পেনশন এর নতুন নিয়ম ২০২৩, সরকারি চাকুরীজীবিদের একটি বিশেষ সুবিধা পেনশন আর এই পেনশন এর বিভিন্ন নিয়ম ,যেমন, পেনশন তোলার নিয়ম, পেনশন পাওয়ার একটা সময় ইত্যাদি আজ আমি নতুন নিয়ম এ পেনশন এর হিসাব আপনাদের সাথে শেয়ার করলাম।
পেনশন এর হার নির্ণয়:
- চাকুরির বয়স ৫ বছর হলে মূল বেতন এর ২১%।
- চাকুরির বয়স ৬ বছর হলে মূল বেতন এর ২৪%।
- চাকুরির বয়স ৭ বছর হলে মূল বেতন এর ২৭%।
- চাকুরির বয়স ৮ বছর হলে মূল বেতন এর ৩০%।
- চাকুরির বয়স ৯ বছর হলে মূল বেতন এর ৩৩%।
- চাকুরির বয়স ১০ বছর হলে মূল বেতন এর ৩৬%।
- চাকুরির বয়স ১১ বছর হলে মূল বেতন এর ৩৯%।
- চাকুরির বয়স ১২ বছর হলে মূল বেতন এর ৪৩,%।
- চাকুরির বয়স ১৩ বছর হলে মূল বেতন এর ৪৭%।
- চাকুরির বয়স ১৪ বছর হলে মূল বেতন এর ৫১%।
- চাকুরির বয়স ১৫ বছর হলে মূল বেতন এর ৫৪%।
- চাকুরির বয়স ১৬ বছর হলে মূল বেতন এর ৫৭%।
- চাকুরির বয়স ১৭ বছর হলে মূল বেতন এর ৬৩%।
- চাকুরির বয়স ১৮ বছর হলে মূল বেতন এর ৬৫%।
- চাকুরির বয়স ১৯ বছর হলে মূল বেতন এর ৬৯%।
- চাকুরির বয়স ২০ বছর হলে মূল বেতন এর ৭২%।
- চাকুরির বয়স ২১ বছর হলে মূল বেতন এর ৭৫%।
- চাকুরির বয়স ২২ বছর হলে মূল বেতন এর ৭৯%।
- চাকুরির বয়স ২৩ বছর হলে মূল বেতন এর ৮৩%।
- চাকুরির বয়স ২৪ বছর হলে মূল বেতন এর ৮৭%।
- চাকুরির বয়স ২৫ বছর হলে মূল বেতন এর ৯০%।
এই হল বয়স অনুযায়ী পেনশন এর হার।
পেনশন হিসাব করার নিয়ম পেনশন ক্যালকুলেটর দিয়ে
আরেকটি বিষয় হল চাকরির বয়স ২৫ বছর এর বেশি হলে মূল বেতন এর ৯০% পেনশন পাবেন।
মাসিক পেনশন – ( বেসিক ×শতকরা হার)+ ২+চিকিৎসা ভাতা।
চাকরির বয়স পাঁচ বছরের কম হলে পেনশন যোগ্য হবেনা।
- পাঁচ বা ততোধিক কিন্তু দশ বছর এর কম হলে আনুতোষিক এর হার ১ টাকার বিপরীতে ২৬৫ টাকা পাবেন।
- দশ বছরের অধিক কিন্তু ১৫ বছর এর কম হলে আনুতোষিক এর হার এক টাকার বিপরীতে ২৬০ টাকা পাবেন।
- পনেরো বছরের অধিক কিন্তু ২০ বছর এর কম হলে আনুতোষিক এর হার ১ টাকার বিপরীতে ২৪৫ টাকা পাবেন।
- বিশ বছর এর অধিক কিন্তু ২৫ বছর এর কম হলে আনুতোষিক এর হার ১ টাকার বিপরীতে ২৪০ টাকা পাবেন।
- ২৫ বছর এর ততোধিক হলে আনুতোষিক এর হার ১ টাকার ২৩০ টাকা পাবেন।
আসলে আমরা চাকরি করি বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধার জন্য।তাই বেতন ভাতা বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ , সবগুলো বিষয় আমাদের জানা দরকার ,যদি আমার এই পোস্ট টি তে কোন ভূল থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং সঠিকটা জেনে নেবেন।
More পেনশন Pension related article: