কাতার বিশ্বকাপ ২০২২ কে কোন গ্রুপে? Qatar World Cup 2022 Groups list, কাতার বিশ্বকাপের গ্রুপ বিভাগ হয়ে গেছে। কোন দল কার সাথে গ্রুপপর্বে খেলবে নির্ধারিত হয়ে গেছে। লটারির মাধ্যমে নির্ধারণ হয় কাতার ফুটবল বিশ্বকাপের গ্রুপ বিভাগ।
কাতার বিশ্বকাপ ২০২২ কে কোন গ্রুপে? কাতার বিশ্বকাপ ড্র
Qatar World Cup 2022 Groups list: আটটি গ্রুপে বিভক্ত এ বিশ্বকাপ। যেখানে রয়েছে ৩২ টি দল। আসন্ন ফিফা বিশ্বকাপে কোন দল কোন গ্রুপে পড়ল, এ নিয়ে ফুটবলপ্রেমীদের তুমুল আগ্রহ। ফুটবল প্রেমীদের আগ্রহের কথা আমারা মাথায় রাখি। সে অনুপতে আজ আমরা ফিফা বিশ্বকাপে গ্রুপ পর্বের দলগুলো নিয়ে আলোচন করব।
স্বাগতিক কাতার যে গ্রুপে।
স্বাগতিক কাতার রয়েছে (Group A) গ্রুপ এ তে। যেখানে কাতারেরর মুখোমুখি হবে ইকুয়েডর, নেদারল্যান্ডস ও সেনেগাল।স্বাগতিক কাতার রয়েছে এ গ্রুপে।
ইংল্যান্ড যে গ্রুপে
গ্রুপ বিতে রয়েছে শক্তিশালী ইংল্যান্ড। তাদের সাথে খেলবে ইরান, আমেরিকা, স্কটল্যান্ড/ওয়েলস/ইউক্রেন।
আর্জেন্টিনা যে গ্রুপে
(Group C) গ্রুপ সিতে রয়েছে মেসির আর্জেন্টিনা। মেসির আর্জেন্টিনার সাথে গ্রুপ পর্বে খেলবে সৌদি আরব, মেক্সিকো, পোল্যান্ড।
ফ্রান্স যে গ্রুপে
বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ান ফ্রান্স রয়েছে গ্রুপ ডি তে।
গ্রুপ ডির অপরদলগুলো হলো, আমিরশাহি/অস্ট্রেলিয়া/পেরু, ডেনমার্ক, তিউনিশায়।
স্পেন যে গ্রুপে
গ্রপ-ই তে রয়েছে স্পেন, কোস্টা রিকা/নিউজিল্যান্ড, জার্মানি, জাপান।
গ্রুপ এফে রয়েছে শক্তিশালী বেলজিয়াম। তাদের প্রতিপক্ষ হয়ে খেলবে, কানাডা, মরক্কো, ক্রোয়েশিয়া।
ব্রাজিল যে গ্রুপে Brasil.
(Neymar) নেইমারের ব্রাজিল রয়েছে জি গ্রুপে। তাদের মুখোমুখি হবে সার্বিয়া, সুইজারল্যান্ড ক্যামেরুন।
রোনাল্ডোর (Rolando) পর্তুগাল রয়েছে গ্রপ-এইচে। এই গ্রুপে অন্য দলগুলো হলো ঘানা, উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া।
আরো পড়ুন: কাতার বিশ্বকাপ হতে পারে মেসির শেষ বিশ্বকাপ
Qatar World Cup 2022 Groups List
কাতার বিশ্বকাপ গ্রুপ এ:Group A
- কাতার।
- ইকুয়েডর।
- নেদারল্যান্ডস।
- সেনেগাল
কাতার বিশ্বকাপ গ্রুপ বি:Group B
- ইংল্যান্ড।
- ইরান।
- আমেরিকা।
- স্কটল্যান্ড/ওয়েলস/ইউক্রেন
কাতার বিশ্বকাপ গ্রপ-সি।Group C
- আর্জেন্তিনা,
- সৌদি আরব,
- মেক্সিকো,
- পোল্যান্ড
কাতার বিশ্বকাপ গ্রুপ-ডি: Group D
- ফ্রান্স,
- আমিরশাহি/অস্ট্রেলিয়া/পেরু,
- ডেনমার্ক,
- তিউনিশায়
কাতার বিশ্বকাপ ২০২২ কবে শুরু হবে?
কাতার বিশ্বকাপ ২০২২ কবে শুরু হবে? ফিফা বিশ্বকাপ ২০২২ কবে শুরু হবে? কাতার ফিফা বিশ্বকাপ নভেম্বর মাসে শুরু হবে। কেননা কাতার একটি আরব দেশ। আর আরব দেশে গরম বেশি। নভেম্বর মসে সাধারণত কিছুটা আবহাওয়া ঠান্ডা থাকে। তাই নভেম্বর মাসে ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২২ শুরু হবে।
কাতার বিশ্বকাপ গ্রুপ-ই:Group E
- স্পেন,
- কোস্টা রিকা/নিউজিল্যান্ড,
- জার্মানি,
- জাপান
Qatar world Cup গ্রপ-এফ:
- বেলজিয়াম,
- কানাডা,
- মরক্কো,
- ক্রোয়েশিয়া
Qatar world Cup গ্রপ-জি:
- ব্রাজিল,
- সার্বিয়া,
- সুইজারল্যান্ড,
- ক্যামেরুন
Qatar world Cup গ্রপ-এইচ:
- পর্তুগাল,
- ঘানা,
- উরুগুয়ে,
- দক্ষিণ কোরিয়া
প্রতিবারের ন্যায়ও এবার কাতার বিশ্বকাপের হট ফ্যাবারিট দল হল আর্জেন্টিনা ও ব্রাজিল। কাতার বিশ্বকাপ হতে পারে লিওনেল মেসির শেষ বিশ্বকাপ।
Visit FIFA official Website for Qatar World Cup group list: visit here