প্রাথমিক সহকারী শিক্ষক শূন্য পদের তালিকা ২০২৫

৯ নভেম্বর রবিবার প্রাথমিক সহকারী শিক্ষক শূন্য পদের তালিকা ২০২৫ প্রকাশ করা হয়েছে। আর এই শূন্য পদের তালিকা থেকে আবেদনকারীরা জানতে পারবেন যে কোন উপজেলায় কতজন প্রার্থীদেরকে নেওয়া হবে এবারের সার্কুলার হিসেবে। তাই এই প্রার্থীদের অবশ্যই জানা জরুরি যে কোন জেলা থেকে এবং কোন উপজেলাতে কতগুলো শূন্য পদ রয়েছে উক্ত বিষয়টি।

Primary Empty Vacancy post

ইতিমধ্যে প্রথম ধাপের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। আস্তে আস্তে পর্যায়ক্রমে দ্বিতীয় ধাপ এবং তৃতীয় ধাপের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃপক্ষ। তবে যে কোন ধাপেরই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশক না কেন সেখানে একই পদ্ধতিতে আবেদন করতে হবে। আবেদন করার পর তাদেরকে ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। তবে একটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে এই প্রাথমিক সহকারী শিক্ষক শূন্য পদের তালিকা সম্পর্কে। কেননা এই শূন্য পদের বিপরীতেই তাদের আবেদন করতে হয় অনলাইনে। সাধারণত এটি জেলা এবং উপজেলা বাতিকভাবে নিয়োগ দেওয়া হয়ে থাকে।

এবারের সার্কুলার এর বিপরীতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বিভিন্ন উপজেলার শূন্য পদের তালিকা প্রকাশিত করেছেন। যার মাধ্যমে আবেদনকারীরা নিজ উপজেলায় কতটি শূন্য পদ রয়েছে তা দেখতে পারবেন এবং এ সম্পর্কে বিস্তারিত ধারণা পাবেন। তাই অবশ্যই তাদের এ বিষয়টি আবেদন করার পূর্বে জরুরিভাবে জেনে নেওয়া দরকার।

প্রাথমিক সহকারী শিক্ষক শূন্য পদের তালিকা ২০২৫

প্রতিবারের মতো এবারও এই শূন্য তালিকা প্রকাশিত করা হয়েছে। আজকে আমরা এই শূন্যতালিকায় তুলে ধরছি যাতে করে আবেদনকারীরা কিংবা চাকরি প্রার্থীরা খুব সহজেই বুঝতে পারেন।

রাজশাহী প্রাক-প্রাথমিক এবং প্রাথমিক সহকারী শিক্ষক শূন্যপদের তালিকা
মোট শূূন্যপদঃ

  • পুঠিয়া –
  • গোদাগাড়ী –
  • চারঘাট –
  • তানোর –
  • দূর্গাপুর –
  • পবা –
  • বাঘমারা –
  • বাঘা –
  • বোয়ালিয়া –
  • মতিহার –

পিরোজপুর জেলার সকল উপজেলার প্রাইমারী স্কুলের শূন্যপদের তালিকাঃ

মোট শূন্যপদঃ

  • পিরোজপুর সদরঃ
  • কাউখালিঃ
  • নাজিরপুরঃ
  • ভান্ডারিয়াঃ
  • নেছারাবাদঃ
  • জিয়ানগরঃ
  • মঠবাড়ীয়াঃ

ফরিদপুর জেলার প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষকের শুন্যপদ
মোট শূন্যপদঃ

  • ফরিদপুর সদর-
  • নগরকান্দা –
  • বোয়াল মারি-
  • ভাংগা-
  • মধুখালি –
  • চরভদ্রসন-
  • আলফাডাঙ্গা –
  • সদরপুর-
  • সালথা-

চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রাক-প্রাথমিকের শূন্য পদের সংখ্যা –

  • চাঁপাই সদর –
  • শিবগঞ্জ –
  • গোমস্তাপুর –
  • নাচোল –
  • ভোলাহাট –

ঝালকাঠি জেলা শূন্য পদের সংখ্যা

  • ঝালকাঠি সদর উপজেলায়-
  • নলছিটি উপজেলায় –
  • রাজাপুর উপজেলায় –
  • কাঁঠালিয়া উপজেলায়-

মুন্সিগঞ্জ জেলার প্রাথমিক শিক্ষক শূন্য পদসংখ্যা

  • গজারিয়া —
  • সিরাজদিখান —
  • টংগী বাড়ি —
  • লৌহজং –
  • শ্রীনগর —
  • সদর —

ময়মনসিংহ জেলার প্রাক-প্রাথমিক ও সহকারী শিক্ষকের শুন্যপদঃ

  • ময়মনসিংহ সদর –
  • ফুলবাড়িয়া –
  • ত্রিশাল –
  • মুক্তাগাছা –
  • নান্দাইল –
  • গফরগাঁও –
  • গৌরীপুর –
  • ঈশ্বরগঞ্জ-
  • হালুয়াঘাট –
  • ফুলপুর –
  • ধুবাউড়া –
  • ভালুকা –
  • তারাকান্দা –

টাংগাইল জেলা সহকারী শিক্ষকের শূন্য পদ:

  • সদর
  • ঘাটাইল
  • মধুপুর
  • সখিপুর
  • গোপালপুর
  • বাসাইল
  • দেলদুয়ার
  • মির্জাপুর
  • কালিহাতি
  • নাগরপুর
  • ভূয়াপুর
  • ধনবাড়ী

সুনামগঞ্জ জেলায় প্রাক প্রাথমিক এ শুন্য পদের সংখ্যা

  • সদর –
  • দোয়ারা বাজার –
  • বিশ্বম্ভরপুর –
  • ছাতক –
  • তাহিরপুর ৭৩টি
  • জামালগঞ্জ –
  • ধর্মপাশা –
  • সাল্লা –
  • দিরাই –
  • জগ্ননাথপু –
  • দক্ষিন সুনামগঞ্জ –

মোট শূন্যপদঃ

  • কাহারোল –
  • বোচাগঞ্জ –
  • পার্বতীপুর –
  • খানসামা –
  • ঘোড়াঘাট –
  • চিরিরবন্দর –
  • সদর –
  • নবাবগঞ্জ –
  • ফুলবাড়ি-
  • বিরল-
  • বিরামপুর –
  • বীরগঞ্জ –
  • হাকিমপুর –

তবে একটি বিষয় দেখা গিয়েছে সাম্রাজ্যের সময়ে ফেসবুকে এবং বিভিন্ন ওয়েবসাইটে একটি ভুয়া প্রাথমিক সহকারী শিক্ষক শূন্য পদের তালিকা 2025 প্রকাশিত করেছে। মূলত সেটি সঠিক নয়। এখানে বেশ কয়েকটি ধাপে এই শূন্য পদের তালিকা প্রকাশ করা হচ্ছে। এই ধাপে ধাপে প্রকাশিত হওয়া মাত্রই আপনারা এখান থেকে আপডেট দেখতে পারবেন।

আরোঃ প্রাইমারি শিক্ষক পদে আবেদন করার নিয়ম

Jahid Hasan

জাহিদ হাসান পেশায় একজন প্রফেশনাল রাইটার। তিনি স্কলার্সমী নিউজের সাথে শুরু থেকেই কাজ করে যাচ্ছেন। বিশেষ করে তিনি এখানে, বিডি জবস এবং শিক্ষাঙ্গনের সব ধরনের নিউজ কাভার করে থাকেন, তিনি সকল নিউজ সততা যাচাই করে স্কলার্সমী নিউজে পাবলিশ করে থাকেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button