Right form of Verbs, এবং Verbs এর সংক্ষিপ্ত সাজেশন

Right form of Verbs

Right form of Verbs, এবং Verbs এর সংক্ষিপ্ত সাজেশন: প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ও যারা বিভিন্ন চাকুরী প্রত্যাশী ভাই ও বোনেরা Verbs অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ।আজ আমি আপনাদের বুঝার স্বার্থে Verbs, এবং classification of verbs ,ও verb এর সংক্ষিপ্ত সাজেশন শেয়ার করলাম‌।একটু কষ্ট হলেও পড়বেন জীবনের প্রতিটি পদক্ষেপ এ এই verbs কাজে লাগবে ইনশাআল্লাহ।

Verb : যে শব্দ দ্বারা সাধারণত কোন কাজ করা বুঝায় তাকে verb বলে ।তবে কোন কোন verb দ্বারা কাজ নাও বুঝাতে পারে ।যেমন, Be verb , linking verb eg,seem, look,taste etc .

Classification of verbs.

বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন বিবেচনায় verb এর বিবেচনা করা হয় । তাই একই verb একাধিক শ্রেনী ভূক্ত হতে পারে।

Finite verb,and none finite verb.

Finite verb: যে verb দ্বারা sentence এর বক্তব্য শেষ হয় এবং Nominative ( subject) এর number ও person অনুযায়ী সেটির রূপ নির্ধারিত হয় ,তাকে Finite verb বলে।

  • যেমন He wrote a letter.

None finite verb:যে verb দ্বারা sentence এর বক্তব্য শেষ হয় না এবং Nominative ( subject )এর number ও person অনুযায়ী রূপ ও নির্ধারিত হয় না তাকে non- finite verb বলে।

যেমন,He wrote a letter to send it to Australia.

  • এখানে to send একটি none finite verb.

Read more: বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন যেভাবে করবেন পরিক্ষায় | Bengali to English Translation Identify

Principal verb and Auxiliary verb.

Principal verb: যে verb স্বাধীনভাবে নিজস্ব অর্থ প্রকাশ করতে পারে ,অর্থের পূর্ণতার জন্য অন্যের উপর নির্ভর করে না তাকে principal verb বলে।যমন,He reads novel.

Auxiliary verb:যে verb এর নিজস্ব কোন অর্থ নেই এবং বিভিন্ন প্রকার sentence এ Tense, voice অথবা Mood এর রূপ গঠন করতে verb কে সাহায্য করে তাকে Auxiliary verb বলে।

  • Be,( am,is,are,was, were) .
  • Have( have,has,had).
  • Do( do,does, did).
  • Shall, will, should, would,may, might, need,dare,(to)use, (to) ইত্যাদি Auxiliary verb হিসাবে ব্যবহৃত হতে পারে।

Transitive verb and Intransitive verb:

Transitive verb: যে verb sentence এর অর্থ সম্পূর্ণ করার জন্য অন্য কোন word (object)এর সাহায্য গ্ৰহন করে তাকে Transitive verb বলে।যেমন He makes busket.

Intransitive verb:যে verb অন্য কোন word (object) এর সাহায্যে ছাড়াই sentence এর অর্থ সম্পূর্ণ রূপে প্রকাশ করতে পারে তাকে Intransitive verb বলে।

যেমন We sleep.

তবে মনে রাখা দরকার Transitive verb , Intransitive verb হিসেবে এবং Intransitive verb , Transitive verb হিসেবে ব্যবহৃত হতে পারে। এছাড়াও আরো অনেক ধরনের verb রয়েছে।

Verbals or none finite Verbs :

  • verb এর যে form বা রূপ কোনো নির্দিষ্ট subject এর person ও number দ্বারা নির্ধারিত হয় না এবং কখনো কখনো একই সাথে verb ও noun বা verb ও adjective এর মতো ব্যবহৃত হয় তাই verbal বা none finite verb.
  • Verbal তিন প্রকার যথা:

1, Infinitive.

2, Gerund.

3, participle.

  • 1, Infinitive : verb এর base form বা present form এর আগে to বসিয়ে Infinitive গঠন করা হয়।তবে to উক্ত expressed থাকতেপারে। আবার অনুক্ত ( understood ) থেকে যেতে পারে।To উপকৃত থাকলে তাকে to Infinitive এবং to অনুক্ত থাকলে তাকে bare Infinitive বলে।

Gerund: verb এর base form এর সাথে Ing যোগ করে যে word গঠিত হয়‌ এবং যা একাধারে noun ও verb এর কাজ করে তাই Gerund.মনে রাখতে হবে Gerund noun এর বিকল্প হিসেবে ব্যবহৃত হয়। noun যেসব কাজ করে Gerund ও সেসব কাজ করে ।

For Example:

  • (Walking )is a good exercise.এখানে walking Subject এর কাজ করে।
  • I like ( reading ) history.এখানে reading , object এর কাজ করে।

Participle:

verb এর form যখন একই সাথে adjective ও verb এর কাজ সম্পন্ন করে তাকে participle বলে.participle তিন প্রকার।যথা: 1,present participle.

2,past participle.

3, perfect participle.

present participle: verb এর সাথে Ing যুক্ত হয়ে যখন একই সাথে adjective ও verb এর মতন কাজ করে তখন তাকে present participle বলে।

  • যেমন,A sleeping child should not be distributed.
  • A flying kite is fascinating.

Past participle: verb এর past participle form যখন adjective ও verb এর মতন কাজ করে তখন তাকে past participle বলে

  • যেমন, Give me a little boiled water.
  • Show me written document.

perfect participle: perfect participle একই সাথে present participle ও past participle এর সমন্বিত রূপ। verb এর past participle এর আগে having যুক্ত হয়ে যখন adjective ও verb এর কাজ করে ,তাই perfect participle.

যেমন,‌‌‌‌‌‌

  • Having seen it.
  • I ran away.

সংক্ষিপ্ত সাজেশন।

  • He remains (content) with what he has.

ans: Adverb.

  • She came ( richly) dressed.

ans: Adverb.অর্থাৎ richly হল Adverb.

  • (Anybody )can do it.

ans: pronoun.

  • (Any) pen will do.

ans: adjective.

  • Nobody ( likes) an ideal man.

ans: verb.

  • He has ( wronged) me.

ans: verb.

  • He walks ( slowly).

ans: Adverb.

A sentence two parts

  • He went home ( direct).

ans: Adverb.

which one of the following is an adverb?

ans: slowly.

  • Try to (better) your circumstances.

ans: verb.

  • I will try to ( right) the wrong.

ans: verb.

What is the verb of the word ‘ shorty“?

ans: shorten.

Isolate

ans: verb.

Laugh

ans: verb.

Celebrate

ans: verb.

Doubt

ans: verb.

Obserb

ans: verb.

Compare

ans: verb.

Operate

ans: verb.

পরিশে্ষে একথাই বলতে চাই verb ইংরেজির একটি গুরুত্বপূর্ণ বিষয় । প্রতিটি student এবং প্রতিটি নিয়োগ পরীক্ষায় কিন্তু এই verb থাকে ,প্লিজ এই verb এর সংক্ষিপ্ত সাজেশন একটু কষ্ট করে জানবেন দেখবেন এবং শিখবেন । বেশি বেশি করে শেয়ার করবেন।

Share This Article
সাহেদা জান্নাত পেশায় একজন প্রফেশনাল বুক রাইটার। তিনি স্কলার্সমী নিউজের সাথে শুরু থেকেই কাজ করে যাচ্ছেন। বিশেষ করে তিনি এখানে শিক্ষক নিবন্ধন, বিডি জবস এবং শিক্ষাঙ্গনের সব ধরনের নিউজ কাভার করে থাকেন, তিনি সকল নিউজ সততা যাচাই করে ScholarsMe নিউজে প্রকাশিত করে থাকেন।
Exit mobile version