রুপালী ব্যাংক লোন পদ্ধতি | Rupali Bank Loan System 2023

রুপালী ব্যাংক লোন পদ্ধতি। কিভাবে রুপালী ব্যাংক থেকে লোন নেওয়া যায়। রুপালী ব্যাংক একটি বাণিজ্যিক ব্যাংক।বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে রূপালী ব্যাংক অন্যতম। রুপালী ব্যাংক লিমিটেড Rupali Bank Limited ব্যাংকিং সেবার মধ্যে অন্যতম।

রুপালী ব্যাংক কবে প্রতিষ্টা হয়?

১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয় রুপালী ব্যাংক লিমিটেড। প্রতিষ্টার পর থেকেই রুপালী ব্যাংক তার কার্যক্রম সারা দেশে ছড়িয়ে দিয়েছে। সরকারি বাণিজ্যিক ব্যাংকটি সকল প্রকার ব্যাংকিং সুবিধা, ডিপিএস, বীমা সেবা প্রদানের সাথে লোন সেবা দিয়ে থাকে। আজ আমরা রুপালী ব্যাংকের লোন সেবা নিয়ে আলোচনা করব।

রুপালী ব্যাংক লোন।

রুপালী ব্যাংকের লোন পদ্ধতি আলোচনার পূর্বে আনরা জেনে নিব রুপালী ব্যাংক কী কী লোন দেয়।

রুপালী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম

রুপালী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম বিস্তারিত এখানে

রুপালী ব্যাংকের লোন প্রকারভেদ।

  • রুপালী ব্যাংক সুলভ ঋণ
  • রুপালী ব্যাংক পার্সোনাল লোন বা ঋণ।
  • বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্মচারী হাউজ বিল্ডিং লোন।
  • রূপালী ব্যাংক লিমিটেড জেনারেল হাউজ বিল্ডিং হোম লোন।
  • পাবলিক বিশ্ববিদ্যালয় কর্মচারী হোম লোন।
  • রূপালী ব্যাংক পেশাজীবী লোন।
  • সরকারি কর্মচারী হোম লোন।
  • রুপালী ব্যাংক সহজ ঋণ।
  • রূপালী ব্যাংক মাঝারি লোন।
  • রূপালী ব্যাংক ব্যবসায়ী ঋণ।

রুপালী ব্যাংক পার্সোনাল লোন।

রুপালী ব্যাংক থেকে আপনি অতি সহজে পার্সোনাল লোন নিতে পারবেন। আপনার ব্যাক্তিগত কোন বিষয় দেখিয়ে আপনি এ লোন নিতে পারবেন। আপনি সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পার্সোনাল লোন নিতে পারবেন।

সরকারি কর্মচারী হোম লোন।

রুপালী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সরকারি কর্মকর্তাদের লোন দেয়। এটাকে সরকারি কর্মচারী হোম লোন বলা হয়।

সরকারি কর্মচারী হোম লোনের শর্ত।

আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হতে হবে। বাড়ি বানাতে কিংবা ফ্ল্যাট কিনতে রূপালী ব্যাংক হোন দেয়।আবেদন কারীর বয়স সর্বোচ্চ ৫৮ বছরের কম হতে হবে।

সুবিধা

  • সর্বোচ্চ ২০ বছর মেয়াদ
  • মাসিক কিস্তিতে পরিশোধযোগ্য।
  • মোট খরচের সর্বোচ্চ ৯০ শতাংশ পর্যন্ত লোন প্রদান করে থাকে।
  • অংশীদার থাকলে সর্বোচ্চ ১৫ জন অংশীদার থাকতে পারবে।

রুপালী ব্যাংক সুলভ ঋণ।

সুলভ ঋন কাদের দেওয়া হয়।

  1. ক্ষুদ্র শিল্প ও
  2. কুঠির শিল্প।

এদুই শিল্পের উৎপাদন বাড়ানোর জন্য বা পুঁজি বাড়ানোর লক্ষ্যে রুপালী ব্যাংক সুলভ ঋন প্রদান করে।

সুলভ ঋণের সুবিধা।

  • আর্থিক সংকট নিরসনে এ ঋণ দেওয়া হয়।
  • ২০০ লাখ টাকা পর্যন্ত সুলভ ঋণ সুবিধা রয়েছে।

রুপালী ব্যাংক সুলভ ঋণ শর্ত।

  • মেয়াদকাল সর্বোচ্চ ৯৬ মাস
  • সুলভ ঋণের সুদের হার ৯%।
  • আবেদন ফি হিসাবে ২০০ টাকা।
  • ডকুমেন্ট ফি।
  • সি আই বি ফি।
  • স্ট্যাম্প ফি।

রূপালী ব্যাংক পেশাজীবী লোন

উদ্যোক্তা তৈরিতে কাজ করে রুপালী ব্যাংক লিমিটেড। তরুণ উদ্যোক্তা যাতে ব্যবসা খাতে টিকে থাকতে পারেন, সেজন্য রুপালী ব্যাংক লোন ব্যবস্হা রয়েছে।

পেশাজীবী লোনের সুযোগ সুবিধা।

  • পেশাজীবী ঋণ সর্বনিম্ন ১০০ লাখ পর্যন্ত হতে হবে।
  • সর্বোচ্চ ৬০ মাস মেয়াদ হয়ে থাকে।
  • সুদের হার ৯% পরিবর্তনশীল।
  • পেশাজীবী ঋণের ক্ষেত্রে ৩য় পক্ষ হিসাবে কাউকে প্রয়জন হবে।
  • আবেদন ফি হিসাবে ২০০ টাকা
  • ডকুমেন্ট ফি,
  • সি আই বি ফি,
  • স্ট্যাম্প ফি ইত্যাদি

রুপালী ব্যাংক সহজ ঋণ।

বাংলাদেশ রূপালী ব্যাংক লিমিটেড কুটির শিল্পের জন্য বিশেষ সুবিধা দিয়ে থাকে। কুঠির শিল্পের উৎপাদন বাড়ানোর জন্য লোন দিয়ে থাকে।

সহজ ঋণের সুবিধা।

  • সর্বোচ্চ ১০ লাখ টাকা লোন দেয়।
  • ৪৮ মাসের মধ্যে পরিশোধ করতে হয়।
  • রুপালী ব্যাংক সুদের হার ৯%।
  • আবদেন ফি ২০০ টাকা।
  • ডকুমেন্ট ফি।
  • সি আই বি ফি।
  • স্ট্যাম্প ফি।
  • আইনি ফি।
  • মূল্যায়ন ফি।

রূপালী ব্যাংক মাঝারি লোন।

রুপালী ব্যাংক লোন ব্যবস্হার অন্যতম লো হয় হলো রুপালী ব্যাংক মাঝারি ঋণ। মাঝারি ব্যবসায়ীদের রুপালী ব্যাংক মাঝারি লোন দিয়ে থাকে।

রুপালী ব্যাংক মাঝারি লোনের শর্ত।

  • কমপক্ষে ৭৫ কোটি টাকা
  • সর্বোচ্চ ১২০ মাস মেয়াদ।
  • রূপালী ব্যাংক মাঝারি লোনের সুদের হার ৯%।
  • আবেদন ফি পরিমাণ ২০০ টাকা
  • ডকুমেন্ট ফ।
  • সি আই বি ফি।
  • স্ট্যাম্প ফি।

রূপালী ব্যাংক ব্যবসায়ী ঋণ।

রুপালী ব্যাংক ট্রেড লোন দিয়ে থাকে। ব্যাবসায়ীরা যাতে তাদের ব্যাবসা পরিচালনা করতে পারেন সেজন্য রুপালী ব্যাংক ব্যাবসায়ী লোন প্রদান করে।

রুপালী ব্যাংক ব্যাবসায়ী লোনের সুবিধা।

সর্বনিম্ন ৫ কোটি টাকা লোন দেয়।
লোনের মেয়াদ নির্দিষ্ট নয়,বরং ব্যাংকের উপর নির্ভরশীল
সুদের হার ৯%।
বাংলাদেশের সকল ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা আবেদন করতে পারবেন।
লোন আবেনদ ফি ২০০ টাকা।

রুপালী ব্যাংকের শাখা।

রুপালী ব্যাংক একটি সরকারি বাণিজ্যিক ব্যাংক। রুপালী ব্যাংকের শাখা বাংলাদেশের প্রতিটি জেলায় রয়েছে।

রূপালী ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট লিংক

Share This Article
মাহফুজুর রহমান হলেন স্কলার্সমীর প্রতিষ্ঠাতা, তিনি প্রফেশনালি ওয়েব ডেভেলপমেন্ট এবং SEO (Search Engine Optimization) বিষয়ে কাজ করেন, SEO Friendly নিউজ এবং ব্লগ পোস্টে দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করে আসতেছে। যেকোনো প্রয়োজনে যোগাযোগ করার জন্য কন্টাক্ট করতে পারেন।
Exit mobile version