ঈদে মুক্তি পাচ্ছে শাকিব খানের সোলজার মুভি

আগামী ঈদে মুক্তি পেতে যাচ্ছে শাকিব খানের সোলজার মুভি। দুর্দান্ত একশন এবং অ্যাডভেঞ্চারে দেখা যাবে তাকে। ইতিমধ্যে বেশ কয়েকটি ছবি পাবলিশ করেছে প্রযোজনা সংস্থা। Shakib Khan Shoulder Movie তে যারা যারা অভিনয় করতে চলেছে তাদের তালিকা ও তুলে ধরা হবে এই প্রতিবেদনটিতে।
বাংলাদেশ চলচ্চিত্র জগতে বর্তমান সুপারস্টার হচ্ছেন শাকিব খান। আর তার বয়স হচ্ছে প্রায় ৪৬ বছর। বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে দুই যুগ সময় ধরে রয়েছেন তিনি। প্রায় দের যুগের সময় ধরে তিনি বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ব্যাপকভাবে রাজত্ব করে যাচ্ছেন। জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পেয়ে যাচ্ছে।
তারা অভিনীত প্রিয় তমা মুভি, বরবাদ মুভি বর্তমান সময়ের সবচেয়ে বেশি জনপ্রিয় ও আয় সম্পূর্ণ। বাংলাদেশের অনেক মুভির রেকর্ড ইতিমধ্যে ভেঙে দিয়েছে তার অভিনীত মুভিগুলো। সামনে আসতে চলেছে সোলজার মুভি যা বিগত রেকর্ড গুলো ভেঙে দিতে পারে যে কোন সময়। এমনটাই দাবি করছে প্রযোজনা সংস্থাটি। ধারণা করা হচ্ছে এরকম অ্যাকশন এবং ভা য়োলেন্স টাইপ মুভি বাংলাদেশের পূর্বে হয়নি। যার কারণে এ বিষয়টি নিয়ে বেশি হাইপ উঠেছে।
বিশেষ করে শাকিব খান ভক্তরা এ বিষয় নিয়ে বেশি আনন্দিত। কেননা শাকিব খানের মুভি গুলো এখন বছরে একবারে থেকে দুইবার রিলিজ হয়ে থাকে। আর বেশিরভাগ সময়ই দুই ঈদে মুক্তি পায় বা বিশ্বাস কোন দিনে। যদিও পূর্বে প্রতি বছর কয়েকটি গুলি করে কিন্তু বর্তমান সময়ে তা কমে দাঁড়িয়েছে অনেক বেশি। বিপরীত দিকে আগের থেকে মুভিগুলো অনেক উন্নতমানের হচ্ছে যা দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছে।
শাকিব খানের সোলজার মুভি রিলিজ পাবে আগামী ঈদে
গত কয়েকদিন আগে সাকিব ফাহাদ জানিয়েছেন এই মুভির কথা। মূলত তিনি হচ্ছেন এই মুভিটির পরিচালক যা সম্পূর্ণরূপে প্রযোজনা করবেন। আর তিনি এ কথা জানিয়েছেন যে আগামী ঈদ উপলক্ষে এই মুভিটি মুক্তি করা হবে।
এখানে মূল চরিত্রে শাকিব খানকে দেখা গেল তার সঙ্গে দেখা যাবে বর্তমান প্রজন্মের অভিনেত্রীদের। এখানে রাখা হয়েছে ঐশী এবং তানজিন তিশাকে। যারা বর্তমান প্রজন্মের সেরা অভিনেত্রী। শাকিব খানকে অত্যন্ত একশনে দেখা যেতে পারে এই মুভিতে তাই পূর্বে বার্তা দিয়েছেন পরিচালক।
এই মুভিটি ধারণা করা হচ্ছে আগামী ঈদের করা হবে। বিগত বছরগুলোতে শাকিব খানের মুভি গুলো ঈদকে টার্গেট করে রিলিজ করা হচ্ছে। তাই ২০২৬ সালের ঈদকে টার্গেট করে নতুন মুভি হিসাবে এটা রিলিজ করা হবে বলে জানিয়েছেন। শাকিব খানের সোলজার মুভির গান ও অন্যান্য বিষয়গুলো জানতে হলে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। এখানে বিনোদন জগতের সকল খবর পেয়ে যাবেন।