৫% প্রণোদনায় কোন গ্ৰেডের কর্মচারী কত টাকা পাবেন ২০২৩ | Salary increment News

৫% প্রণোদনায় কোন গ্ৰেডের কর্মচারী কত টাকা পাবেন

সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি হচ্ছে এটা অত্যন্ত সুখবর এবং 5% প্রনোদনায় কোন গ্ৰেডের কর্মচারী কত টাকা পাবেন এই বিষয় সম্পর্কে আজকে আপনাদের সাথে বিস্তারিত বিশ্লেষণ করবো ‌‌। আশা করি আপনাদের সবাইকে বোঝাতে সক্ষম হবো ‌‌‌‌‌‌যে কোন গ্ৰেডের কর্মচারী 5% প্রনোদনায় কত টাকা পাবেন।

5% প্রণোদনায় কোন গ্ৰেডের কর্মচারী কত টাকা পাবেন:

সরকারি চাকরিতে মোট বিশটি ধাপ বা গ্ৰেড রয়েছে । প্রথম ধাপে বেতন ভাতা পান সচিবেরা । বিশ ধাপের বা গ্ৰেডের মধ্যে তাদের বেতন ভাতা ৭৮ হাজার টাকা।

শেষ ধাপের অর্থাৎ ২০ তম ধাপ বা গ্ৰেডের বেতন ভাতা হচ্ছে ৮ হাজার ২৫০ টাকা ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে ২০২৩ -২০২৪ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটর উপর বক্তব্য দেয়ার সময় সরকারি কর্মচারীদের ৫% প্রণোদনা দেয়ার কথা জানিয়েছেন এবং মূল বেতনের 5% আপৎকালীন সময়ে দেয়ার বিষয়টি বিবেচনা করার জন্য অর্থমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন আমরা সরকারি কর্মচারীদের মূল বেতনের 5% শতাংশ প্রণোদনা হিসেবে দেয়ার বিষয়টি ভাবছি আশা করি 5% শতাংশ বিশেষ প্রণোদনা দেওয়া হবে।

  • সরকারি কর্মচারীদের পে স্কেল গঠন।
  • সরকারি কর্মচারীদের টিফিন ভাতা উৎসব ভাতা বৃদ্ধি

জানা যায় প্রধানমন্ত্রী ঘোষণা দেওয়ায় 5 শতাংশ বাড়তি প্রণোদনা পাবেন প্রতি মাসে সরকারি কর্মচারীরা ।

ঈদের পর পরই অর্থাৎ এই সময়ে এই প্রজ্ঞাপণ নিয়ে কাজ করবে অর্থ মন্ত্রণালয়। যখন ই প্রজ্ঞাপন জারি করা হোক না কেন বাড়তি প্রণোদনা জুলাই মাস থেকে পাবেন সরকারি কর্মচারীরা । বেতন কাঠামো অনুযায়ী 2016 সালের 1লা জুলাই থেকে সরকারিরা কর্মচারীদের 5% ইনক্রিমেন্ট পেয়ে আসছেন।

5% প্রণোদনায় কোন গ্ৰেডের কর্মচারী কত টাকা পাবেন:

মূল বেতনকে ভিত্তি করে হিসাব করে নেওয়া যায় কোন গ্ৰেডের কর্মচারী কত টাকা পাবেন ৫ % প্রণোদনায় ।

  • যেমন স্বাভাবিক বেতন বৃদ্ধির পাশাপাশি প্রথম ধাপের সরকারি কর্মচারীদের ৫ % প্রণোদনায় বাড়তি প্রণোদনা যোগ হবে ….. ৩ হাজার ৯০০ টাকা ।
  • দ্বিতীয় ধাপের সরকারি চাকরিজীবীদের বেতন হচ্ছে ৬৬ হাজার টাকা এবং এ ধাপের প্রতি বছর ৫শতাংশ বেতন বৃদ্ধির পর মোট বেতন দাড়ায় 76 হাজার 490 টাকা । শুরুর মূল বেতনকে ভিত্তি করলে প্রণোদনা পাওয়া যাবে অর্থাৎ যোগ হবে 3 হাজার 300 টাকা ।
  • আর শেষ মূল বেতনকে ধরলে প্রণোদনা পাওয়া যাবে 3 হাজার 825 টাকা।
  • তৃতীয় ধাপের শুরুর মূল বেতন 56 হাজার 500 টাকা অনুযায়ী প্রণোদনা পাওয়া যাবে 2 হাজার 825 টাকা ।
  • চতুর্থ ধাপে শুরুর মূল বেতন হিসাব করে দেখা যায় 2 হাজার 500 টাকা।
  • শুরুর মূল বেতন হিসাব করে পঞ্চম ধাপে প্রণোদনা পাবেন … 2 হাজার 150টাকা ।
  • শুরুর মূল বেতন ধরে ষষ্ট ধাপে প্রণোদনা পাবেন …….1 হাজার 775 টাকা।
  • সপ্তম ধাপে …….1 হাজার 450 টাকা।
  • অষ্টম ধাপে শুরুর মূল বেতন ধরে পাবেন…..1 হাজার 150 টাকা ।
  • নবম ধাপে শুরুর মূল বেতন হিসাব করে ধরলে পাবেন ……1 হাজার 100 টাকা ।
  • দশম ধাপে ………….800 টাকা বাড়বে ।

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে রাষ্ট্রের চোখে সবাই সরকারি কর্মচারী হলেও অর্থ বিভাগ প্রথম থেকে দশম গ্ৰেড পর্যন্ত সবাইকে সরকারি কর্মচারীদের ” কর্মকর্তা ” হিসেবে গণ্য করে এবং ১১ থেকে ২০ তম ধাপের সকল সরকারী কর্মচারীদের ” কর্মচারী” হিসেবে গণ্য করে থাকে।

এবার বিশ্লেষণ করলাম যে অর্থ বিভাগের মত অনুযায়ী সরকারি কর্মচারীদের কোন ধাপে অর্থাৎ ১১ থেকে ২০ তম ধাপের কর্মচারী কে কত টাকা পাবেন ৫ % প্রণোদনায় ।

  • শুরুর মূল বেতন অনুযায়ী 11 তম ধাপের কর্মচারী কত পাবেন ……11তম ধাপের কর্মচারী পাবেন ………625 টাকা ।
  • দ্বাদশ ধাপের কর্মচারী পাবেন……. 565 টাকা ।
  • ত্রয়োদশ ধাপে পাবেন …..550 টাকা ।
  • চতুর্দশ ধাপে পাবেন সরকারি কর্মচারীরা…..510 টাকা ।
  • পঞ্চদশ ধাপে পাবেন ……….485 টাকা ।
  • ষষ্টদশ ধাপের কর্মচারী পাবেন ……465 টাকা ।
  • সপ্তদশ ধাপে সরকারি কর্মচারীরা পাবেন …..450 টাকা ।
  • অষ্টাদশ ধাপে পাবেন……480 পাবেন ।
  • ঊনবিংশতম ধাপে পাবেন…425 টাকা ।
  • 20 তম ধাপে সরকারি কর্মচারীরা পাবেন …….412 টাকা 50 পয়সা।

শ্রদ্ধেয় শিক্ষকগন তথা সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা আপনাদের সবার জানার স্বার্থে এই পোষ্ট টি শেয়ার করলাম আশা করি সবাই বুঝতে পারবেন এবং শিক্ষনীয় সকল পোষ্ট শিক্ষা প্রতিষ্ঠান , শিক্ষক নিয়োগ পরীক্ষা বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তি , শিক্ষক নিবন্ধন পরীক্ষা সম্পর্কে যাবতীয় বিষয় এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের সকল নতুন নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন এবং বেশি বেশি করে শেয়ার করুন । যদি কোন ভূল থাকে তাহলে কমেন্টে জানাবেন।

বাংলা বিষয়ক গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান যেকোন নিয়োগ পরীক্ষার জন্য

Share This Article
সাহেদা জান্নাত পেশায় একজন প্রফেশনাল বুক রাইটার। তিনি স্কলার্সমী নিউজের সাথে শুরু থেকেই কাজ করে যাচ্ছেন। বিশেষ করে তিনি এখানে শিক্ষক নিবন্ধন, বিডি জবস এবং শিক্ষাঙ্গনের সব ধরনের নিউজ কাভার করে থাকেন, তিনি সকল নিউজ সততা যাচাই করে ScholarsMe নিউজে প্রকাশিত করে থাকেন।
Exit mobile version