প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকদের পেনশন হিসাব ২০২৩ : ‘শিক্ষাই জাতির মেরুদন্ড’ আর এই মেরুদন্ড মজবুত করার জন্য অবশ্যই আমাদেরকে শিক্ষকদের সহায়তা নিতে হয়। একজন আদর্শ শিক্ষক ই পারেন ছাত্র-ছাত্রীদের সঠিক পথে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে।
প্রাইমারি সহকারী শিক্ষকদের বেতন ভাতা ও পেনশন নিয়ে আজকের এই বিষয়
- প্রাথমিক বিদ্যালয় এর সহকারী শিক্ষকদের চাকরির শুরুতে বেতন সব মিলিয়ে কত?
- প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা Retiare এর সময় কত টাকা পাব?
- প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা চাকরি শেষে প্রতিমাসে কত টাকা পাবেন?
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী ও প্রধান শিক্ষকদের বেতন ভাতা ও পেনশন:
প্রাথমিক এর প্রশিক্ষণ প্রাপ্ত সহকারী শিক্ষকরা এতদিন চতুর্দশ +১০,২০০-২৪,৬৮০) টাকা এবং প্রশিক্ষণ বিহীনরা পঞ্চদশ গ্ৰেডে(৯,৭০০-২৩,৪৯০) টাকা বেতন পেয়ে আসছিলেন । এখন থেকে প্রশিক্ষণ প্রাপ্ত ও প্রশিক্ষণ বিহীন শিক্ষকদের সবার বেতন ১৩ তম গ্ৰেডে(১১,০০০-২৬,৫৯০) টাকা পাবেন।
প্রাথমিক বিদ্যালয়ের এর সহকারী শিক্ষকদের বেতন বর্তমানে ১৩ তম গ্ৰেডে অর্থাৎ ১৩ তম গ্ৰেড কার্যকর করার পূর্বে প্রাথমিক বিদ্যালয়ের এর সহকারী শিক্ষকদের বেতন গ্ৰেড ছিল ১৪ তম ও ১৫ তম।
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন, ভাতা ও পেনশন সুবিধা সমূহ:
- প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা বর্তমান এ তারা চাকরির শুরুতে ই ১৩ তম গ্ৰেডে অর্থাৎ ১১০০০ টাকা পান। অর্থাৎ মূল বেতন ১১,০০০ টাকা।
- প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বাসা ভাড়া ১১,০০০ টাকার সাথে বৃদ্ধি পাবে
- গ্ৰাম পর্যায়ে অর্থাৎ তিনি যদি গ্ৰামে চাকরি করেন তাহলে তার মূল বেতন এর সাথে বাড়বে ৪৫% বা ৪,৯৫০ টাকা।
- উপজেলা পর্যায়ে মূল বেতন এর সাথে তার বেতন বাড়বে ৫০% বা ৫,৫০০ টাকা।
- শহর পর্যায়ে মূল বেতন এর সাথে বাড়বে ৬০% বা ৬,৬০০ টাকা।
- প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের চিকিৎসা ভাতা ১৫০০ টাকা।
- প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের শিক্ষা ভাতা =৫০০ টাকা যদি একজন সন্তান থাকেন , দুই সন্তানের জন্য ১০০০ টাকা।
- প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের যাতায়াত ভাতা= ৩০০ টাকা।
- প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ধোলাইভাতা = ১৫০ টাকা।
- প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের টিফিন ভাতা ৩০০ টাকা।
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বোনাস:
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা দুইটা বোনাস পাবেন ,দুই ঈদে তারা দুটি বোনাস পাবেন বেসিক এর সমান। অর্থাৎ
১১,০০০×২=২২,০০০ টাকা।
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা বৈশাখী ভাতা পাবেন মূল বেতন এর ২০% = ২২,০০ টাকা
সব মিলে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা ১ বছর এ = ২৪,২০০ টাকা বোনাস পাবেন।
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের Increment percentage বা বার্ষিক বেতন বৃদ্ধির হার :
- ,২০ থেকে ৬ গ্ৰেডে ৫ শতাংশ ইনক্রিমেন্ট পাবেন।
- গ্ৰেড ৫ এর জন্য হার হবে ৪.৫ শতাংশ।
- গ্ৰেড ৩ এবং ৪ এর জন্য এটি ৪ শতাংশ ।
- গ্ৰেড ২ এর জন্য এটি হবে বেসিক এর ৩.৭৫ শতাংশ।
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা চাকরি শেষে একত্রে প্রাপ্য টাকার পরিমাণ ,গ্ৰাচুইটি,প্রভিডেন্ড ফান্ডের টাকা সব মিলিয়ে প্রায় ৪০-৬৫ লাখের মতন পাবেন।
সার্বজনীন পেনশন ব্যবস্থা কি? সার্বজনীন পেনশন সুবিধা নিয়ে বিস্তারিত
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের পেনশন
পেনশন হল সরকারি চাকরিজীবী অবসর এ যাওয়ার পর প্রতি মাসে যে বেতন বা টাকা পাবেন তা পেনশন।
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের পেনশন এর হিসাব:
পেনশন টাকার হিসাব: ( শেষ বেসিক × শতকরা হিসাব) / ২+ চিকিৎসা ভাতা ।
= (২৬,৫৯০×৯০%) ২+১৫০০
=১৩,৫০০-১৫০০০ টাকা
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা ঈদের সময় ও বোনাস পাবেন
১২০০×২ = ২৪ হাজার টাকা।
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা চাকরি শেষে প্রতিমাসে এই টাকা কে পাবেন।
- একজন সরকারি চাকরি জীবি প্রতিমাসে এই টাকা পাবেন।
- চাকুরী জীবির মৃত্যুর পর তার স্বামী/ স্ত্রী পাবেন।
- দুইজন ই মারা গেলে তাদের সন্তান পাবে , তবে সন্তানের বয়স ১৮ হতে হবে ।
এই ছিল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন ভাতা ও পেনশন সম্পর্কীয় গুরুত্বপূর্ণ বিষয়।যদি কোন বিষয়ে ভূল ত্রুটি থাকে তাহলে কমেন্ট করবেন এবং বেশি করে শেয়ার করবেন।