শূণ্য পদে বদলির দাবি মেনে নিলেন শিক্ষা উপদেষ্টা

দীর্ঘদিনের অপেক্ষার প্রহরের অবসান হতে যাচ্ছে। আমাদের শ্রদ্ধেয় শিক্ষকদের আশা পূরণ হতে যাচ্ছে শূণ্য পদের বদলির দাবি মেনে নিলেন শিক্ষা উপদেষ্টা। আন্দোলনরত সবাই জানান বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত ইনডেক্সধারী শিক্ষকদের শূণ্য পদের বিপরীতে বদলির দাবি মেনে নিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।

ইনডেক্সধারী শিক্ষকদের টানা দুই দিনের আন্দোলনের দাবি মেনে নিলেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ তিনি জানান বেসরকারি ইনডেক্সধারী শিক্ষকদের বদলির সুযোগ দেওয়া হবে। ইনডেক্সধারী শিক্ষকদের বদলি গনবিজ্ঞপ্ত পরিষদের সভাপতি মোঃ সরোয়ার তিনি এ তথ্য জানান।

গনবিজ্ঞপ্ত পরিষদের সভাপতি মোঃ সরোয়ার আরো জানান উনারা সচিবালয়ে ভেতরে গিয়ে ইনডেক্সধারী সকল শিক্ষকদের দুঃখ গাঁথা জীবনের সব গল্পের কথা শুনান শিক্ষা উপদেষ্টার কাছে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ তিনি উনাদের সকল কথা শুনেন এবং এও জানান যে বদলির নির্দেশ দেওয়া হবে এবং বেসরকারি শিক্ষকদের দুংখের অবসান হবে। বেসরকারি শিক্ষকদের দুংখের কথা শুনার পর তাদের সব দাবি দাওয়া মেনে নিলেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।

তবে শিক্ষা উপদেষ্টা এও জানান কিভাবে বদলি চালু হবে। বেসরকারি শিক্ষকদের বদলির নির্দেশ এবং এই বদলি প্রক্রিয়া হবে এনটিআরসিএর মাধ্যমে এজন্য সফটওয়্যার তৈরির নির্দেশনা ও দেওয়া হয়েছে।

এমপিওভুক্ত শিক্ষকরাও হতে পারবেন বদলি ২০২৪

Share This Article
সাহেদা জান্নাত পেশায় একজন প্রফেশনাল বুক রাইটার। তিনি স্কলার্সমী নিউজের সাথে শুরু থেকেই কাজ করে যাচ্ছেন। বিশেষ করে তিনি এখানে শিক্ষক নিবন্ধন, বিডি জবস এবং শিক্ষাঙ্গনের সব ধরনের নিউজ কাভার করে থাকেন, তিনি সকল নিউজ সততা যাচাই করে ScholarsMe নিউজে প্রকাশিত করে থাকেন।
Exit mobile version