শিক্ষক নিবন্ধন বাংলাদেশ বিষয়ক‌ সাধারণ জ্ঞান

শিক্ষক নিবন্ধন বাংলাদেশ বিষয়ক‌ সাধারণ জ্ঞান

শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান: আজ আমি শেয়ার করলাম বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান , বাংলাদেশের প্রথম ।এই বিষয়গুলো থেকে ও প্রশ্ন থাকে ।আর মাত্র কয়েকটা দিন একটু মনোযোগ সহকারে পড়বেন দেখবেন নিবন্ধন পরীক্ষায় পাস করবেন।

বাংলাদেশের প্রথম।

  • বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ……. শেখ মুজিবুর রহমান।
  • প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি …… সৈয়দ নজরুল ইসলাম।
  • প্রথম প্রধানমন্ত্রী ….…… তাজ উদ্দিন আহমেদ।
  • প্রথম পররাষ্ট্রমন্ত্রী……….. খন্দকার মোশতাক আহমেদ।
  • প্রথম স্ব রাষ্ট্রমন্ত্রী …..…. এ এইচ এমন কামরুজ্জামান।
  • প্রথম অর্থমন্ত্রী………… ক্যাপ্টেন এমন মনসুর আলী।
  • গন পরিষদের প্রথম স্পিকার………. শাহ আবদুল হামিদ।।
  • জাতীয় সংসদের প্রথম স্পিকার ……. মোহাম্মদ উল্লাহ ‌‌‌‌।
  • প্রথম প্রধান বিচারপতি……. এ এস এম সায়েম।
  • প্রথম জাতীয় সংসদ নির্বাচন…….. ৭ ই মার্চ ১৯৭৩ ।
  • প্রথম নির্বাচন কমিশনার …. বিচারপতি মোহাম্মদ ইদ্রিস।
  • প্রথম অস্থায়ী সরকার প্রতিষ্টা…….. ১৭ ই এপ্রিল ১৯৭১ ।
  • প্রথম পতাকা উত্তোলন কারী……. আ স ম আবদুর রব।
  • বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর…….. এ এন হামিদুল্লাহ।
  • প্রথম পতাকা উত্তোলন……. ২ মার্চ ১৯৭১ … ঢাকা বিশ্ববিদ্যালয়।
  • প্রথম সেনাবাহিনী প্রধান…… জেনারেল এম এ জি ওসমানী।
  • প্রথম মহিলা বিচারপতি……. নাজমুন আরা সুলতানা।
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি ……. সরকার পি জে হাটস।
  • প্রথম ডিজিটাল টেলিফোন চালু….. ৪ জানুয়ারি ১৯৯০.
  • প্রথম মুদ্রা চালু হয়…… ৪ মার্চ ১৯৭২ সালে।
  • প্রথম বিমান চালু হয়…..৪ ফেব্রুয়ারি ১৯৭২ ।
  • প্রথম জাদুঘর……. বরেন্দ্র জাদুঘর।
  • বাংলাদেশে প্রথম আদমশুমারি…… ১৯৭৪ ।
  • ঢাকা বাংলার প্রথম রাজধানী…….১৬১০ সালে।
  • পপ্রথম নিরক্ষরমুক্ত জেলা ……. মাগুরা ।
  • বিশ্বকাপ ক্রিকেটে প্রথম অংশগ্ৰহন করে…..১৯৯৯ সালে।
  • অলিম্পিকে প্রথম অংশগ্ৰহন করে…. ১৯৮৪ সালে।
  • বিশ্বকাপ ক্রিকেট প্রথম জয়…. স্কটল্যান্ডের বিপক্ষে।

সাম্প্রতিক সাধারণ জ্ঞান ও কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ‌‌

১৭ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা ৩০ ও ৩১ ডিসেম্বর ।৩০ ডিসেম্বর স্কুল পর্যায়ের এবং ৩১ ডিসেম্বর কলেজ পর্যায়ের ।এই ১৭ তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষার জন্য এই প্রশ্ন গুলো খুবই গুরুত্বপূর্ণ প্লিজ মনোযোগ সহকারে পড়বেন পড়ে পড়ে লিখবেন দেখবেন মনে থাকবে।

  • প্রথম টেস্ট সিরিজ জয়….. জিম্বাবুয়ের বিপক্ষে।
  • প্রথম মহিলা জাতীয় অধ্যাপকের নাম…… ড. সুফিয়া আহমেদ।
  • বাংলাদেশের পার্লামেন্টের প্রতীক ….. শাপলা।
  • বাংলাদেশের জাতীয় সংসদ …… এক কক্ষ বিশিষ্ট।
  • জাতীয় সংসদের কোথায় হয় …..৬০ জনে।
  • জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন….. রাষ্ট্রপতি।
  • প্রধান নির্বাচন কমিশনার এর মেয়াদ …..৫ বছর।
  • বাংলাদেশে প্রথম উপজেলা নির্বাচন হয়……১৯৮৫ সালে।
  • বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন হওয়ার সর্বনিম্ন বয়স…… ৩৫ বছর।

৫০ টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর বাংলা বিষয়ক সাধারণ জ্ঞান 
বাংলা বিষয়ক গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান যেকোন নিয়োগ পরীক্ষার জন্য

এই পোস্ট টি অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা ১৭ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারি দেবেন এই পোস্ট টি থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারবেন আশা করি এই পোস্ট টি থেকে আপনারা প্রশ্ন পাবেন । শিক্ষক নিবন্ধন পরীক্ষা ছাড়াও বিভিন্ন নিয়োগ পরীক্ষায় এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ‌।

চাকরির পরীক্ষার জন্য সহায়ক গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান

Share This Article
সাহেদা জান্নাত পেশায় একজন প্রফেশনাল বুক রাইটার। তিনি স্কলার্সমী নিউজের সাথে শুরু থেকেই কাজ করে যাচ্ছেন। বিশেষ করে তিনি এখানে শিক্ষক নিবন্ধন, বিডি জবস এবং শিক্ষাঙ্গনের সব ধরনের নিউজ কাভার করে থাকেন, তিনি সকল নিউজ সততা যাচাই করে ScholarsMe নিউজে প্রকাশিত করে থাকেন।
Exit mobile version