এসএমএস দিয়ে স্মার্ট কার্ড চেক | Smart Card Check Via SMS 2023

এসএমএস দিয়ে স্মার্ট কার্ড চেক করার নিয়ম

আমরা সবাই বাংলাদেশের নাগরিক ,তাই কেবল আমরা বাংলাদেশী আমাদেরকে বললেই হবেনা ,থাকতে হবে আমাদের জাতীয় পরিচয় , সেজন্য দরকার জাতীয় পরিচয়পত্র ,যা বর্তমানে Smart Card নামে পরিচিত। কিন্তু আমাদের অনেকেরই এখনো Smart Card পাওয়া হয়নি। আজ আমি সেই Smart Card কীভাবে এত সহজে পাওয়া যায় তা শেয়ার করলাম।

আইডি কার্ড বা স্মার্ট কার্ড হয়েছে কিনা কীভাবে জানবেন?

আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যাদের লেমেনেটিং আইডি কার্ড রয়েছে কিন্তু Smart Card এখনও পাননি, কিন্তু আপনারা কি জানেন একটি মাত্র SMS দিয়ে আপনারা SMART CARD টি সম্পর্কে জেনে যাবেন বা পেয়ে যাবেন। অর্থাৎ SMS এর সাহায্যে জানতে পারবেন আপনার SMART CARD টি হয়েছে কিনা আপনি তা সরবরাহ করতে পারবেন।

এসএমএস দিয়ে স্মার্ট কার্ড চেক? SMART CARD CHECK:

এই কাজটি আপনারা আপনাদের বাটন ফোন বা স্মার্টফোন দিয়ে ও করতে পারবেন।তবে আপনাদেরকে একটি বিষয় গুরুত্বের সহিত খেয়াল রাখতে হবে তা হলো আপনার মোবাইল এ কিন্তু মিনিট থাকলেও হবে না‌ আবার ফ্রী SMS থাকলে ও হবেনা মোবাইল এ টাকা থাকতে হবে ।

SMS দিয়ে জানার পদ্ধতি হলো :

  • প্রথমে আপনি চলে যাবেন Massage option এ
  • তারপর start chat ক্লীক করবেন। ক্লীক করার পর‌
  • 2 এ লিখবেন 105।
  • 105 লিখার পর বডিতে লিখতে হবে
  • SC একটা স্পেইস দিয়ে NID নাম্বার অর্থাৎ আপনার NID নাম্বার লিখবেন।
  • তারপর send বাটন এ ক্লিক করবেন send বাটন চলে আসবে এবং SMS দেখবেন Send হয়েছে।

স্মার্ট কার্ড ডাউনলোড করার নিয়ম

মনে রাখতে হবে মোবাইল এ কিন্তু টাকা থাকতে হবে

তারপর ফিরতে Massage এর জন্য একটু অপেক্ষা করুন এবং ফিরতি Massage চলে আসবে ।

আপনার যে ফিরতি Massage আসবে তাতে লিখা থাকবে আপনার Smart Card তৈরি হয়েছে

জায়গার নাম ও লিখা থাকবে কোথায় কোন অফিসে

একটি box নাম্বার থাকবে , ধরুন এই রকম

box, 373375.

স্মার্ট কার্ড চেক করার নিয়ম ও ডাউনলোড করার সহজ উপায়

Compartment -1

অর্থাৎ আপনি Compartment ,-1 এ গিয়ে জানতে পারবেন আপনার Smart Card হয়েছে এবং আনতে পারবেন । অর্থাৎ আপনাদের বুঝাতে একটি নমুনা দিলাম এরকম আপনারাও SMS এর সাহায্যে জানতে পারবেন কোথায় কোন অফিস এ কোন apartment গেলে আপনি আপনার SMART CARD সরবরাহ বা collect করতে পারবেন।

সবশেষে বলতে চাই আর কোন Tenson নেই ঘরে বসেই এরকম SMS দিয়ে আপনারা জানতে পারবেন আপনাদের smart Card টি তৈরি হল কিনা বা Ready হলে কোথায় থেকে আনতে পারবেন । জাতীয় পরিচয়পত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আমাদের সবাই কিন্তু এই Smart Card টি সাথে রাখতে হবে অত্যন্ত গুরুত্বের সহিত।

Share This Article
সাহেদা জান্নাত পেশায় একজন প্রফেশনাল বুক রাইটার। তিনি স্কলার্সমী নিউজের সাথে শুরু থেকেই কাজ করে যাচ্ছেন। বিশেষ করে তিনি এখানে শিক্ষক নিবন্ধন, বিডি জবস এবং শিক্ষাঙ্গনের সব ধরনের নিউজ কাভার করে থাকেন, তিনি সকল নিউজ সততা যাচাই করে ScholarsMe নিউজে প্রকাশিত করে থাকেন।
Exit mobile version