রাজনৈতিক উক্তি ও রাজনীতি স্ট্যাটাস

রাজনৈতিক উক্তি: রাজনৈতিক বিষয় একটি গুরুত্বপূর্ণ বিষয়। রাজনীতি সবায় বুঝে না। রাজনীতি একটি কঠিন বিষয়। অনেকে রাজনীতিতে প্রাজ্ঞ হয়ে থাকেন। আবার অনেকে ভীষণ কাচা। তাই অনেকে রাজনীতি নিয়ে পড়েন। রাজনীতির উক্তি খুঁজেন। রাজনৈতিক উক্তি খুঁজেন। রাজনৈতিক উক্তি নিয়ে পড়তে চান। অতীতের রাজনৈতিকবিদ কি কি উক্তি বলেছেন, তারা সেসব উক্তি পড়েন। আজ আমরা কিছু রাজনৈতিক উক্তি নিয়ে আলোচনা করব।

রাজনৈতিক উক্তি

১। রাজনীতি থেকে অন্য জায়গায় উজ্জ্বল হয় সেই, যে রাজনীতিতে একজন সৎ লোক,”

— মার্ক টোয়েন

২। সুবিচারে প্রতিষ্টায় রাজ্য স্থায়ী হয়। দেশ হতে যখন সুবিচার উঠে যায়, তখন রাজ্যের পতন ত্বরান্বিত হয়।আর যদি সুবিচারকনহন, তাহলে কোন বন্ধুর প্রয়োজন হয় না।

– হযরত আলি রা.

৩। হুমায়ূন আজাদের একটি রাজনৈতিক উক্তি খুব জনপ্রিয়, তিনি বলেন, সৌন্দর্য হলো রাজনীতির থেকে সব সময়ই উৎকৃষ্ট।

৪। “শের-এ-বাংলা এ কে ফজলুল হক” বাংলার একজন জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব। তার একটি উক্তি হলো “লাঙ্গল যার, জমি তার”।

আরোও পড়ুন: ফেসবুক স্টাইলিশ বায়ো এবং ফেসবুক স্ট্যাটাস

৫। ডায়াপার যেমন ঘন ঘন পরিবর্তন করা হয়, ঠিক একই কারণে রাজনীতিবিদ পরিবর্তন করা উচিত।”

— জোসে মারিয়া ডি এয়া ডি কুইরোজ।

৬। আইনস্টাইনের রাজনৈতিক উক্তি “ভাল রাজনৈতিক পরামর্শদাতা, কখনোই ক্ষুধার্ত পেট হতে পারে না৷ ”

আইনস্টাইন।

৭। রাজনীতি ও সংস্কৃতি সম্পূর্ণ বিপরীত দুইটি বস্তু অর্থাৎ একটি অপরটির সমান নয়। দুইটির একটি হল ব্যাধি, আর অপরটি স্বাস্থ্য।

– হুমায়ূন আজাদ

৮। রাশিয়র প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের রাজনৈতিক অসাধারণ উক্তি হলো, “অপরাধীদের অপরাধ মাফ করা কেবল উপরে যিনি থাকেন তার দায়িত্ব, কিন্তু আপরাধীদের উপরওয়ালার কাছে পাঠানো আমার দায়িত্ব।

– ভ্লাদিমির পুতিন

৮। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক উক্তি হলো, “এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম”।

৯ । সুন্দর একটি রাজনৈতিক উক্তি রয়েছে। কথকের নাম খুঁজে না, পাওয়া গেলেও উক্তিটি ভীষণ অর্থবহ। উক্তি হল; ” আমি প্রেমে-পড়া আর রাজনীতি করার মধ্যে মিল পাই। মেলটি মেটাফরিক মিল। তারুণরা প্রেমিক হয় সুন্দর মুখ দেখে। সুন্দর মুখের প্রেমে পড়া তারুণ্যের একটি দিক। ঠিক তেমনিভাবে কম বয়সে তরুণরা রাজনীতি করে আদর্শ দেখে। আর তরুণরা বার্ধক্যে পৌছলে মন্ত্রীত্ব দেখে।

রাজনৈতিক উক্তি ও রাজনীতি স্ট্যাটাস
রাজনৈতিক উক্তি ও স্ট্যাটাস

রাজনীতি স্ট্যাটাস

৮। যখন দেখবেন কোনো দেশের রাজনৈতিক ব্যক্তিরা নিজের পরিবারেও তার রাজনৈতিক প্রভাব খাটায় তখন বুঝে নিবেন সে দেশের পুরো রাজনীতিক অবস্থাই কুলষিত হয়ে গেছে।

– রেদোয়ান মাসুদ

৯। বঙ্গবন্ধুর আরেকটি রাজনৈতিক উক্তি হলো “আওয়ামিলীগ শুধু ক্ষমতার জন্য রাজনীতি করে না। ক্ষমতা আটকে রাখাতে রাজনীতি করে না। যদি ক্ষমতাই উদ্দেশ্য থাকত আইন করে ক্ষমতায় থাকতে পারত।

– বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

১০। রাজনীতি করতে শিক্ষিত হওয়া লাগে না। রাজনীতি নিয়ে নেপোলিয়ন বোনাপার্টের উক্তি হলো; “রাজনীতি করুন, রাজনীতে করতে মূর্খতা কোনও বাধা নয়”।

নেপোলিয়ন বোনাপার্ট

১১। কোন দেশের শিক্ষাকে অরাজনীতি বা রাজনীতি থেকে মুক্ত না করা গেলেও রাজনীতিকে শিক্ষামুক্ত করা গিয়েছে। অর্থাৎ রাজনীতিতে অশিক্ষিত রয়েছে।

রাজনৈতিক নিয়ে ফেসবুক স্ট্যাটাস

১২। রাজনীতিতের মধ্যে যদি কিছু বলার ইচ্ছে থাকে তাহলে একজন পুরুষকে বল। আর যদি কিছু করে দেখাতে চাও, তবে একজন, হ্যা একজন মহিলাকে বল।

— উক্তিটি করেছেন মার্গারেট থ্যাচার।

১৩। দূরবর্তী কোথও চর্মরোগে আক্ররান্ত একটি ছাগলেরও থাকে। আর ছাগলটির মালিশ করার তেলের অভাবে কষ্ট পায়। তবে হাশরের দিন রাষ্ট্রপ্রধানকে জবাবদিহি করতে হবে।

– হযরত ওমর ফারুক রা. এর উক্তি।

১৪। বিশ্ববিদ্যালয়ে যে দিবে, সে পুড়বে। যে হাত দিয়েছে, সে পুড়েছে।

– মুনতাসীর মামুনের উক্তি।

রাজনীতি নিয়ে স্ট্যাটাস ২০২২

১৫। নেতা বলেছেন, তাই আপনাকে মানবতে হবে? কেন মানবেন? আপনাকে এরকম প্রশ্ন করতে হবে।

– মুনতাসীর মামুনের রাজনৈতিক উক্তির অন্যতম।

১৬। রাজনীতিকে আপনি খেলা ভাবতে পারেন। উইনস্টন চার্চিল এটাকে ব্যবসা বলেছেন যেন তার প্রসিদ্ধ রাজনৈতিক উক্তি ” এটা একটি খেলা নয়, তবে রাজনীতি ব্যবসা থেকেও গুরুতর ।”

— উইনস্টন চার্চিল

১৭। পশ্চিমবঙ্গ আমার। ত্রিপুরাও আমার।আসাম আমার। এগুলো ভারতের কবলে। তাদের থেকে ফিরিয়ে না নিলে তবেই বাংলাদেশের স্বাধীনতা পূর্ণতা পাবে ।

– আবদুল হামিদ খান ভাসানী

১৮। সবাই কর্তৃত্ব চাই, মনিব হতে চাই। তাই রাজনীতি যে করে বা রাজনীতিবিদগণ চাকরের শুধু অভিনয় করে যান।

— চার্লস ডি গল

১৯। রাজনীতিবিদকে একটি শহরের যদি চাবিগুলো দিতে চান, তার থেকে অধিক ভালো তালাগুলো পূর্বে পরিবর্তন করে ফেলা।

— ডগ লারসন

২০। “রাজনীতিবিদ তার কথা বিশ্বাস করেনই না, তিনি যখন দেখেন লোকেরা তার কথা গ্রহণ করেন — তিনি একটু বেশিই অবাক হন।”

— চার্লস ডি গল

২১। সবাই সেরা লোকটিকে চিনেন, তাকে ভোটও দিতে চান, কিন্তু সে লোক প্রার্থী লিস্টে থাকেন না।

— কিন হাববার্ড

২২৷ অর্থনীতি যদি একটি বন্দুক হয়। তাহলে রাজনীতি হলো ট্রিগার। রাজনীতি অবশ্যই জানে কখন ট্রিগার টানতে হয়।”

— ডন লুচ্চেস।

২৩। সরকারের কাছে মিথ্যা বলা একটি গুরুতর অপরাধ। রাজনীতিবিদ যদি জনগণের কাছে মিথ্যা বলে, তবে সেটি রাজনীতি।

— বিল মারে।

২৪। রাজনীতিতে দুর্ঘটনার বশত কিছু হয় না। সব কিছু পরিকল্পনা মাফিক হয়।

— ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট

২৫। মানুষ স্বভাবগতভাবেই রাজনৈতিক প্রাণী।

— অ্যারিস্টটল

২৬। রাজনীতি হলো রক্তপাত ব্যতীত যুদ্ধ, আবার যুদ্ধ হলো রক্তপাতের রাজনীতি ।

— মাউ জিনাগ

HM Mahfuj

Mahfujur Rahman is the founder of this Blog. He is a Professional Blogger and SEO Expert, who is interested in SEO, Web Programming. If you need any information related to this website, then you can feel free to ask here. It is our aim that you get the best information on this blog.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button