পেনশন এর নতুন নিয়ম ২০২৩ | নতুন নিয়মে পেনশন এর হিসাব

পেনশন এর নতুন নিয়ম ২০২৩, সরকারি চাকুরীজীবিদের একটি বিশেষ সুবিধা পেনশন আর এই পেনশন এর বিভিন্ন নিয়ম ,যেমন, পেনশন তোলার নিয়ম, পেনশন পাওয়ার একটা সময় ইত্যাদি আজ আমি নতুন নিয়ম এ পেনশন এর হিসাব আপনাদের সাথে শেয়ার করলাম।

পেনশন এর হার নির্ণয়:

  • চাকুরির বয়স ৫ বছর হলে মূল বেতন এর ২১%।
  • চাকুরির বয়স ৬ বছর হলে মূল বেতন এর ২৪%।
  • চাকুরির বয়স ৭ বছর হলে মূল বেতন এর ২৭%।
  • চাকুরির বয়স ৮ বছর হলে মূল বেতন এর ৩০%।
  • চাকুরির বয়স ৯ বছর হলে মূল বেতন এর ৩৩%।
  • চাকুরির বয়স ১০ বছর হলে মূল বেতন এর ৩৬%।
  • চাকুরির বয়স ১১ বছর হলে মূল বেতন এর ৩৯%।
  • চাকুরির বয়স ১২ বছর হলে মূল বেতন এর ৪৩,%।
  • চাকুরির বয়স ১৩ বছর হলে মূল বেতন এর ৪৭%।
  • চাকুরির বয়স ১৪ বছর হলে মূল বেতন এর ৫১%।
  • চাকুরির বয়স ১৫ বছর হলে মূল বেতন এর ৫৪%।
  • চাকুরির বয়স ১৬ বছর হলে মূল বেতন এর ৫৭%।
  • চাকুরির বয়স ১৭ বছর হলে মূল বেতন এর ৬৩%।
  • চাকুরির বয়স ১৮ বছর হলে মূল বেতন এর ৬৫%।
  • চাকুরির বয়স ১৯ বছর হলে মূল বেতন এর ৬৯%।
  • চাকুরির বয়স ২০ বছর হলে মূল বেতন এর ৭২%।
  • চাকুরির বয়স ২১ বছর হলে মূল বেতন এর ৭৫%।
  • চাকুরির বয়স ২২ বছর হলে মূল বেতন এর ৭৯%।
  • চাকুরির বয়স ২৩ বছর হলে মূল বেতন এর ৮৩%।
  • চাকুরির বয়স ২৪ বছর হলে মূল বেতন এর ৮৭%।
  • চাকুরির বয়স ২৫ বছর হলে মূল বেতন এর ৯০%।

এই হল বয়স অনুযায়ী পেনশন এর হার।

পেনশন হিসাব করার নিয়ম পেনশন ক্যালকুলেটর দিয়ে

আরেকটি বিষয় হল চাকরির বয়স ২৫ বছর এর বেশি হলে মূল বেতন এর ৯০% পেনশন পাবেন

মাসিক পেনশন – ( বেসিক ×শতকরা হার)+ ২+চিকিৎসা ভাতা

চাকরির বয়স পাঁচ বছরের কম হলে পেনশন যোগ্য হবেনা।

  • পাঁচ বা ততোধিক কিন্তু দশ বছর এর কম হলে আনুতোষিক এর হার ১ টাকার বিপরীতে ২৬৫ টাকা পাবেন।
  • দশ বছরের অধিক কিন্তু ১৫ বছর এর কম হলে আনুতোষিক এর হার এক টাকার বিপরীতে ২৬০ টাকা পাবেন।
  • পনেরো বছরের অধিক কিন্তু ২০ বছর এর কম হলে আনুতোষিক এর হার ১ টাকার বিপরীতে ২৪৫ টাকা পাবেন।
  • বিশ বছর এর অধিক কিন্তু ২৫ বছর এর কম হলে আনুতোষিক এর হার ১ টাকার বিপরীতে ২৪০ টাকা পাবেন।
  • ২৫ বছর এর ততোধিক হলে আনুতোষিক এর হার ১ টাকার ২৩০ টাকা পাবেন।

আসলে আমরা চাকরি করি বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধার জন্য।তাই‌ বেতন ভাতা বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ , সবগুলো বিষয় আমাদের জানা দরকার ,যদি আমার এই পোস্ট টি তে কোন ভূল থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং সঠিকটা জেনে নেবেন।

More পেনশন Pension related article:

Share This Article
সাহেদা জান্নাত পেশায় একজন প্রফেশনাল বুক রাইটার। তিনি স্কলার্সমী নিউজের সাথে শুরু থেকেই কাজ করে যাচ্ছেন। বিশেষ করে তিনি এখানে শিক্ষক নিবন্ধন, বিডি জবস এবং শিক্ষাঙ্গনের সব ধরনের নিউজ কাভার করে থাকেন, তিনি সকল নিউজ সততা যাচাই করে ScholarsMe নিউজে প্রকাশিত করে থাকেন।
Exit mobile version