রিফ্লকশন ফ্রম সূরা ইউসুফ: আসসালামুয়ালাইকুম সুপ্রিয় পাঠক বৃন্দ আজ আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বই সম্প্রতি সাড়া জাগানো এই রিফ্লেকশন ফ্রম সূরা ইউসুফ মিজানুর রহমান আজহারী কর্তৃক লিখিত এই বইটি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করলাম।
“রিফ্লেকশন ফ্রম সূরা ইউসুফ”
বই মানুষের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। মনের খোরাক জোগায় বই পড়লে। মিজানুর রহমান আজহারী কর্তৃক লিখিত এই বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও traditional book আমার কাছে মনে হয় প্রত্যেকের জন্য এই বই পড়া দরকার একবার নাও হলে ।
“রিফ্লেকশন ফ্রম সূরা ইউসুফ ” বইটি মিজানুর রহমান আজহারীর তৃতীয় গ্ৰহ্ন আশা করা যায় প্রত্যেক পাঠকের কাছে এই বইটি অত্যন্ত ভালো লাগবে ।
- “রিফ্লেকশন ফ্রম সূরা ইউসুফ ” গ্ৰহ্নে ইউসুফ আ: এর জীবনের অতি গুরুত্বপূর্ণ একটি গল্প আমাদের জীবনকে ও অনেক প্রভাবিত করবে।
- কীভাবে আমাদের জীবনকে চলার পাথেয় হিসাবে নিতে পারে। তার একটা প্রভাব আছে এই রিফ্লেকশন ফ্রম সূরা ইউসুফ গ্ৰহ্নে।
- মিজানুর রহমান আজহারীর বলার ভঙ্গি যেমন দারুন তেমনি উনার লেখক মনোভাব সাহিত্যিক মনোভাব ও দারুন ।
“রিফ্লেকশন ফ্রম সূরা ইউসুফ ” মিজানুর রহমান আজহারী।
মিজানুর রহমান আজহারী অনেক পরিশ্রম করে তাছাড়া দীর্ঘ তিন বছরের সাধনায় এই গ্ৰহ্নটি শেষ করেছেন মনে হয় এই রিফ্লেকশন ফ্রম সূরা ইউসুফ গ্ৰহ্নে তিন ঘন্টার একটি তাফসির শুনা হচ্ছে।
রিফ্লেকশন ফ্রম সূরা ইউসুফ গ্ৰহ্নের বিশেষত্ত্ব:
রিফ্লেকশন ফ্রম সূরা ইউসুফ গ্ৰহ্নের কতগুলো বিশেষ বিশেষত্ত্ব রয়েছে ডা. মিজানুর রহমান আজহারীর বলার ভঙ্গি যেমন অনেক সুন্দর তেমনি তার লেখার ধরন ও অনেক উন্নত।
রিফ্লেকশন ফ্রম সূরা ইউসুফ গ্ৰহ্নের কতগুলো বিশেষ বিশেষত্ত্ব:
- রিফ্লেকশন ফ্রম সূরা ইউসুফ গ্ৰহ্নের লেখা গুলো অনেক traditional.
- ড. মিজানুর রহমান আজহারী তার রচিত রিফ্লেকশন ফ্রম সূরা ইউসুফ গ্ৰহ্নে প্রতিটি আয়াতের রিফ্লেকশন গুলো আলাদা আলাদা করে বর্ণণা করেছেন।
- প্রতিটি আয়াত থেকে being out করেছেন রিফ্লেকশনগুলো।
- রিফ্লেকশন ফ্রম সূরা ইউসুফ গ্ৰহ্নে রয়েছে উচ্চমানের সাহিত্যিক ভাষা।
- গল্পটি পড়লে আপনি বুঝবেন আপনি traditional তাফসির শুনছেন।
- এই গ্ৰহ্নে আপনি কখনো কারাগারে কখনো ষড়যন্ত্রের কবলে কখনো আবার দাসত্ত্বের শৃঙ্খলে আবদ্ধ হবেন আবার কখনো বিজয়ের মিছিল শুরু করবেন ।
- এক অসাধারণ আখ্যান তৈরি হয়েছে এই রিফ্লেকশন ফ্রম সূরা ইউসুফ গ্ৰহ্নে।
রিফ্লেকশন ফ্রম সূরা ইউসুফ গ্ৰহ্ন আপনি পড়তে পারেন অন্যকে বলতে পারেন বেশি বেশি করে শেয়ার করতে পারবেন।
সূরা ইউসুফে মহান আল্লাহ তায়ালা মহান রাব্বুল আলামীন স্বয়ং নিজেই গল্প বলেছেন আমরা তা পড়ার চেষ্টা করছি এবং করে যাবো।
প্রিয় পাঠক আপনারা এই রিফ্লেকশন ফ্রম সূরা ইউসুফ গ্ৰহ্নে অনেক পাবেন এই সুন্দর book টি আপনার জীবনের আমূল পরিবর্তন করতে পারে আপনি নিজেই পড়ুন এবং অন্যান্য জনদের পড়ার জন্য উৎসাহিত করতে পারেন । বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশি বেশি করে শেয়ার করুন।