শিক্ষক নিবন্ধন দিতে চান যারা চারুকলা বিষয়ে  ২০২৩

যারা চারুকলা বিষয়ে শিক্ষক হতে চান: চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা অনেকেই চাকরির জন্য হন্য হয়ে ঘুরছেন তাদের জন্য এই পোস্ট টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা নতুন শিক্ষা কারিকুলামে চারুকলা কিন্তু ষষ্ট ও সপ্তম শ্রেনীতে রয়েছে । চারুকলায় শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিতে চান এই বিষয়ে কিছু আলোচনা ব্যাখা করলাম।

চারুকলা বিষয়ে শিক্ষক হতে চান শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিতে চান :

যারা চারুকলা বিষয়ে শিক্ষক হতে চান , শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিতে চান তাদের জন্য সুখবর । যারা অনার্স শেষ করেছেন বিভিন্ন বিষয়ে । চাকরির জন্য ঘুরছেন বেকারত্ব আপনাকে আঁকড়ে ধরছে তাদের জন্য এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ । অনার্স শেষ করার সাথে সাথেই আপনি এক বছরের চারুকলা বিষয়ে ডিপ্লোমা করেন তারপর শিক্ষক নিবন্ধন পরীক্ষা দেন । কেননা ২০২৩ থেকে শুরু করে সামনের বছরের দিকে ৬ষ্ট শ্রেনী থেকে শুরু করে দশম শ্রেনী পর্যন্ত সকল শ্রেনীতে কিন্তু চারুকলা আসবে কিন্তু চারুকলাতে বর্তমানে মাত্র ৩৫-৪০ জন নিবন্ধনধারী শিক্ষক ,দেখবেন যখন চারুকলা বিষয় সকল শ্রেনীতে শুরু হবে তখন শিক্ষক খুঁজে পাওয়া যাবে না । তখন যারাই ১ বছরের ডিপ্লোমা করবেন নিবন্ধন দিবেন নিবন্ধনধারী হবেন উনাদের সকলের চাকরি হবে । বেশি দিন নয় এই বছরে ই হবে ।

শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিয়ে চারুকলা বিষয়ে শিক্ষক হতে চান তো?

অনেকে আবার চারুকলা নিয়ে শুরু থেকেই পড়েছেন আবার যারা অনার্স বা মাষ্টার্স পরীক্ষা শেষ করে চাকরি খুঁজছেন বা বিভিন্ন নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করছেন অথচ পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি বা চাকরি পাচ্ছেন না উনাদের জন্য সুখবর আপনারা এক বছরের একটা ডিপ্লোমা কোর্সে ভর্তি হবেন তারপর শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিবেন, শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাশ করার সাথে সাথে আপনার চাকরি হবে কেননা এই বিষয়ে প্রার্থী নেই অনেক শূণ্য পদ থাকবে এবং চাকরি হয়ার ও সম্ভাবনা প্রায় রয়েছে।

Also read: ১১-২০ তম সরকারি চাকরিজীবী ও এমপিওভুক্ত শিক্ষকদের জন্য নতুন আপডেট

চারুকলা বিষয়টি আগে ছিল না এখন নতুন শিক্ষা কারিকুলামে চারুকলা থাকবে । আগে যেমন ,সমাজ বিজ্ঞানের উপর নিবন্ধন দিয়ে চাকরি পান এখন তেমনি চারুকলা আলাদা একটা পোষ্ট থাকবে , আইসিটি এর মতন। ইতিমধ্যে অনেকেই চারুকলা বিষয়ে নিবন্ধন দিয়েছেন এবং পাশ করে অনেকেই নিবন্ধনধারী হয়েছেন আর যারা চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য আমাদের অনুরোধ ১ বছরের চারুকলা ডিপ্লোমা করেন এবং নিবন্ধন পরীক্ষা দেন দেখবেন চাকরি পাবেন ।

এই ছিল চারুকলা বিষয়ে নতুন আপডেট চাকরি খুঁজছেন তো তাহলে চারুকলা নিয়ে ডিপ্লোমা করেন শিক্ষক নিবন্ধন পরীক্ষা দেন দেখবেন চাকরি আপনাকে খুঁজছে। বিষয়টি বেশি বেশি করে শেয়ার করুন এবং কোন ভূল থাকলে কমেন্টে জানাবেন।

Also Read: চতুর্থ গনবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ নিয়ে নতুন আপডেট ২০২৩

Share This Article
সাহেদা জান্নাত পেশায় একজন প্রফেশনাল বুক রাইটার। তিনি স্কলার্সমী নিউজের সাথে শুরু থেকেই কাজ করে যাচ্ছেন। বিশেষ করে তিনি এখানে শিক্ষক নিবন্ধন, বিডি জবস এবং শিক্ষাঙ্গনের সব ধরনের নিউজ কাভার করে থাকেন, তিনি সকল নিউজ সততা যাচাই করে ScholarsMe নিউজে প্রকাশিত করে থাকেন।
Exit mobile version