বাংলা ভাষা ও সাহিত্য সাধারণ জ্ঞান নিয়োগ পরীক্ষার প্রস্তুতি

বাংলা ভাষা ও সাহিত্য সাধারণ জ্ঞান নিয়োগ পরীক্ষার প্রস্তুতি : বিভিন্ন চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আজ আমি শেয়ার করলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পোস্ট বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর যেগুলো যেকোন নিয়োগ পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ । বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা , প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা সহ বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পোস্ট।

বাংলা ভাষা ও সাহিত্য :

  • ‘ বাংলা একাডেমি সংক্ষিপ্ত বাংলা অভিধান ‘ এর রচয়িতা – আহমদ শরীফ।
  • কান চলচ্চিত্র উৎসবে পুরস্কার প্রাপ্ত প্রথম বাংলাদেশি চলচ্চিত্র – মাটির ময়না ।
  • মুনীর চৌধুরী বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন – ১৯৬২ সালে ।
  • ‘ভেবে চিন্তে ‘- অলুক দ্বন্ধ সমাস ।
  • ‘চন্দ্রাবতী ‘ কাব্যের রচয়িতা – কোরেশী মাগন ঠাকুর ।
  • কোন পদের সঙ্গে সন্ধি হয়না – ক্রিয়া পদের সাথে ।
  • নার্গিস শব্দটি কোন ভাষা থেকে এসেছে – ফারসি ভাষা ।
  • ‘ থেকে থেকে শিশুটি কাঁদছে এখানে দিরুক্তিটি কি প্রকাশ করেছে – কালের বিস্তার ।

চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা যারা দিন রাত অবিরাম পরিশ্রম করে যাচ্ছেন তাদের সাহায্যার্থে আমাদের এই আয়োজন একটু কষ্ট করে কাজের ফাঁকে ফাঁকে পড়তে থাকুন এবং একটি প্রশ্ন শিখলে আপনার আপনাদের ই লাভ কষ্ট করে পড়লে ইষ্ট মিলে জীবনে এগিয়ে যেতে হলে পড়ার বিকল্প নেই তাছাড়া চাকরির পরীক্ষা হলে তো আর কথা নেই পড়তে হবে জানতে হবে শিখতে হবে ।

  • মেঘনাবদ কাব্য গ্ৰহ্নটিতে সর্ঘ রয়েছে – ৯ টি ।
  • ‘চত্বারিংশ ‘ শব্দটির সংখ্যা জ্ঞাপক – চল্লিশ।
  • সন্ধি হয়না – ক্রিয়া পদের সঙ্গে।
  • চর্যাপদের পদকর্তা সরহপাদের রচিত পদসংখ্যা – ৪ টি ।
  • ব্রাক্ষী লিপির রূপ – তিনটি যথা – ( সারদা – নাগর ও কুটিল ) ।
  • বিখ্যাত ‘ চারুলতা ‘ চরিত্রটি রয়েছে – রবীন্দ্রনাথ ঠাকুরের’ নষ্টনীড় ‘ গল্পে।
  • চর্যাপদের সরহপাদের পদসংখ্যা কতটি – ৪ টি ।
  • চন্দ্রাবতী কোন ধরনের রচনা – কাব্য।

যেকোন নিয়োগ পরীক্ষায় বাংলা বিষয়ের উপর প্রশ্ন আসে বাংলা বিষয়ের উপর যেকোন প্রশ্ন কমন পড়ানোর জন্য আপনাকে বাংলা বিষয়ে অনেক বিষয় জানতে হবে জানার শেষ নেই বাংলা ভাষা ও সাহিত্যের উপর অনেক গুলো পোষ্ট আমাদের ব্লগে শেয়ার করা হয়েছে আপনাদের জন্য ।

  • ‘ অশিষ্ট ‘ শব্দের সমার্থক শব্দ – অভদ্র ।
  • অনুসর্গের অন্য নাম – কর্মপ্রবচনীয় ।
  • ‘ বিমান ‘ শব্দটি – তৎসম ।
  • মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম উপন্যাস – রাইফেল রোটি আওরাত ।
  • ‘আমার সন্তান যেন থাকে দুধে ভাতে ‘ উক্তিটি অন্তর্ভুক্ত -অন্নদামঙল কাব্য গ্ৰহ্নে।

প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আবারও বলছি আপনারা কাজের ফাঁকে ফাঁকে পড়তে পারেন এই পোস্ট টি জীবনে এগিয়ে যেতে হলে পড়ার বিকল্প নেই সুতরাং বলা যায় ,

“যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখ তাই পাইলে পাইতো পারো অমূল্য রতন”।

সাধারণ জ্ঞান

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে সাধারন জ্ঞান 

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান

বিশ্বকাপ ফুটবল নিয়ে সাধারণ জ্ঞান

নিয়োগ পরীক্ষার প্রস্তুতি বাংলা বিষয়ক সাধারণ জ্ঞান

চাকরির পরীক্ষার জন্য সহায়ক গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান

Share This Article
সাহেদা জান্নাত পেশায় একজন প্রফেশনাল বুক রাইটার। তিনি স্কলার্সমী নিউজের সাথে শুরু থেকেই কাজ করে যাচ্ছেন। বিশেষ করে তিনি এখানে শিক্ষক নিবন্ধন, বিডি জবস এবং শিক্ষাঙ্গনের সব ধরনের নিউজ কাভার করে থাকেন, তিনি সকল নিউজ সততা যাচাই করে ScholarsMe নিউজে প্রকাশিত করে থাকেন।
Exit mobile version