সৌদি আরবে সোনার খনি আবিষ্কার মদিনা এলাকায়

সৌদি আরবে সোনার খনি মদিনা এলাকায় পাওয়া গেছে। সরকারের পক্ষ থেকে বিষয়টি মিশ্চিত করেছে। শুধু তাই নয় তমি খনিও পাওয়া গেছে। সৌদি আরবে সোনার খনি আবিষ্কার

সৌদি আরবে সোনার খনি আবিষ্কার। Saudi Arabia discovers gold in Madinah

পূণ্য ভৃমি সৌদি আরব। আমরা জানি সৌদে আরবে রয়েছে তেলের খনি। তাদের অর্থনৈতিক স্বচ্ছতার প্রধান উৎস তেল। এখান অর্থনীতে নতুন এক মাত্রা যুগ হবে। কারণ মদিনা অঞ্চলের অন্তত চারটি স্থানে সোনা ও তামার খনি আবিষ্কার হয়েছে।

সৌদি আরবে সোনার খানির আবিষ্কারক।

এসজিএস সৌদি আরবের একটি ভৃতাত্তিক সংস্হা।এসজিএস ও সার্ভে অ্যান্ড মিনারেল এক্সপ্লোরেশন বিষয়টি নিশ্চিত করেছে। তার আরো জানায় সোনার খনির অবস্থান মদিনা অঞ্চলে এবং উম্মাল-বারাক হেজাজের ঢাল আবাল-রাহার সীমানার মধ্যে অবস্হিত।

সৌদে আরবের সোনার খনির আয়তন।

মদিনা এলাকায় ৪০ বর্গকিলোমিটারেরও বেশি এলাকাজুড়ে অবস্থিত সোনার খনি রয়েছে। তাছাড়া এতে সোনার সাথেসাথে বিপুল পরিমাণে তামা, দস্তা ও রুপার মজুত রয়েছে

মাহফুজুর রহমান

মাহফুজুর রহমান হলেন স্কলার্সমীর প্রতিষ্ঠাতা, তিনি SEO Friendly নিউজ এবং ব্লগ পোস্টে দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করে আসতেছেন। যেকোনো বিষয়ে ডীপ রিসার্চ করে ব্লগ পোস্ট লিখে থাকেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button