প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকদের পেনশন হিসাব ২০২৩

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকদের পেনশন হিসাব

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকদের পেনশন হিসাব ২০২৩ : ‘শিক্ষাই জাতির মেরুদন্ড’ আর এই মেরুদন্ড মজবুত করার জন্য অবশ্যই আমাদেরকে শিক্ষকদের সহায়তা নিতে হয়। একজন আদর্শ শিক্ষক ই পারেন‌ ছাত্র-ছাত্রীদের সঠিক পথে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে।

প্রাইমারি সহকারী শিক্ষকদের বেতন ভাতা ও পেনশন নিয়ে আজকের এই বিষয়

  • প্রাথমিক বিদ্যালয় এর সহকারী শিক্ষকদের চাকরির শুরুতে বেতন সব মিলিয়ে কত?
  • প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা Retiare এর সময় কত টাকা পাব?
  • প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা চাকরি শেষে প্রতিমাসে কত টাকা পাবেন?

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী ও প্রধান শিক্ষকদের বেতন ভাতা ও পেনশন:

প্রাথমিক এর প্রশিক্ষণ প্রাপ্ত সহকারী শিক্ষকরা এতদিন চতুর্দশ +১০,২০০-২৪,৬৮০) টাকা এবং প্রশিক্ষণ বিহীনরা পঞ্চদশ গ্ৰেডে(৯,৭০০-২৩,৪৯০) টাকা বেতন পেয়ে আসছিলেন । এখন থেকে প্রশিক্ষণ প্রাপ্ত ও প্রশিক্ষণ বিহীন শিক্ষকদের সবার বেতন ১৩ তম গ্ৰেডে(১১,০০০-২৬,৫৯০) টাকা পাবেন।

প্রাথমিক বিদ্যালয়ের এর সহকারী শিক্ষকদের বেতন বর্তমানে ১৩ তম গ্ৰেডে অর্থাৎ ১৩ তম গ্ৰেড কার্যকর করার পূর্বে প্রাথমিক বিদ্যালয়ের এর সহকারী শিক্ষকদের বেতন গ্ৰেড ছিল ১৪ তম ও ১৫ তম।

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন, ভাতা ও পেনশন সুবিধা সমূহ:

  • প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা বর্তমান এ তারা চাকরির শুরুতে ই ১৩ তম গ্ৰেডে অর্থাৎ ১১০০০ টাকা পান। অর্থাৎ মূল বেতন ১১,০০০ টাকা।
  • প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বাসা ভাড়া ১১,০০০ টাকার সাথে বৃদ্ধি পাবে
  • গ্ৰাম পর্যায়ে অর্থাৎ তিনি যদি গ্ৰামে চাকরি করেন তাহলে তার মূল বেতন এর সাথে বাড়বে ৪৫% বা ৪,৯৫০ টাকা।
  • উপজেলা পর্যায়ে মূল বেতন এর সাথে তার বেতন বাড়বে ৫০% বা ৫,৫০০ টাকা।
  • শহর পর্যায়ে মূল বেতন এর সাথে বাড়বে ৬০% বা ৬,৬০০ টাকা।
  • প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের চিকিৎসা ভাতা ১৫০০ টাকা।
  • প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের শিক্ষা ভাতা =৫০০ টাকা যদি একজন সন্তান থাকেন , দুই সন্তানের জন্য ১০০০ টাকা।
  • প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের যাতায়াত ভাতা= ৩০০ টাকা।
  • প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ধোলাইভাতা = ১৫০ টাকা।
  • প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের টিফিন ভাতা ৩০০ টাকা।

এমপিওভুক্ত শিক্ষকদের বেতন কত?

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বোনাস:

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা দুইটা বোনাস পাবেন ,দুই ঈদে তারা দুটি বোনাস পাবেন বেসিক এর সমান। অর্থাৎ

১১,০০০×২=২২,০০০ টাকা।

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা বৈশাখী ভাতা পাবেন মূল বেতন এর ২০% = ২২,০০ টাকা

সব মিলে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা ১ বছর এ = ২৪,২০০ টাকা বোনাস পাবেন।

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের Increment percentage বা বার্ষিক বেতন বৃদ্ধির হার :

  • ,২০ থেকে ৬ গ্ৰেডে ৫ শতাংশ ইনক্রিমেন্ট পাবেন।
  • গ্ৰেড ৫ এর জন্য হার হবে ৪.৫ শতাংশ।
  • গ্ৰেড ৩ এবং ৪ এর জন্য এটি ৪ শতাংশ ।
  • গ্ৰেড ২ এর জন্য এটি হবে বেসিক এর ৩.৭৫ শতাংশ।

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা চাকরি শেষে একত্রে প্রাপ্য টাকার পরিমাণ ,গ্ৰাচুইটি,প্রভিডেন্ড ফান্ডের টাকা সব মিলিয়ে প্রায় ৪০-৬৫ লাখের মতন পাবেন।

সার্বজনীন পেনশন ব্যবস্থা কি? সার্বজনীন পেনশন সুবিধা নিয়ে বিস্তারিত

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের পেনশন

পেনশন হল সরকারি চাকরিজীবী অবসর এ যাওয়ার পর প্রতি মাসে যে বেতন বা টাকা পাবেন তা পেনশন।

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের পেনশন এর হিসাব:

পেনশন টাকার হিসাব: ( শেষ বেসিক × শতকরা হিসাব) / ২+ চিকিৎসা ভাতা ।

= (২৬,৫৯০×৯০%) ২+১৫০০

=১৩,৫০০-১৫০০০ টাকা

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা ঈদের সময় ও বোনাস পাবেন

১২০০×২ = ২৪ হাজার টাকা।

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা চাকরি শেষে প্রতিমাসে এই টাকা কে পাবেন।

  • একজন সরকারি চাকরি জীবি প্রতিমাসে এই টাকা পাবেন।
  • চাকুরী জীবির মৃত্যুর পর তার স্বামী/ স্ত্রী পাবেন।
  • দুইজন ই মারা গেলে তাদের সন্তান পাবে , তবে সন্তানের বয়স ১৮ হতে হবে ।

এই ছিল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন ভাতা ও পেনশন সম্পর্কীয় গুরুত্বপূর্ণ বিষয়।যদি কোন বিষয়ে ভূল ত্রুটি থাকে তাহলে কমেন্ট করবেন এবং বেশি করে শেয়ার করবেন।

Pay Fixation থেকে ইনক্রিমেন্ট বের করার নিয়ম ২০২৩

বয়স্ক ভাতা অনলাইন আবেদন করার নিয়ম ২০২৩

Share This Article
সাহেদা জান্নাত পেশায় একজন প্রফেশনাল বুক রাইটার। তিনি স্কলার্সমী নিউজের সাথে শুরু থেকেই কাজ করে যাচ্ছেন। বিশেষ করে তিনি এখানে শিক্ষক নিবন্ধন, বিডি জবস এবং শিক্ষাঙ্গনের সব ধরনের নিউজ কাভার করে থাকেন, তিনি সকল নিউজ সততা যাচাই করে ScholarsMe নিউজে প্রকাশিত করে থাকেন।
Exit mobile version