মাধ্যমিকে আবার থাকছে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা

Education is the backbone of the nation, তবে এই মেরুদণ্ড মজবুত করতে যে শিক্ষা তা নতুন শিক্ষাক্রম নড়বড়ে করে দিয়েছিল , হতাশা , অভিযোগে ভরপুর ছিল নতুন শিক্ষাক্রম। তবে সুখের খবর হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই বিজয় আপামর জনসাধারণের জন্য যেমন মঙ্গল বয়ে আনবে তেমনি সকল সেক্টরে এমনকি শিক্ষা কার্যক্রমে আনছে নতুন পরিবর্তন পুরাতন বিভাজন প্রক্রিয়া যেমন বিজ্ঞান মানবিক ও ব্যবসায় শিক্ষা থাকছে মাধ্যমিকে।

এ বছর অর্থাৎ 2024 এ নবম শ্রেণিতে যে বিভাজন প্রক্রিয়া ছিল কেউ কেউ বিজ্ঞান শাখায় আবার কোন কোন student মানবিক আবার কেউ কেউ ব্যবসায় শিক্ষায় ভর্তি হতো কিন্তু নতুন শিক্ষাক্রম অনুযায়ী এ বছর তা ছিল না যার কারনে ছাত্র-ছাত্রীদের ও অভিভাবকদের মধ্যে হতাশা ও দুঃশ্চিন্তায় ভরে ছিল কিন্তু 2025 সাল থেকে এ নতুন শিক্ষাক্রম বাদ দিয়ে নবম ও দশম শ্রেনীর জন্য থাকছে বিভাজন প্রক্রিয়া।

2012 সালের শিক্ষাক্রমের অনেক বিষয় আনা হবে এবং আগামী 2025 সালে যারা নবম শ্রেণীতে উত্তীর্ণ হবে তাদের জন্য থাকছে বিজ্ঞান মানবিক ও ব্যবসায় শিক্ষা এবং তারা নবম ও দশম শ্রেনীর দু সেকশন মিলিয়ে পড়ে তারপর 2027 সালে এসএসসি সমমানের পরীক্ষা দেবে। এছাড়াও নতুন শিক্ষাক্রম অনুযায়ী যে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর পাঠ্য বই ছিল তা পরিমার্জিত ও পরিবর্তন করে দেবে এটা অত্যন্ত সুখের খবর কেননা আমরা অভিভাবক সমাজ এটাই চাই বাচ্ছারা অর্থাৎ আমাদের প্রজন্মরা ভালো করে পাঠ্যবই এ মন দেক প্রযুক্তি নির্ভর না হয়ে তারা কষ্ট করে শিখুক কেননা নতুন শিক্ষাক্রম তা ছিল‌না বাচ্চারা বাসায় এসে প্রযুক্তি দিয়ে সব সমাধান করতে থাকত এটা সন্তানদের জন্য কতটা উপকারী তা অত্যন্ত পক্ষে আমরা সবাই জানি সুতরাং পাঠ্যবই পড়ে ভালো করে জানুক শিখুক এটাই চাই আমরা।

নবম ও দশম শ্রেনীর পাঠ্যবই ২০২৫ ছাপা হবে পুরোনো শিক্ষাক্রমে

Share This Article
সাহেদা জান্নাত পেশায় একজন প্রফেশনাল বুক রাইটার। তিনি স্কলার্সমী নিউজের সাথে শুরু থেকেই কাজ করে যাচ্ছেন। বিশেষ করে তিনি এখানে শিক্ষক নিবন্ধন, বিডি জবস এবং শিক্ষাঙ্গনের সব ধরনের নিউজ কাভার করে থাকেন, তিনি সকল নিউজ সততা যাচাই করে ScholarsMe নিউজে প্রকাশিত করে থাকেন।
Exit mobile version