শহীদ আবু সাঈদ এর পরিচিতি

জুলাই এর গন অভু্ত্থানের প্রথম শহীদ আবু সাঈদ। বলতে গেলে শহীদ আবু সাঈদ এর এবং শত শত ভাই বোনদের রক্তের বিনিময়ে আবার ও বাংলাদেশ পেল নতুন এক স্বাধীনতা।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২ তম ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদ অত্যন্ত মেধাবী ছিলেন এবং ছিলেন গরীব এক অসহায় বাবার সন্তান । লালিত ছিল অনেক স্বপ্ন বড়ো হয়ে বাবার অভাবের সংসারে আসবে সচ্ছলতা।

আবু সাঈদ বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন। তিনি মৃত্যুর আগে ১৫ জুলাই ঊনসত্তরের গণঅভ্যুত্থানে নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শামসুজ্জোহাকে উল্লেখ করে ফেসবুকে একটি সাড়া জাগানো পোস্ট দেন।

শহীদ আবু সাঈদ এর পরিচিতিঃ

জন্ম: ২০০১
পিতার নাম : মকবুল হোসেন
মাতার নাম: মনোয়ারা বেগম
ভাই বোন : ছয় ভাই ও তিন বোন
গ্ৰাম : বাবন পুর
ইউনিয়ন: মদনখালী
উপজেলা : পীরগঞ্জ
জেলা: রংপুর
প্রাথমিক বিদ্যালয়: জাফর পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়
পঞ্চম শ্রেণীতে ট্যালেন্টপুল বৃত্তি
মাধ্যমিক বিদ্যালয়: খালাশপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় ( জিপিএ ৫ )
উচ্চ মাধ্যমিক বিদ্যালয়: রংপুর সরকারি কলেজ ( জিপিএ ৫)
মৃত্যু: ১৬ জুলাই ২০২৪
মৃত্যুর স্থান : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে
সমাধি : নিজ গ্ৰাম বাবন পুরে।
সবশেষে এটাই কামনা আমাদের এই ভাইকে জান্নাতুল ফেরদৌস দান করুন।

আরোও পড়ুনঃ উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এর জীবনী

মাহফুজুর রহমান

মাহফুজুর রহমান হলেন স্কলার্সমীর প্রতিষ্ঠাতা, তিনি SEO Friendly নিউজ এবং ব্লগ পোস্টে দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করে আসতেছেন। যেকোনো বিষয়ে ডীপ রিসার্চ করে ব্লগ পোস্ট লিখে থাকেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button