১৭ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সিলেবাস ও বুকলিষ্ট | Shikkhok Nibondhon Syllabus 2022

শিক্ষক নিবন্ধন পরীক্ষার সিলেবাস ও বুকলিষ্ট : শিক্ষক নিবন্ধন পরীক্ষার সিলেবাস ও বুকলিষ্ট আমি শেয়ার করলাম আপনারা সবাই নিশ্চয় জানেন‌ ১৭ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সময় ও তারিখ ঘোষণা হয়েছে তাই আপনারা সবাই নিশ্চয় পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করতে পারবেন ।

আসন্ন ১৭ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা তাই আপনারা নিজেদের তৈরি করতে অক্লান্ত পরিশ্রম করবেন ,জীবনে এগিয়ে যেতে হলে চেষ্টার ত্রুটি করলে চলবে না । কেননা আপনারা সবাই নিশ্চয় জানেন‌ পরিশ্রম সৌভাগ্যের প্রস্তুতি । পরিশ্রম ছাড়া জীবনে এগিয়ে যাওয়া যায় না।

শিক্ষক নিবন্ধন পরীক্ষা হবে একদিন অর্থাৎ ৩০ ডিসেম্বর শুক্রবার এবং কলেজ পর্যায়ের পরীক্ষা হবে ৩১ ডিসেম্বর শনিবার ।

শিক্ষক নিবন্ধন পরীক্ষার সিলেবাস ও বুকলিষ্ট আমি শেয়ার করলাম : শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য আপনারা সিলেবাস বুজে বুজে যদি preparation নিতে পারেন তাহলেই অতি সহজেই আপনারা নিজেদের তৈরি করতে পারবেন ।তাই আপনাদের সুবিধার্থে আমি এই পোস্ট টি শেয়ার করলাম।

শিক্ষক নিবন্ধন পরীক্ষা বিষয় : বাংলা….. মার্ক থাকবে…..২৫।

  • ভাষারীতি ও বিরাম চিহ্নের ব্যবহার।
  • বাগধারা বা বাগবিধি।
  • ভূল সংশোধন বা শুদ্ধকরন।
  • যথার্থ অনুবাদ।
  • সন্ধি বিচ্ছেদ ও কারক বিভক্তি।
  • সমাস ও প্রত্যয়।
  • বাক্য সংকোচন ।
  • লিঙ্গ পরিবর্তন।
  • সমার্থক ও বিপরীর্থাক শব্দ।

শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য বাংলার উপরের বিষয়গুলো রুটিন অনুযায়ী পড়লে অবশ্যই নিবন্ধন পরীক্ষায় পাশ করতে পারবেন।

১৭ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

বাংলা বুকলিষ্ট অর্থাৎ শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য বাংলার উপরের কি কি পড়বেন তা নিচে শেয়ার করলাম:

  • বাংলা ভাষা : নবম থেকে দশম শ্রেণী পর্যন্ত বাংলা ব্যাকরন বই।
  • বিভিন্ন প্রকাশনীর বই গুলো পড়তে পারেন।
  • বাংলা সাহিত্য: নবম ও দশম শ্রেণীর এবং একাদশ‌ও দ্ধাদশ শ্রেনীর বাংলা সাহিত্য বই গুলো।

ইংরেজী বিষয়ে …..২৫ মার্ক থাকবে।

A,………Completing sentence.

B,……. Translation from Bengali to English.

C,……… Change of parts of speech.

D,……… Right from of verbs.

E,……….Fill in the blanks of the appropriate word.

F,………. Transformation of sentence.

G,………. Synonyms/Antonyms.

H,……… Idioms and Phrases.

এছাড়াও কলেজ পর্যায়ের শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য: Erros and composition./ Identify appropriate titel from story or article/ Uses of article/Appropriate preposition .এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বের সহিত খেয়াল রাখতে হবে এমনকি পড়তে হবে। এছাড়াও ইংরেজি বিষয়ের বিভিন্ন গ্ৰামার অংশ পড়তে হবে । মনে রাখতে হবে ইংরেজি সাহিত্য না পড়লেও চলবে এগুলোতে সময় না ব্যায় করলে চলবে।

১৭ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সময়সূচি

শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য গনিত বিষয়ের সাজেশন:

গনিত বিষয়ে ও মার্ক থাকবে …….২৫ ।

  • পাঠিগনিত : গড় /,গ,সা,গু /ল,সা,গু/ ঐকিক নিয়ম/ লাভ ক্ষতি/শতকরা/ সুদকষা / অনুপাত/ সমানুপাত।
  • বীজগনিত: উৎপাদক/বাস্তব সংখ্যা সমাধানে বীজগানিতিক সূত্র গঠন ও প্রয়োগ/বর্ঘ ও ঘনসম্ভলিত সূত্রাবলী ও প্রয়োগ/ লঘারিদম এর সূত্রাবলী ও প্রয়োগ /গসাগু/ সূচক।

শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য গনিত বিষয়ের বুকলিষ্ট এর মধ্যে আপনারা নবম ও দশম শ্রেনীর গনিত বই এবং গনিতের শর্টকাট সাজেশন নিতে পারেন।

শিক্ষক নিবন্ধন পরীক্ষার সাধারন জ্ঞান …………২৫।

শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য সাধারন জ্ঞান খুবই গুরুত্বপূর্ণ কেননা সাধারণ জ্ঞান আপনি হাঠতে বসতে পড়তে পারবেন।

  • বাংলাদেশ সম্পর্কিত বিষয়াবলী।
  • আন্তর্জাতিক বিষয়াবলী ও চলিত ঘটনাবলী।
  • বিজ্ঞান,পরিবেশ,রোগব্যাধি সম্পর্কিত মৌলিক জ্ঞান ও প্রযুক্তি।
  • বাংলাদেশ সম্পর্কিত বিষয়াবলী মধ্যে বাংলাদেশের ভূপ্রকৃতি , জলবায়ু, শিক্ষা ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা , অর্থনীতি , জাতীয় দিবস ইত্যাদি বিভিন্ন বিষয়ে পড়তে হবে।
  • আন্তর্জাতিক বিষয়াবলিতে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার নাম , প্রতিষ্ঠান এর নাম সম্মাননা ইত্যাদি বিষয়ে প্রশ্ন আসবে ।
  • এছাড়াও খেলাধূলা বিষয়ে বিভিন্ন প্রশ্ন আসবে

শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য এই হলো সাজেশন ও বুকলিষ্ট আপনারা উপরের বিষয়গুলো অত্যন্ত গুরুত্বের সহিত খেয়াল করে পড়বেন এগুলো বিষয় থেকে প্রশ্ন আসে আমাদের দীর্ঘ অপেক্ষার পর এই নিবন্ধটি যেন সার্থক ও সফল হোক।আমাদের এই ব্লগে নিবন্ধন পরীক্ষা নিয়ে All time পোষ্ট শেয়ার করব আপনারা বেশি করে শেয়ার করবেন এবং নিবন্ধন পরীক্ষা জন্য নিজেকে তৈরি করবেন।

Share This Article
সাহেদা জান্নাত পেশায় একজন প্রফেশনাল বুক রাইটার। তিনি স্কলার্সমী নিউজের সাথে শুরু থেকেই কাজ করে যাচ্ছেন। বিশেষ করে তিনি এখানে শিক্ষক নিবন্ধন, বিডি জবস এবং শিক্ষাঙ্গনের সব ধরনের নিউজ কাভার করে থাকেন, তিনি সকল নিউজ সততা যাচাই করে ScholarsMe নিউজে প্রকাশিত করে থাকেন।
Exit mobile version