Shadhin Loan App: স্বাধীন লোন অ্যাপ নিয়ে বিস্তারিত

Shadhin Loan App

Shadhin Loan app নিয়ে আজ আমরা আলোচনা করব। স্বাধীন অ্যাপ মূলত একটি লোন অ্যাপ। এটার মাধ্যমে আপনি অতি সহজে লোন গ্রহণ করতে পারবেন। পৃথিবীর সারা দেশে এ পদ্ধতি লোন প্রদান বেশ জনপ্রিয়। বাংলাদেশে স্বাধীন অ্যাপের মাধ্যমে লোন প্রক্রিয়া শুরু করেছে। এই লোন প্রক্রিয়াকে P2p লোন বলা হয়। নিচে shadhin app নিয়ে বিস্তারিত আলোচনা করা হল।

স্বাধীন অ্যাপ কি? What’s Shadhin Loan app?

স্বাধীন অ্যাপ হলো একটি অনলাইন লোন প্রদান সেবা। অনলাইনে অতি সহজে স্বাধীন অ্যাপ লোন প্রদান করে। স্বাধীন অ্যাপ পি টু পি প্রক্রিয়ায় লোন দেয়। স্বাধীন অ্যাপ সরাসরি আপনাকে লোন দিবে না, বরং যোগাযোগ করে দিবে অন্যান্য ব্যাংকের সাথে।

Shadhin Loan App

স্বাধীন অ্যাপের সুবিধা।

  • স্বাধীন অ্যাপ দিয়ে এক সাপ্তাহে সর্বোচ্চ এক লাখ টাকার ঋণ পাবেন।
  • কোন আমানত রাখতে হবে না।
  • স্বাধীন অ্যাপের প্রসেস তুলনা মূলক সহজ।

স্বাধীন অ্যাপে রেজিষ্ট্রেশন করার নিয়ম।

  • স্বাধীনে অ্যাপে রেজিষ্ট্রেশন করতে সর্বপ্রথম Shadhin app টি ইন্সটল করুন।
  • Shadin app টি ওপেন করুন।
  • মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
  • এনআইডি অনুযায়ী নাম দিন।
  • মোবাইল নম্বর ও ইমেইল দিন।
  • Otp কোড আসবে সেটা বাসিয়ে নেক্সটে ক্লিক করুন।
  • তারপর আবার নাম লিখুন। আপনার ডিবিশন। ডেইট অফ বার্থ সিলেক্ট করুন।
  • বৈবাহিক সম্পর্কে যেটা সেটা মার্ক করুন।
  • তারপর এনআইডি সিলেক্ট করুন।
  • নেক্সটে ক্লিক করুন।
  • আপনার অন্যান্য তথ্য চাইবে সেগুলো দেন। সঠিক ভাবে দেন। এগুলো আপনার লোন পেতে সাহায্য করবে। তরপর নেক্সট পেইজে যান।
  • তারপর ছবি ও এনআইডির উভয় পেইজ উপলোড করতে হবে।
  • ইনকাম সার্টিফিকেট উপলোভ করুন।
  • আর ব্যাংক স্টেটমেন্ট চবি উপলোড করুন।
  • তারপর আপনার সকল তথ্য প্রদর্শিত হবে।
    তারপর কোন ব্যাংকে আপনি আদান প্রদান করবেন সেটা দেন। তারপর ব্যাংক একাউন্ট নম্বর দেন।
    কন্ফার্ম নম্ব ও ব্রান্স রাউটিং নম্বর দেন।
    তারপর একটি নম্বর চাইবে। আপনি আপনার ক্লোজ কারো ফন নম্বর দেন। ওটিপি যাবে, সেটা দিয়ে কনফার্ম করুন।

NexusPay নেক্সাস পে সুবিধা কি ও কিভাবে নেক্সাস পে রেজিস্ট্রেশন করবেন

Shadhin loan app.স্বাধীন অ্যাপ থেকে লোন।

স্বাধীন অ্যাপ থেকে আপনি লোন নিতে পারবেন। লোন নেবার পদ্ধতি একেবারে সহজ। আপনি Shadhin app এ লগ ইন করে নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করলেই লোন আবেদন করতে পারবেন। যদি পদ্বতি কঠিন লাগে বা আটকে যান আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর আপনি স্বাধীন অ্যাপ লো সম্পর্কে বিস্তারিত জানতে ইউটুবে ভিডিও দেখতে পারেন। স্বাধীন অ্যাপ লিখে সার্চ করলে এসে যাবে।

স্বাধীন মিউজিক অ্যাপ।

স্বাধীন ফাইনটেক আর স্বাধীন মিউজিক অ্যাপ দুটি ভিন্ন। স্বাধীন ফাইনটেক হলো লোন অ্যাপ। আর Shadin music app হল গানের অ্যাপ। এখানে প্যাচ খাবেন না।

ট্রাস্ট মানি অ্যাপে একাউন্ট খোলার নিয়ম 2023

Citytouch Online Registration | সিটি টাচ অ্যাপ থেকে সিটি ব্যাংকে একাউন্ট খোলার নিয়ম

Share This Article
মাহফুজুর রহমান হলেন স্কলার্সমীর প্রতিষ্ঠাতা, তিনি প্রফেশনালি ওয়েব ডেভেলপমেন্ট এবং SEO (Search Engine Optimization) বিষয়ে কাজ করেন, SEO Friendly নিউজ এবং ব্লগ পোস্টে দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করে আসতেছে। যেকোনো প্রয়োজনে যোগাযোগ করার জন্য কন্টাক্ট করতে পারেন।
Exit mobile version