অভিনয় জগতের এক আলোচিত সমালোচিত নাম চিত্রনায়িকা শবনম বুবলি ব্যক্তিগত জীবন নিয়ে তিনি অনেক আলোচনা ও সমালোচনার মুখোমুখি হয়েছেন এই জনপ্রিয় শিল্পী। তবে এখন আলোচনা ও সমালোচনার রেষ যেন একটু কমিয়ে আসছে। সম্প্রতি তিনি তার এক মহৎ কাজের জন্য ও বেশ আলোচিত হয়েছেন। শবনম বুবলি তিনি নিজ উদ্যোগে নিজে গিয়ে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছেন।
শবনম বুবলি আট মাস পর আবারো কাজের জগতে ফিরে আসছেন অর্থাৎ আট মাস পর শবনম বুবলি একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। মেহেদী হাসান এর নীল টিপ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন শবনম বুবলি প্রায় আট মাস পর বিরতি কাটিয়ে আবারো কাজের ফিরছেন শবনম বুবলি।
বুবলির সাথে এই নাটকে নায়ক কে হবেন তা এখনো চূড়ান্ত করা হয়নি। শবনম বুবলি নিজে এই ছবিতে কাজ করবেন বলে জানিয়েছেন কেননা এই ছবিতে নারী প্রধান কাজ রয়েছে আমাদের দেশে নারী প্রধান কাজ হয় খুব কম এখনে অর্থাৎ এই ছবিতে বুবলির চরিত্রটি প্রধান আগেকার যুগে অর্থাৎ চিত্রনায়িকা শাবানর যেসব ছবি সেগুলো ছিল নারীপ্রধান ছিল এবং দর্শকরাও খুবই আনন্দিত হয় এবার মেহেদী হাসান এই নীল টিপ ছবিতে নারীপ্রধান চরিত্রে শবনম বুবলিকে রেখেছেন আশা করা যায় চিত্রনায়িকা শাবানার মতন শবনম বুবলি ও এই নীল টিপ ছবিতে নারীপ্রধান হিসেবে খুবই ভালো কাজ করবেন দর্শক মাতাবেন।