সাধারণ জ্ঞান স্পেশাল সাজেশন ২০২৩

বিসিএস পরীক্ষা , শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষা, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ স্পেশাল সাজেশন শেয়ার করলাম এই পোষ্ট টি যারাই ফলো করবেন দেখবেন এ থেকে চার পাঁচটা প্রশ্ন অবশ্যই থাকবে । কেননা শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিভিন্ন বিষয়ভিত্তিক প্রস্তুতি যেমন , বিভিন্ন সংস্থার নাম , আন্তর্জাতিক বিষয়াবলী , বিভিন্ন দেশের মুদ্রার নাম ইত্যাদি খুবই গুরুত্বপূর্ণ ।

বিভিন্ন সংস্থার সদস্য সংখ্যা:

সংস্থার নাম ……………………. সদস্য সংখ্যা……………. সর্বশেষ সদস্য।

বেনেলাক্স ( BENELUX) ……… 3………………..……-

  • ব্রিকস ( BRICS ব্রাজিল , রাশিয়া,ভারত,চীন ও দক্ষিণ আফ্রিকা ……….৬ …….. দক্ষিন আফ্রিকা।
  • উপসাগরীয় সহযোগিতা সংস্থা ( GCC) ……………,6……-
  • বিমসটেক ( BIMSTEEC) ………7…….-
  • জি _৮ ( G-8 ) ডি -৮ ( D – 8 ) ………8 ………..-
  • আসিয়ান ( ASEAN) …………..10……….কম্বোডিয়া।
  • ইকো ( ECO) ……..10 …………..
  • অপেক ( OPEC) …….13……….
  • to c
  • আসিয়ান আঞ্চলিক ফোরাম (ARF) …….27 ……. শ্রীলংকা ।
  • সার্ক ( SAARC) ……….. 8 ………
  • ইউরোপীয় ইউনিয়ন (EU) ………….28…….ক্রোয়েশিয়া
  • ন্যাটো(NATO) ……….28…… আলবেনিয়া ও ক্রোয়েশিয়া।
  • কমনওয়েলথ………..৫২……. মালদ্বীপ প্রত্যাহার।
  • আফ্রিকান ইউনিয়ন ( AU) ……..55…..মরক্কো।
  • ইসলামী সম্মেলন সংস্থা ( OIC) সদস্য সংখ্যা ৩ ….
  • জোট নিরপেক্ষ আন্দোলন ( NAM) সদস্য সংখ্যা 120।
  • বিশ্ব বানিজ্য সংস্থা ( WTO) সদস্য সংখ্যা (১৬৪)
  • আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) সদস্য সংখ্যা ১৮৭ ।
  • আন্তর্জাতিক আনবিক শক্তি এজেন্সি (IAEA) সদস্য সংখ্যা ১৬৮ টি ।
  • জাতিসংঘ ( UN) সদস্য সংখ্যা ১৯৩ ।
  • রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা ( OPCW) সদস্য সংখ্যা ১৯২ টি ।

চাকরি প্রত্যাশী ভাই ও বোনদের জন্য এই পোস্ট টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা এই পোস্ট টি থেকে প্রতি প্রশ্ন ই প্রতিবছর শিক্ষক নিবন্ধন পরীক্ষা এই সব বিষয়ে প্রশ্ন থাকে এছাড়াও আরো বিভিন্ন নিয়োগ পরীক্ষা যেমন প্রাথমিক শিক্ষক নিবন্ধন পরীক্ষা , বিসিএস পরীক্ষা ইত্যাদি বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রশ্ন থাকে ।

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান

সাম্প্রতিক বিষয়াদি

শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি

আন্তর্জাতিক বিষয়াবলী

একাদশ ও দ্বাদশ শ্রেণির সকল বিষয়ের গাইড

Share This Article
সাহেদা জান্নাত পেশায় একজন প্রফেশনাল বুক রাইটার। তিনি স্কলার্সমী নিউজের সাথে শুরু থেকেই কাজ করে যাচ্ছেন। বিশেষ করে তিনি এখানে শিক্ষক নিবন্ধন, বিডি জবস এবং শিক্ষাঙ্গনের সব ধরনের নিউজ কাভার করে থাকেন, তিনি সকল নিউজ সততা যাচাই করে ScholarsMe নিউজে প্রকাশিত করে থাকেন।
Exit mobile version