ইন্টারনেট ধীর গতি হওয়ার কারণ ব্যাখ্যা করলেন

মাহফুজুর রহমান

এবার ইন্টারনেট ধীর গতি হওয়ার কারণ ব্যাখ্যা করলেন জুনায়েদ আহমেদ পলক। আর এই প্রতিবেদনে আমরা সেই বিষয় সম্পর্কে জানব এবং অন্যান্য তথ্যগুলো দেখব।

জুলাই মাসের শুরু থেকে কোটা আন্দোলনের তীব্রতা অনেক বেশি বৃদ্ধি পায়। আর এই আন্দোলনকে কেন্দ্র করে নানা ধরনের হতাহত ও আহতের ঘটনা ঘটে সারা দেশ জুড়ে। পুলিশ এবং ছাত্রলীগের সঙ্গে বেশ কয়েকবার সংঘর্ষ হয় এবং ধাওয়া-পাল্টা ধাওয়া হতে থাকে। একপর্যায়ে সারা বাংলাদেশ সহ বিশৃঙ্খলা সৃষ্টি দেখা যায়। নিরাপত্তার কথা বিবেচনা করে ইন্টারনেট সহ বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধ করে দেয়। সারা বাংলাদেশ জুড়ে পাঁচ দিনব্যাপী বিভিন্ন ধরনের ব্রডব্যান্ড কানেকশন এবং ইন্টারনেট কানেকশনগুলো বন্ধ করে দেওয়া হয়। এরপর পরবর্তী সময়ে এগুলো চালু করে দেয়া হলেও নেটের স্পিড দেখা হয় একদম স্লো। বিশেষ করে যারা ফ্রিল্যান্সিং করছে তাদের এই সমস্যাটি বেশি হচ্ছে এবং বিভিন্ন অফিস আদালতে ঠিক মত কাজ করতে পারছে না। যার কারণে এই বিষয়টি নিয়ে ব্যাপক প্রশ্ন ওঠে সোশ্যাল মিডিয়াতে এবং অন্যান্য প্ল্যাটফর্ম গুলোতে।

ইন্টারনেট ধীর গতি হওয়ার কারণ ব্যাখ্যা করলেন পলক

যদিও গত সপ্তাহের মঙ্গলবার থেকে ইন্টারনেট দেয়া হয়েছে কিন্তু সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ব্যবহার করা দেওয়া হচ্ছে না। যেমন ফেসবুক, টুইটার এমনকি টিকটকও বন্ধ করে দেওয়া হয়েছে। তাই অনেকে ভিপিএন ব্যবহার করে এসব প্ল্যাটফর্ম ব্যবহার করছে। আর ইন্টারনেট কি স্লো থাকার কারণে অনেকে অভিযোগ করছেন সে বিষয় সম্পর্কেও।

এ বিষয় নিয়েই গতকাল মঙ্গলবার আবার পলক বলেছেন এ কয়েকদিনে মোট পাঁচ হাজার শতাংশে বৃদ্ধি পেয়েছে ভিপিএন ব্যবহারকারী। যার কারণে ইন্টারনেট স্লো হয়ে যাচ্ছে এবং পুনরায় উদ্ধার সময় লাগবে। তবে কবে নাগাদ এই ইন্টারনেট স্পিড বৃদ্ধি পাবে তা জানা যায়নি সম্পূর্ণভাবে। এদিকে ফ্রিল্যান্সার কমিউনিটিরা বলছে খুব দ্রুত যদি ইন্টারনেট স্পিড বৃদ্ধি না করা হয় তাহলে ক্ষতির সম্মুখীন হতে হবে। অন্যদিকে ফেসবুকের উদ্যোক্তা আছে প্রায় কয়েক লক্ষ সবাই একসঙ্গে ক্ষতিগ্রস্ত হলে অর্থনীতি সংকটে পড়ে যাবেন তারা।

আরো দেখুনঃ ভিপিএন ব্যবহারের অসুবিধা

তাই এ বিষয়ে দ্রুত সমাধান করার জন্য অনুরোধ জানানো হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। আরো সকল আপডেট খবর গুলো জানতে হলে সঙ্গে থাকুন এবং দেখে নিন পরবর্তী নিউজগুলো।

Share This Article
মাহফুজুর রহমান হলেন স্কলার্সমীর প্রতিষ্ঠাতা, তিনি প্রফেশনালি ওয়েব ডেভেলপমেন্ট এবং SEO (Search Engine Optimization) বিষয়ে কাজ করেন, SEO Friendly নিউজ এবং ব্লগ পোস্টে দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করে আসতেছে। যেকোনো প্রয়োজনে যোগাযোগ করার জন্য কন্টাক্ট করতে পারেন।