়াও কর্মসূচি হিসেবে থাকবে রাজধানীর নিউমার্কেট, ধানমন্ডি, কলাবাগান , ফার্মগেট , রাজু ভাস্কর্য ও শাহবাগ হয়ে শহিদ মিনারে গিয়ে শহীদি মার্চ ” পালন করা হবে। ” বৈষম্য বিরোধী ছাত্রদের এই নতুন এক কর্মসূচি ঘোষণা ইতিমধ্যে আসবে এবং যে যার স্থান থেকে এই ” শহীদি মার্চ” এ অংশগ্রহন করতে পারবেন।
শিক্ষা উপদেষ্টা জানান শিক্ষা প্রতিষ্ঠানে পদত্যাগে বল প্রয়োগের সুযোগ নেই