প্রাইমারি প্রধান শিক্ষক পদের বেতন স্কেল বৃদ্ধি ১০ম গ্রেডে

এবার প্রাথমিক প্রধান শিক্ষক বেতন স্কেল বৃদ্ধি করা হয়েছে। মূলত বেতন গ্রেড বৃদ্ধি করা হয়েছে বলেই তাদের বেতন মূল কাঠামো বৃদ্ধি পেতে যাচ্ছে। আজকের এই প্রতিবেদনে বেতন নিয়ে এবং কি কি নিয়ম দেওয়া হয়েছে সে বিষয় নিয়েই আলোচনা করা হবে।

বাংলাদেশ কর্ম কমিশনের অধীনে প্রকাশিত প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি করা হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তিটির বিপরীতে এ পর্যন্ত আবেদন করেছে লক্ষাধিক আবেদনকারী। আবেদনকারী আবেদন করার সময়সীমা আগামী ২০ তারিখ পর্যন্ত হয়েছে। যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা ২০ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ঘোষণা দেওয়া হয়েছে প্রাইমারি প্রধান শিক্ষকদের বেতন গ্রেড করা হয়েছে। পূর্ববর্তী সময় ছিল তারা ১২তম গ্রেডে কিন্তু এখন তা উন্নতি করে আনা হয়েছে। আর এ বিষয়টি চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়। এখন আঞ্চলিক অফিসগুলোতে কার্যক্রম চলমান রয়েছে আর ওদের ভবিষ্যতে অর্থাৎ খুব তাড়াতাড়ি এই আদেশ জারি করা হবে। আর তখন থেকেই প্রধান শিক্ষকরা এই স্কেলে বেতন পাবেন।

এই খবরটি ছড়িয়ে যাওয়ার পরে অনেকেই বিষয়টিকে পজিটিভ নিয়েছে। কেননা সারা বাংলাদেশ জুড়ে প্রায় ৬৫ হাজার শিক্ষক রয়েছেন এই পদে। যারা ১২ তম স্কেলে বেতন পেয়ে আসছিলেন। আদেশ জারি করার পর তারপর তারা এই বেতন পাবেন। যা অনেকেই সন্তুষ্টি প্রকাশ করেছেন।

প্রাইমারি প্রধান শিক্ষক পদের বেতন স্কেল বৃদ্ধি ১০ম গ্রেডে

গত সাত অক্টোবর এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং তার কিছু সময় পরেই চূড়ান্তভাবে এই সিদ্ধান্ত জানিয়েছেন বাংলাদেশ জনপ্রশাসন মন্ত্রণালয়। আর এখন আঞ্চলিক অফিসের কাজ চলমান রয়েছে তারপরেই চূড়ান্তভাবে হবে এর কার্যকারিতা।

তবে এর মধ্যে ৬টি শর্ত দেওয়া হয়েছে। যা জনপ্রশাসন মন্ত্রণালয়, ‌অর্থ মন্ত্রণালয় এবং অন্যান্য আঞ্চলিক অফিসের দ্বারা মেনে চলতে হবে। গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন তারা। সেটি হচ্ছে আদেশ জারির সময় থেকে ১৮ মাসের মধ্যে প্রশিক্ষণ বিহীন শিক্ষকদের অবশ্যই প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। অর্থাৎ তাদের ট্রেনিং করতে হবে এই সময়ের মধ্যেই।

এছাড়া আরো জানানো হয়েছে যে এবারে প্রশিক্ষণপ্রাপ্ত এবং প্রশিক্ষণ বিহীন সর্বমোট ৬৫ হাজার শিক্ষকদেরকে এর আওতাভুক্ত করা হবে। যা খুব শীঘ্রই কার্যকর করা হবে। অন্যদিকে কর্ম কমিশনের অধীনে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে ১২ তম গ্রেডে নিয়োগ বিজ্ঞপ্তি করা হয়েছে। সে ব্যাপারে পরবর্তী প্রজ্ঞাপনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। প্রাইমারি প্রধান শিক্ষক পদের বেতন বৃদ্ধি নিয়েই পুরো প্রতিবেদন আলোচনা করা হলো। প্রস্তুতিমূলক সকল বইগুলো পেতে হলে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন এবং মেসেজ করুন আমাদের ফেসবুক পেজে।

আরোঃ ৪৯ তম বিসিএস পরীক্ষার আসন

Jahid Hasan

জাহেদ হাসান পেশায় একজন প্রফেশনাল রাইটার। তিনি স্কলার্সমী নিউজের সাথে শুরু থেকেই কাজ করে যাচ্ছেন। বিশেষ করে তিনি এখানে, বিডি জবস এবং শিক্ষাঙ্গনের সব ধরনের নিউজ কাভার করে থাকেন, তিনি সকল নিউজ সততা যাচাই করে স্কলার্সমী নিউজে পাবলিশ করে থাকেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button