সবার মনে যে বিষয়টি জানার আগ্রহ সবচেয়ে বেশি এখন সেটি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে। আর ক্লাস শুরু হবে কখন থেকে এ বিষয় নিয়ে। আপনাদের সামনে হাজির হয়েছি আজকে এই প্রতিবেদনে কবে স্কুল খোলা হবে এবং কি কি বিষয় জরুরী সে বিষয়গুলো নিয়ে।
গত ১৬ জুলাই থেকে বন্ধ করে দেওয়া হয়েছে বাংলাদেশের যতগুলো সরকারি বেসরকারি এবং প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সবগুলো। মূলত শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করেই এ সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের মধ্যে অনেকেই জানেন এই কি কারনে বন্ধ করে দেওয়া হয়েছে। তবে এই বিষয় সম্পর্কে যারা অবগত নয় তারা অবশ্যই এখন এই প্রতিবেদন থেকে দেখতে পারেন। মূলত কোটা বিরোধী আন্দোলন শুরু হয়েছিল বেশ কয়েক সপ্তাহ ধরে। যদিও পূর্ববর্তী সময় থেকে এই আন্দোলন চলমান ছিল কিন্তু সাম্প্রতিক সময় ২০২৪ সালে যে আন্দোলন হয়। এই আন্দোলন সর্বোচ্চ চূড়ান্ত পর্যায়ে রূপ নেয়। যদিও তাদের এই আন্দোলন এবার সফল হয়েছে এবং কোটা ৭% করে দেওয়া হয়েছে। কিন্তু এর মধ্যে চলে নানা ধরনের সংঘর্ষ। এই সংঘর্ষের প্রায় কয়েক শতাধিক মানুষ মারা যায় যেখানে ছিল পুলিশ, সাধারণ ছাত্র এবং সাধারণ মানুষ। বারবার এই সংঘর্ষ অনুষ্ঠিত হচ্ছিল যার কারণে প্রায় কয়েক হাজার মানুষ আহত অবস্থায় রয়েছেন এবং হাসপাতালে রয়েছেন অনেকেই। এরই প্রেক্ষাপটে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করে দেওয়া হয়।
শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে তা এখনো অনিশ্চিত
প্রায় এক সপ্তাহের বেশি সময় ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এই বন্ধের মধ্যে পড়েছে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানসমূহ। প্রায় এক সপ্তাহ পার হয়ে গিয়েছে এমনকি আন্দোলনের দাবি মেনে নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরা জানতে চাচ্ছেন এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলে দেওয়া হবে তা নিয়ে। এদিকে ছাত্র আন্দোলনের দাবি দ্রুত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এবং হল গুলো খুলে দেওয়ার জন্য নিরাপত্তার সঙ্গে।
তবে শিক্ষামন্ত্রীর এক সম্মেলনে বলেন শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলে দেওয়া হবে তা এখন পর্যন্ত বলা যাচ্ছে না। সকল বিষয়গুলো নিশ্চিত করেই পরিস্থিতি স্বাভাবিক হলে খুলে দেওয়া হবে শিক্ষা প্রতিষ্ঠান। কেননা দফায় দফায় সংঘর্ষ হওয়ার কারণে অনেক হতাহত হয়েছে। শিক্ষার্থীদের কথা বিবেচনা করে সেটা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা এখন পর্যন্ত চলমান হয়ে যাচ্ছে।
আরো দেখুনঃ চালু হয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট
আপনারা যদি শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে তা জানতে চান তাহলে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের পরবর্তী আপডেট দেখুন। কারণ আমাদের এই ওয়েবসাইটে শিক্ষামূলক সকল নিউজ দেওয়া হয় সবার আগে এবং দ্রুত।