অনার্স ৩য় বর্ষ তাফসীর সাহিত্যের মূলনীতি ও ইতিহাস সাজেশন ২০২৩ 9 Principles and history of tafsir literature suggestion ) নিয়ে আজকে আমরা হাজির হয়েছি শিক্ষার্থীদের জন্য। এ আর্টিকেল এর মাধ্যমে একজন শিক্ষার্থী তার তৃতীয় বর্ষের পরীক্ষার জন্য পরিপূর্ণ একটি সাজেশন পেয়ে যাবেন।
বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ৩য় বর্ষের পরীক্ষা চলমান রয়েছে। এজন্য অনেকেই প্রিপারেশন নিচ্ছে কঠোরভাবে। কারণ এই চার বছরের মধ্যে বিশেষ করে শেষ দুই বছর খুব ভালোভাবে পড়তে হয় শিক্ষার্থীদের। কেননা মোট ফলাফলের একটি বিশেষ অংশ এই দুই পরীক্ষা থেকে নিয়ে যোগ করা হয়ে থাকে। তাই প্রথম দিকে কেউ পড়াশোনায় মনোযোগ না থাকলেও এ সময় মনোযোগী হয়ে যায় পড়াশোনাতে।
আপনি যদি তাফসীর সাহিত্যের মূলনীতি ও ইতিহাস বিষয়ে ভালো ফলাফল করতে ইচ্ছে পোষণ করে তাহলে আমাদের এই সাজেশনটি পড়ে নিন। তাহলে আপনার প্রাপ্তির ফলাফলের তুলনায় ভালো ফলাফল পাওয়ার সুযোগ পেতে পারেন। এ সুযোগটি হাতছাড়া না করে এখনই আমাদের এই আর্টিকেল পড়ে নিন।
অনার্স ৩য় বর্ষ তাফসীর সাহিত্যের মূলনীতি ও ইতিহাস সাজেশন ২০২৩ | principles and history of tafsir literature suggestion
ক বিভাগ
- কুরআন মাজীদ কত বছরে নাযিল হয়েছিল?
- শানে নুজুল শব্দের অর্থ কি?
- কোরআন মাজিদে মঞ্জিল কতটি রয়েছে?
- ফাতরাতুল ওহী কি?
- ওহী কত প্রকার ও কি কি?
- সূরা শব্দ এর অর্থ কি?
- আকযামুল কুরআন কত প্রকার ও কি কি?
- রাসমুল খাত কি?
- উলুমুন কোরআন কাকে বলা হয়?
- তরজামুল কুরআন বলা হয় কাকে?
- আল্লামা জালাল উদ্দিন সুয়ুতি রহ কোথায় জন্মগ্রহণ করেন?
- তাবিল শব্দের অর্থ কি?
- তানকির শব্দের অর্থ কি?
- তাফসীর শব্দের অর্থ কি
- মুতাশাবিহ অর্থ কি?
- মুহকাম শব্দের অর্থ কি?
- মানসিখ ও নাসিখ শব্দের অর্থ কি?
- জারুল্লাহ কার উপাধি ছিল?
- তাফসীরে বায়যাবীর গ্রন্থ এর নাম কি ছিল?
- রাইসুল মুফাসসিরিন কার উপাধি ছিল?
খ বিভাগ অনার্স ৩য় বর্ষ তাফসীর সাহিত্যের মূলনীতি ও ইতিহাস সাজেশন
- নজুনুল কুরআন বলতে কি বুঝেন? সংক্ষেপে আলোচনা করুন।
- ওহীর আভিধানিক এবং পারিপার্শ্বিক শব্দের অর্থ গুলো লিখুন।
- মুতলাক এর সংজ্ঞা দিন।
- উদাহরণসহ মুতলাক লিখুন।
- ইজাজুল কুরআন কাকে বলা হয়?
- আমসাসুল কুরআনের তাৎপর্য আলোচনা করুন।
- মুহাকাম কাকে বলা হয়?
- মুতাশাবিহ ও মুহাকাম সম্পর্কে আলোচনা করুন।
- মানসুখের সংজ্ঞাসহ উদাহরণ দিন।
- মানসুখ ও নসখ এর মধ্যে কল্যাণ নিহিত তা বর্ণনা করুন।
- তাফসীর শাস্ত্রের উৎস কয়টি এবং কি কি!
- উসুলুত তাফসির বলতে কি বুঝেন?
- তাবেয়ীই যুগে তাফসীরের বৈশিষ্ট্য কি ছিল তা সংক্ষেপে লিখুন।
- খাস সম্পর্কে আলোচনা করুন।
- তাফসীরে জালালাইন সম্পর্কে কি জানুন তা লিখুন।
- খন্ড খন্ড ভাবে কুরআন নাযিল হওয়ার কারণ কি ছিল?
- আল ইতকান গ্রন্থটির চারটি বৈশিষ্ট্য লিখুন।
- সাহাবায়ে কিরামের তাফসীরের বৈশিষ্ট্য লিখুন।
গ বিভাগ অনার্স ৩য় বর্ষ তাফসীর সাহিত্যের মূলনীতি ও ইতিহাস সাজেশন
- আল্লামা জালাল উদ্দিন সুয়ুতি রহ সম্পর্কে যা জানুন তা লিখুন এবং আল ইতকান ফি উলুমুল কুরআন সম্পর্কে লিখুন।
- পবিত্র কুরআনের অর্থ নিরূপণে এর যথার্থতা উদাহরণ স্বরূপ লিখুন।
- উদাহরণসহ আম সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন।
- আকসামুল কুরআন কাকে বলা হয়? আকসামুল কুরানের তাৎপর্য তা বর্ণনা করুন।
- মানসুখ ও নাসিখ সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন।
- নসখ কাকে বলে এবং কত প্রকার ও কি কি? প্রত্যেক প্রকারের উদাহরণসহ বর্ণনা করুন।
- তাফসীর শাস্ত্রের ক্রমবিকাশ এবং উৎপত্তির বর্ণনা করুন। ( অনার্স ৩য় বর্ষ তাফসীর সাহিত্যের মূলনীতি ও ইতিহাস সাজেশন 95%)
- খিলাফতে শাস্ত্রের যুগে তাফসীর চর্চার সম্পর্কে আলোচনা করুন।
- কোরআন মাজীদ নাজিলের পদ্ধতির সম্পর্কে আলোচনা করুন।
- ইবনে জারের আত তারাবির সংক্ষিপ্ত জীবনী আলোচনা করুন।
- ফখরুদ্দিন আল রাজীব এর জীবনী সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণী দিন। তাফসির শাস্ত্রের তার অবদান বর্ণনা করুন।
- বাংলা ভাষায় তাফসীর চর্চার সম্পর্কে সংক্ষিপ্ত নিবন্ধন লিখুন।
আরো অন্যান্য বিষয়ের সাজেশন দেখতে নিচে দেখুন:
- অনার্স ৩য় বর্ষ কৃষি ও গ্রামীণ অর্থনীতি সাজেশন ২০২৩ | Honours 3rd year suggestion 2023
- অনার্স ৩য় বর্ষ বাংলা উপন্যাস সাজেশন ২০২৩। Honours 3rd year suggestion 2023
- অনার্স ৩য় বর্ষ বাংলা রম্য ও ভ্রমণ সাহিত্য সাজেশন ২০২৩ | Bengali romance and travel literature suggestion
- অনার্স ৩য় বর্ষ সামষ্টিক অর্থনীতি ২০২৩ | Honours 3rd year macro economics suggestion