প্রাইমারি শিক্ষক নিয়োগ গাইড ২০২৩

প্রাইমারি শিক্ষক নিয়োগ গাইড: প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্যে যারা পরীক্ষার্থী তাদের সম্পর্কে কিছু কথা , আপনাদেরকে অবশ্যই সঠিক ভাবে তৈরি রাখতে হবে।বিশেষ করে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ।হতাশ হবেন না কেননা একবার না পারিলে দেখ শতবার, একথাটি কাজে লাগাবেন।

প্রাইমারি পরীক্ষার প্রস্তুতি ২০২৩

প্রথমত, প্রাথমিক মাধ্যমিক শাখার বাংলা, ইংরেজী ,গণিত বিষয়ের উপর জানতে হবে। বাংলা যেমন ভাষা , ভাষারীতি, ব্যকরন এর সবগুলো বিষয় অবশ্যই জানতে হবে। ইংরেজি বেলায় ও যেমন..

  • Grammar
  • Tense
  • Verbs
  • Articles
  • Transformation of sentences
  • Synonyms antonyms, etc

গণিত, সূত্র ও নিয়মাবলী গড়, ঐকিক নিয়ম ল,সা,গু গ,সা,গু শতকরা, ইত্যাদি বিষয়ে আপনাকে জানতে হবে।সাধারণ জ্ঞান , যেমন বাংলাদেশ সম্পর্কে আন্তর্জাতিক , চলতি ঘটনাবলি , বিজ্ঞান ,ইত্যাদি বিষয়ে আপনাকে জানতে হবে। দয়া করে হাল ছাড়বেন না প্রতিদিন একটি বিষয় নিয়ে পড়বেন দেখবেন অনেক জানা হয়ে গেছে।

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রশ্ন

প্রতিটি বিষয় নিয়ে ২০ টি প্রশ্ন থাকবে ,আপনি যদি এই চারটি বিষয় পাঠ পাঠ করে পড়েন ইনশাআল্লাহ আপনি পারবেন।

প্রাইমারি শিক্ষক নিয়োগ ২০২৩

প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা আমিও তোমাদের মতো পরীক্ষা দিয়েছি আমি দেখলাম সবগুলো প্রশ্নেরই সমাধান পাঠ্যপুসতকে আছে।তাই আমারা কেন পাঠ্যপূসতক গুলো খেয়াল করবো না ।একটু কষ্ট করবেন ফল আবশ্য ই ভালো হবে।

পরীক্ষার আগের দিন আপনি রাত জেগে পড়াশোনা করবে না কেননা রাত জেগে পড়লে দেখবেন শেখা গুলো এলোমেলো হয়ে গেছে তাই আপনাকে ১০/১১ এই সময়ের মধ্যে পড়া শেষ করতে হবে

প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার হলে কী করণীয়

প্রথমত পরীক্ষার সময় থাকবে ,৬০ মিনিট এই সময়ে র মধ্যে আপনাকে ৮০ টি প্রশ্ন এর উত্তর দিতে হবে ।

পরীক্ষার হলে গিয়ে আপনি বন্ধুত্ব দেখাবেনা কেননা বন্ধুত্ব দেখাতে গিয়ে অনেক কিছু আপনি ভুল করবেন। প্রথমথ প্রশ্ন হাতে নিয়ে তড়াহুড়ো না করে ধীর স্থির হয়ে পড়বেন। তবে খেয়াল রাখতে হবে সময় কিন্তু কম ,তাই কম সময়ের মধ্যে দেখবেন যেগুলো সহজ প্রশ্ন সেগুলোর উত্তর প্রথমে দিতে। অনেকেই আছেন যারা ভাবেন যে এক সিরিয়েল অনুযায়ী উঃ দেই ,তা ভুল কেনণা তা দিতে গিয়ে সময় ও চলে যায় আবার অনেক সহজ প্রশ্ন ও হাতছাড়া হয়ে যায় । তাই প্রথমে সহজ গুলোর উত্তর দিবেন ।এতে যদি আপনি ৫০ টি দেন দেখবেন হয়তো হয়ে যাবে ।বাকি প্রশ্ন গুলো বুজে দগাবেন ইনশাআল্লাহ আপনারা পারবেন।

প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা ভাষার জগতে বাংলা বর্ণ মালা জানা দরকার কেননা যারা প্রাইমারী পরীক্ষা দিতেছেন তাদের জন্যে এই বর্নমালার কয়েকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা ভাবছেন না আমাকে অবশ্যই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তারা অবশ্যই আমার এই সাজেশনটা খেয়াল করবেন।

আবার যারা পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে পারো নি তাদের জন্য এই বিষয়টি ও অতীব গুরুত্বপূর্ণ।

বাংলা বর্ণমালায় মোট বর্ন সংখ্যা ৫০ টি.

প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা ভাষার জগতে বাংলা বর্ণ মালা জানা দরকার কেননা যারা প্রাইমারী পরীক্ষা দিতেছেন তাদের জন্যে এই বর্নমালার কয়েকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা ভাবছেন না আমাকে অবশ্যই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তারা অবশ্যই আমার এই সাজেশনটা খেয়াল করবেন।
আবার যারা পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে পারো নি তাদের জন্য এই বিষয়টি ও অতীব গুরুত্বপূর্ণ।

বাংলা বর্ণমালায় মোট বর্ন সংখ্যা ৫০ টি।

স্বরবর্ণ=১১টি
ব্যঞ্জনবর্ণ=৩৯টি
পূর্নমাত্রা=৩২টি
অর্ধমাত্রা=৮টি
মাত্রাহীন বর্ণ=১০টি।
স্বারবর্ণের মাত্রাহীন বর্ণ=৪টি
ব্যঞ্জন বর্ণের মাত্রাহীন বর্ণ=৬টি।
অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় ছোট একটি প্রশ্ন কিন্তু জানা থাকা ভালো
বিলীন বর্ণ = অ
স্বারবর্ণে সংক্ষিপ্ত রূপ কে কার বলা হয়।
ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপ কে বলা বলা হয়।
মৌলিকতা অনুযায়ী স্বরবর্ণ গুলোকে ২ ভাগে ভাগ করা যায়
১= মৌলিক স্বরধ্বনি
২= যৌগিক স্বরধ্বনি
মৌলিক স্বরধ্বনি ৭ টি
যৌগিক স্বরধ্বনি ২৫ টি।
হ্রসস্বর ৪ টি
দীর্ঘস্বর ২৫ টি।
স্পর্শধ্বনি=২ টি যথা ক,ম।
পরাশ্রয়ী বর্ণ=৩ টি যথা ং, ঃ,৺।
উম্মধ্বনি= শ,ষ,স,হ।
নাসিক্যধ্বনি = ঙ, ঞ,ম।

Share This Article
মাহফুজুর রহমান হলেন স্কলার্সমীর প্রতিষ্ঠাতা, তিনি প্রফেশনালি ওয়েব ডেভেলপমেন্ট এবং SEO (Search Engine Optimization) বিষয়ে কাজ করেন, SEO Friendly নিউজ এবং ব্লগ পোস্টে দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করে আসতেছে। যেকোনো প্রয়োজনে যোগাযোগ করার জন্য কন্টাক্ট করতে পারেন।
Exit mobile version