অনার্স ফাইনাল ইয়ার কৃষক সমাজ সাজেশন ২০২৩ | Peasant Society suggestion 2023

অতি সন্নিকটে অনার্স ফাইনাল ইয়ার পরীক্ষা। আর ফাইনাল ইয়ার শিক্ষার্থীদের জন্য আজকে রয়েছে কৃষক সমাজ সাজেশন ২০২৩। Peasant Society suggestion 223 যে সকল শিক্ষার্থী এবারের কৃষক সমাজ বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করবে তারা আমাদের এই সাজেশনটি এখনই পড়ে নিন।‌

অনার্স ফাইনাল ইয়ার পরিবেশ সমাজ বিজ্ঞান সাজেশন ২০২৩ | Sociology of Environment suggestion 2023

কারণ এই সাজেশনে রয়েছে অধ্যায়ভিত্তিক সকল গুরুত্বপূর্ণ কমন প্রশ্ন এবং বিগত সালের প্রশ্ন গুলো থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটি অনেকেই শর্ট সিলেবাস হিসাবে পড়তে পারবে। কারণ এই সাজেশন থেকে প্রতিবছর প্রায় ৫০ মার্কের অধিক মার্ক কমন পড়ে থাকে। তাই যারা ভালো ফলাফল করতে ইচ্ছুক এবং পাশ নাম্বার তুলতে চান তারা এখনই সাজেশনটি পড়ে নিন। আর হ্যাঁ আমরা এই সাজেশনটি দিচ্ছি আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে।

অনার্স ফাইনাল ইয়ার কৃষক সমাজ সাজেশন ২০২৩ | Peasant Society suggestion 2023

ক বিভাগ

  • কুমিল্লা মডেলের প্রবক্তা কে ছিলেন?
  • আদিম সমাজের জীবন ছিল ভুরিভোজ না নচেৎ উপবাস। উক্তিটি কার?
  • কৃষক সমাজের স্বশোষণ বলতে কি বুঝায়?
  • বিশেষায়িত খামার বলতে কি বুঝানো হয়?
  • কৃষক সম্প্রদায় কাকে বলা হয়?
  • জীবন নির্বাহী খামার বলতে কি বুঝেন?
  • বাংলাদেশের উপমহাদেশে চিরস্থায়ী ভূমি বন্দোবস্ত প্রথা কে প্রবর্তন করে?
  • গ্রামীন এলিট কাদের বলা হয়?
  • এশীয়া উৎপাদন প্রণালী বলতে কি বুঝেন?
  • ম্যানর বলতে কি বুঝানো হয়?
  • সামন্তবাদ বলতে কি বুঝেন?
  • এরিক উলফের মত অনুযায়ী কৃষক পরিবারের ধরন কয়টি?
  • সমাজের প্রত্যয় কে প্রথম চয়ন করেন?
  • The Awkward class গ্রন্থ কে রচনা করেন?
  • The peasantry of bengal গ্রন্থের রচনা কারী কে?
  • বর্ধিত পরিবার কাকে বলা হয়?
  • পুঁজিবাদের সর্বোচ্চ স্তর কোনটি নির্ধারণ করা হয়েছে?
  • হোমেজ ব্যবস্থাপনা বলতে কি বুঝেন?
  • কৃষক অর্থনীতিকে একটি স্বতন্ত্র উপাদান হিসেবে বর্ণনা করেছেন?
  • খানা বলতে কি বুঝেন?
  • দারিদ্র্যের দুষ্টচক্র কে তৈরি করেন?
  • নাচলের কৃষক বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন কে?
  • চরম দারিদ্র্য বলতে কি বোঝানো হয়েছে?
  • কাদেরকে প্রান্তিক কৃষক বলা হয়?
  • গ্রামীণ মাতব্বর কাদের বলা হয়?
  • বাংলাদেশের জাতীয় উৎপাদনে কৃষির অবদান লিখুন।
  • বর্গা চাষ বলতে কি বুঝেন?

খ বিভাগ কৃষক সমাজ সাজেশন ২০২৩

  • তেভাগা আন্দোলন বলতে কি বুঝেন?
  • কৃষক বিদ্রোহ বলতে কি বুঝেন?
  • দারিদ্র্যের দুষ্টচক্র কাকে বলা হয়?
  • কৃষক সমাজের আধুনিকতা বলতে কি বুঝেন?
  • কৃষক সমাজের সংস্কৃতি বৈশিষ্ট্য লিখুন।
  • আদিম অর্থনীতির বৈশিষ্ট্য গুলো লিখুন।
  • শানিনের মতে কৃষক সমাজের বৈশিষ্ট্য তুলে ধরুন।
  • ‘সীমিত পণ্যের প্রতিচ্ছবি’ দৃষ্টিভঙ্গি বলতে কি বুঝেন?
  • কৃষিভিত্তিক সমাজ এবং কৃষক সমাজের মধ্যে পার্থক্য দেখান।
  • কৃষক সমাজের সংজ্ঞা দিন।
  • কৃষক গতিশীলতা কাকে বলা হয়?
  • পাক ব্রিটিশ বাংলার সমাজ কাঠামোর চিত্রাংকন করুন।
  • কৃষি কাঠামোর মৌলিক উপাদান গুলো লিখুন। ‌
  • অকৃষি কাজের ধরন গুলো সংক্ষেপে লিখুন।
  • ভূমি সংস্কারের উদ্দেশ্য গুলো লিখুন।
  • জাতি বর্ণের ও শ্রেণীর মধ্যে পার্থক্য লিখুন।
  • কৃষক সমাজের জাতি সম্পর্কে ভূমিকা লিখুন।
  • ম্যানার ব্যবস্থাপনা কি।
  • সামন্ত কৃষক সমাজের অবস্থা সংক্ষিপ্ত বর্ণনা করুন।

গ বিভাগ কৃষক সমাজ সাজেশন ২০২৩

এই বিভাগের প্রশ্নগুলো অত্যন্ত বড় হয়ে থাকে। ‌এর উত্তরগুলো লম্বা করে লিখতে হয়। আর একজন শিক্ষার্থী যখন পড়ার জন্য প্রস্তুতি নেয় তখন উত্তর পড়তে পড়তে অনেক সময় চলে যায়। ‌আমাদের কৃষি সমাজ সাজেশন ২০২৩ টি দেখুন তাহলে অল্প প্রশ্নগুলো পড়ে এই ক্যাটাগরির প্রশ্ন কমন পেতে পারেন।

  • সংস্কৃতি এবং গ্রামীণ সমাজে কৃষকের ভূমিকা আলোচনা করুন।
  • তেভাগা আন্দোলনের প্রেক্ষাপট ব্যাখ্যা করুন।
  • বাংলাদেশের গ্রামীণ সমাজের নেতৃত্বের পরিবর্তনশীল ধরন আলোচনা করুন।
  • বাংলাদেশের গ্রামীণ পরিবর্তনশীল রুপ এবং দারিদ্র্যের প্রকৃতি আলোচনা করুন।
  • স্বাধীনতা উত্তর বাংলাদেশের গ্রামীণ সমাজের ক্ষমতা কাঠামোতে সংঘটিত পরিবর্তনের স্বরূপ তুলে ধরুন।
  • কৃষি কাঠামোর উপাদান সমূহ বর্ণনা করুন। ‌
  • পাক ব্রিটিশ বাংলার কৃষি কাঠামো ব্যাখ্যা করুন।
  • নির্বাহী খামার এবং বাণিজ্যিক খামারের মধ্যে পার্থক্য আলোচনা করুন।
  • বাংলাদেশের গ্রামীণ সমাজের অকৃষি কাজের ধরন সমালোচনা করুন।
  • বাংলাদেশের কৃষি সমস্যা গুলো পর্যালোচনা করুন।
  • বাংলাদেশের কৃষক অর্থনীতি বৈশিষ্ট্য আলোচনা করুন।
  • সমাজ জীবনে জাতি বর্ণ প্রথার প্রভাব বর্ণনা করুন। ‌
  • কৃষক সমাজে জ্ঞাতি সম্পর্কে ভূমিকা তুলে ধরুন।
  • পুঁজিবাদী সমাজের কৃষকের অবস্থা বিশ্লেষণ করুন।
  • খাদ্য উৎপাদন অর্থনীতি প্রধান বৈশিষ্ট্য আলোচনা করুন।
  • কৃষক সমাজের এ ভি চায়ানড এর তত্ত্ব বর্ণনা করুন।
  • কৃষক সমাজ সম্পর্কিত রেড ফিল্ডের তত্ত্বটি আলোচনা করুন।
  • কৃষক সমাজের বৈশিষ্ট্য আলোচনা করুন।
  • কৃষক সমাজ অধ্যায়নের গুরুত্ব লিখুন।

অনার্স ৪র্থ বর্ষ কৃষক সমাজ সাজেশন ব্যতীত আরও অন্যান্য সাজেশন পড়ুন;

Share This Article
মাহফুজুর রহমান হলেন স্কলার্সমীর প্রতিষ্ঠাতা, তিনি প্রফেশনালি ওয়েব ডেভেলপমেন্ট এবং SEO (Search Engine Optimization) বিষয়ে কাজ করেন, SEO Friendly নিউজ এবং ব্লগ পোস্টে দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করে আসতেছে। যেকোনো প্রয়োজনে যোগাযোগ করার জন্য কন্টাক্ট করতে পারেন।
Exit mobile version