অনার্স ৪র্থ বর্ষ বিক্রয় ব্যবস্থাপনা সাজেশন ২০২৩ | Sale Management suggestion

অনার্স ৪র্থ বর্ষ বিক্রয় ব্যবস্থাপনা সাজেশন ২০২৩ | Sale Management suggestion

অনার্স চতুর্থ বর্ষ শিক্ষার্থীদের জন্য আজকের আর্টিকেল রয়েছে বিক্রয় ব্যবস্থাপনা সাজেশন ২০২৩ & Sale Management suggestion। একজন শিক্ষার্থী উক্ত বিষয়ের পরিপূর্ণ একটি সাজেশন পেয়ে যাচ্ছেন। যার মাধ্যমে শিক্ষার্থী তুলনামূলকভাবে আরও ভালো ফলাফল করতে সক্ষম হবেন। আসুন তাহলে দেখে নেই এ সাজেশন।

আমরা প্রতিনিয়ত প্রকাশিত করছি অনার্স এবং ডিগ্রী সকল বর্ষের এবং সকল ডিপার্টমেন্টের সাজেশন। আর এই সাজেশন গুলো দেওয়া হচ্ছে শিক্ষার্থীদেরকে সম্পূর্ণ ফ্রিতে। কোন ধরনের অর্থের বিনিময়ে এ সাজেশনগুলো দেওয়া হয় না। প্রয়োজনে বন্ধুবান্ধব এবং অন্যান্যদের সাথে শেয়ার করতে পারা যায়।

অনার্স ৪র্থ বর্ষ সরবরাহ শিকল ব্যবস্থাপনা সাজেশন ২০২৩ | Supply Chain Management suggestion

সাজেশন তৈরি করা হয়েছে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের সুনামধন্য সকল প্রফেসর দ্বারা। আর এই সাজেশন থেকে প্রতিবছর প্রায় ৮০% মার্ক কমন পড়ে থাকে। যারা পরীক্ষায় ভালো ফলাফল করতে ইচ্ছুক তারা অবশ্যই একবার হলে আমাদের এই সাজেশনটি পড়ে নিবেন। তাহলে আশা করা যায় আপনি পরীক্ষায় আরো ভালো ফলাফল করতে পারবেন।

অনার্স ৪র্থ বর্ষ বিক্রয় ব্যবস্থাপনা সাজেশন ২০২৩ | Sale Management suggestion

ক বিভাগ

  • দোকানের পর্যবেক্ষণ বলতে কি বুঝেন?
  • পণ্য দ্রব্যের পরিকল্পনা বলতে কি বুঝেন?
  • PPP এর পূর্ণরূপ লিখুন।
  • প্রযুক্তিগত পরিবেশ কাকে বলা হয়?
  • মোট লাভের সূত্র উল্লেখ করুন।
  • ভোক্তার সন্তুষ্টি বলতে কি বুঝায়?
  • ব্যয় ভিত্তিক দাম নির্ধারণ বলতে কী বোঝেন?
  • শিক্ষণ ও প্রত্যক্ষণ বলতে কি বুঝায়?
  • সেবা বলতে কি বুঝেন?
  • আচরণ সমীকরণ তত্ত্বটির প্রবক্তা কে ছিলেন?
  • স্ব সেবা খুচরা ব্যবসা কি?
  • প্রেষণা বলতে কি বুঝেন?
  • ব্যয় ভিত্তিক দাম নির্ধারণ বলতে কি বুঝেন?
  • পণ্য দ্রব্যের পরিকল্পনা কি?
  • দোকানের পর্যবেক্ষণ বলতে কি বুঝেন?
  • প্রণালী দ্বন্দ্ব কাকে বলা হয়?
  • ভোক্তার সন্তুষ্টি বলতে কি বোঝেন?
  • শিক্ষণ ও প্রত্যক্ষণ কি?
  • প্রেষণা বলতে কি বুঝায়?
  • প্রযুক্তিগত পরিবেশ বলতে কি বুঝেন?
  • ফ্রাঞ্চাইজ প্রতিষ্ঠান কাকে বলা হয়?
  • স্ব সেবা ব্যবসা কি?
  • আউটলেট বলতে কি বুঝেন?
  • 6M বলতে কি বুঝানো হয় থাকে?

অনার্স ফাইনাল ইয়ার সরকারি অর্থব্যবস্থা ও করবিধি সাজেশন ২০২৩ | Public Finance & Taxation

খ বিভাগ

এই বিভাগের প্রশ্নগুলো অতি সংক্ষিপ্তভাবে উত্তর দেয়া যায় না আবার বিস্তারিতভাবে উত্তর দেওয়া সম্ভব হয় না। অর্থাৎ সংক্ষিপ্ত আকারে প্রশ্নগুলোর উত্তর দিতে হয়। অনেক শিক্ষার্থীর এ ধরনের প্রশ্ন নিয়ে বেশ সমস্যা দেখা দেয়। তাই তাদের জন্য আজকে আমরা এই বিভাগের বিক্রয় ব্যবস্থাপনা সাজেশন নিয়ে এসেছি আমরা।

  • বিক্রয় কর্মীর যাত্রাপথ বলতে কি বুঝ?
  • কোটা ব্যবহারের উদ্দেশ্য বলতে কি বুঝায়?
  • বিক্রয় সংগঠনের উদ্দেশ্যসমূহ বর্ণনা করুন।
  • একজন দক্ষ বিক্রয় নির্বাহীর গুণাবলী কি?
  • একটি উত্তম নীতির বৈশিষ্ট্য লিখুন।
  • উত্তম দোকানের অবস্থান খুঁজে বের করার ধাপসমূহ বর্ণনা করুন।
  • কিভাবে ক্রেতাদের প্রয়োজন অনুধাবন করা যায় তা লিখুন?
  • অভ্যাসগত ক্রয় আচরণ এবং জটিল ক্রয় আচরণের মধ্যে পার্থক্য লিখুন।
  • বিভাগীয় বিপণীর বৈশিষ্ট্য সমূহ আলোচনা করুন।
  • ব্যবস্থাপনা চক্রের ধাপ আলোচনা করুন।
  • বিক্রয় বৃদ্ধির পাঁচটি উপায় লিখুন।
  • AIDAS বিক্রয় তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করুন।
  • বিক্রেতা ক্রেতার মধ্যে দ্বৈত সম্পর্কে আলোচনা করুন।
  • দোকানের সার্বিক পরিবেশের খাপ খাওয়ানো ব্যাখ্যা করুন।
  • মূল্য নির্ধারণের উদ্দেশ্য বর্ণনা করুন।
  • উত্তম ক্রয় বিক্রয়ের অর্ধেক কথাটি ব্যাখ্যা করুন।

গ বিভাগ বিক্রয় ব্যবস্থাপনা সাজেশন

  • বিক্রয় ব্যবস্থাপনা উদ্দেশ্যাবলি আলোচনা করুন।
  • বিক্রয় ব্যবস্থাপনা পদের প্রকৃতি আলোচনা করুন।
  • পণ্যের জীবন চক্রের বিভিন্ন ধাপসমূহ বর্ণনা করুন।
  • পণ্যের জীবন চক্রের সংজ্ঞা দিন এবং ব্যাখ্যা করুন।
  • বিক্রয় নির্বাহীর ক্ষতিপূরণের শ্রেণীবিভাগ আলোচনা করুন।
  • বিক্রয় সংগঠন কাঠামোর মৌলিক ধারণা করুন।
  • বিক্রয় ব্যবস্থাপনায় প্রেষণায় গুরুত্ব আলোচনা করুন।
  • বাজেটের প্রক্রিয়াটি বর্ণনা করুন।
  • বিক্রয় এলাকার নির্ধারণের কারণ কি তা আলোচনা করুন।
  • দোকানের সার্বিক পরিবেশ উন্নয়নের উপাদান গুলো ব্যাখ্যা করুন।
  • ব্যবসায় পণ্যের দাম নির্ধারণের কৌশলগুলো বর্ণনা করুন।
  • পণ্য দ্রব্য পরিকল্পনা প্রক্রিয়াটি ব্যাখ্যা করুন।
  • ভোক্তার আচরণের মডেল তৈরি করুন।
  • পরিবেশগত কোলাহলের বিভিন্ন উপাদান ব্যাখ্যা করুন।
  • বিভাগীয় বিপনী এবং চেইন স্টোরের মধ্যে পার্থক্য দেখান।
  • সংগঠনের ভিত্তির উপর খুচরা ব্যবসার প্রকার আলোচনা করুন।
  • বিক্রয়ের কার্যাবলী আলোচনা করুন।

আজকের এই আর্টিকেলের মাধ্যমে আপনারা জানতে পারলে অনার্স ৪র্থ বর্ষ বিক্রয় ব্যবস্থাপনা সাজেশন ( Sale Management suggestion )। আরো বিভিন্ন বর্ষের এবং বিভিন্ন ডিপার্টমেন্টের সাজেশন এবং বইগুলো পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন।

অনার্স ৪র্থ বর্ষ মার্কেটিং বাংলাদেশ অর্থনীতি সাজেশন ২০২৩ | Marketing Bangladesh Economy suggestion

Share This Article
মাহফুজুর রহমান হলেন স্কলার্সমীর প্রতিষ্ঠাতা, তিনি প্রফেশনালি ওয়েব ডেভেলপমেন্ট এবং SEO (Search Engine Optimization) বিষয়ে কাজ করেন, SEO Friendly নিউজ এবং ব্লগ পোস্টে দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করে আসতেছে। যেকোনো প্রয়োজনে যোগাযোগ করার জন্য কন্টাক্ট করতে পারেন।
Exit mobile version