Padova University International Excellence Scholarship Italy: University of padova প্রতি বছর বিদেশি শিক্ষার্থীদের মেধার বৃত্তিতে এ স্কলারশিপ প্রদান করে থাকে
অনার্স, মাস্টার ডিগ্রির জন্য ২০২২-২০২৩ সেশনের জন্য ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
পড়ালেখা মাধ্যম হচ্ছে ইংরেজি। স্কলার্সিটি ফুললি ফান্ডেড ।ইউনিভার্সিটি অব পেডোবা ইটালির মধ্যে নামকরা একটি বিশ্ববিদ্যালয় ,যেটি ১২২২ সালে প্রতিষ্ঠা লাভের পর থেকে বিশ্ব পরিমন্ডলে সাফল্যের সাথে সুনাম কুড়িয়ে আনছে।
যেখানে দক্ষতা ও অভিজ্ঞতা সহকারে পাঠদানের পাশাপাশি আধুনিক শ্রমবাজারের সাথে তাল মিলিয়ে পেশাদারীত্বে দিকে বেশি গুরুত্ব দেয়া হয়। ।
কেন উচ্চশিক্ষার জন্য ইতালি ?
মানুষ উচ্চশিক্ষার জন্য দেশের গণ্ডি পেরিয়ে ছুটছে পৃথিবীর নানা প্রান্তে। উচ্চশিক্ষার জন্য বিশ্বের জনপ্রিয় স্থানগুলোর মধ্যে ইতালি হলো একটি , যা শিক্ষার্থীদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি বিশ্বপরিমন্ডলে চাকির পাওয়ার জন্য যোগ করে তুলে। ইতালিতে ৯০টি নিবন্ধিত বিশ্ববিদ্যালয় রয়েছে যার মধ্যে ৫০ই সরকারি অর্থায়নে পরিচালিত।
তুলনা মুলক কম টিউশন ফি, স্বল্প খরচে আবাসন ব্যবস্থা,শিক্ষাখাতে বৈচিত্রতা, পড়াশোনার পাশাপাশি পার্ট-টাইম কাজের সুযোগ, নিজের পছন্দ অনুযায়ী কোর্স বাচাই করার সুযোগ ইত্যদি বিষয় সমুহের কারণে আন্তর্জাতিক শিক্ষার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাড়িয়েছে।
স্কলারশিপ কি ?
স্কলারশিপ বলতে বুঝায় পড়ালেখা চালিয়ে যাওয়ার জন্য সে দেশ কর্তৃক আর্থিক সহয়তা বা শিক্ষাবৃত্তি প্রদান করা মানেই হচ্ছে স্কলারশিপ, সেটা হতে পারে ব্যক্তিগত যেমন বিশ্ববিদ্যালয় প্রফেসর ব্যক্তিগত ভাবে কাউকে চাইলে স্কলারশিপ প্রদান করতে পারেন, বা হতে পারে প্রতিষ্ঠানিক, যেমন বিশ্ববিদ্যালয় , কোন সংস্থা ,বা সে দেশের সরকার কর্তৃক বাৎসরিক বা সেমিস্টার বৃত্তিক বৃত্তি বা অনুদান প্রধান করা হয়।
স্কলারশিপের জন্য আবেদন কখন করবেন ?
আপনার যদি HSC অথবা equivalent কোন ডিগ্রি থাকে তাহলে আপনি অনার্স পড়ার জন্য বিদেশে আবেদন করতে পারবেন। আর যদি আপনি মাস্টার্সের জন্য আবেদনন করতে হলে তাহলে অবশ্যই আপনাকে অনার্স শেষ করতে হবে।
স্কলারশিপ কিভাবে পাওয়া যায়
স্কলারশিপ পাওয়ার জন্য অনেকগুলো কাইটেরিয় থাকে তার মধ্য প্রধান দুটি হলো,
এক. একাডেমিক রেজাল্ট ভালো করা
দুই. ভালো IELTs স্কোর করা ,সেটা হতে পারে ৭. থেকে তার উপরে।
পাশাপাশি জব এক্সপেরিয়েন্স, সামাজিক সংঘটনের সাথে কাজ করার অভিজ্ঞতা, মাস্টার্সের জন্য অনার্সে থাকাকালীন কোন প্রকার গবেষণার অভিজ্ঞতা, লিডারশিপ কোয়ালিটি ইত্যাদি আপনার চান্স পাওয়ার সম্ভাবনাকে বাড়িয়ে তুলবে।
International Excellence Scholarship ইতালি
পাডোভা ইউনিভার্সিটি নিজেই বিদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপটি পরিচালনা করে থাকে। ইউনিভার্সিটিটি ৫০ টিরও বেশি স্কলারশিপ প্রদান করে থাকে । স্কলারশিপ এওয়ার্ড, ৮,০০০০০ ইউরি , বাংলাদেশি টাকায় যার পরিমাণ ধারায় ৭ কোটি ৪৪ লাখ টাকা। প্রতিষ্ঠানটি প্রতি বছর দুই ধাপে ৪০০০ ইউরো প্রধান করা হয় যা বাংলাদেশি টাকায় প্রায় ৩ লক্ষ ৮০ হাজার টাকা বাৎসরিক প্রদান করে থাকে।
স্কলারশিপ পাওয়ার জন্য আবেদনের যোগ্যতা
পৃথিবীর যে কোন প্রান্তের মেধাবী শিক্ষার্থীরা চাইলে এ স্কলার্শিপের জন্য আবেদন করতে পারবেন
১।পাডোবা ইউনিভার্সিটি থেকে ইংরেজি ভাষার উপর কোন কোর্স করা থাকতে হবে
২। আপনি সর্বোচ্চ তিন বিষয়ের জন্য করতে পারবেন।
৩।অনার্সের জন্য ১২ শিক্ষাবর্ষ পাশ তথা (HSC/EQUIVELENT) মাস্টর্সের জন্য ১৬ শিক্ষাবর্ষ পাশ তথা (অনার্স পাশ)
৪। 2 Feb/7 Mar/2 May 2022 (annual) তারিখের পূর্বে আবেদন ফরম জমা দিতে হবে।
স্কলারশিপ এর জন্য আবেদনের প্রয়োজনীয় কাগজপত্রসমুহ
যে কোন শিক্ষার্থী চাইলে ওয়েব সাইটে ঢুকে মাধ্যমে অনলাইন ফরম পুরনের মাধ্যমে নিজে নিজে apply করতে পারবে। এক্ষেত্রে আপনার পছন্দের বিষয়টি নির্বাচন করে সে বিষয়ের ফরম পুরন করতে হবে।
১। CV or resume
২।Cover letter/ motivation letter
3।মাস্টারর্সে জন্য অনার্সের সার্টিফিকেট মার্কসিট বং বিগত সকল পরীক্ষার মার্কসিট। অনার্সের জন্য HSC
মার্কসিট এবং সার্টিফিকেট।
৪।পাসপোর্ট
৫।.আপনার নির্ধারিত কোর্সের জন্য যদি কোন অতিরিক্ত ডকুমেন্ট চাওয়া হয়, তাহলে সেগুলো ও আপলোড দিতে হবে।
৬।ভাষাগত দক্ষতার সনদ যেমন IELTs/TOEFL ইত্যদি সনদ।
৭। রিকমেন্ডেশন লেটার
আপনার অতিরিক্ত কোন দক্ষতা সার্টিফিকেট থাকলে উল্লেখ করতে পারন
কিভাবে স্কলারশিপের জন্য আবেদন করবেন
প্রথমে আপনাকে নিচে দেয়া লিংকে ক্লিক করে ফরমটি ফিরাপ করতে হবে । তারপর প্রয়েজনীয় কাগজপত্র আপরোড দিতে হবে। কাগজপত্র সাবমিটের পর কনফারমেশন মেইল এর জন্য অপেক্ষা করোন।
ভিসা প্রসেসিং
আপনি যদি ইতালিতে পড়াশোনা করতে চান তবে স্টুডেন্ট ভিসার জন্য apply করতে পারেন, ইতালিতে স্টুডেন্ট ভিসা প্রচলিত রয়েছে।
ইতালি সরকার তিন ধরনে স্টুডেন্ট ভিসা প্রদান করে থাকে
১।স্টুডেন্ট ভিসা( sub -class500):
এধরনের ভিসা যেকোন শিক্ষার্থী লাভ করতে পারেন যাদের বয়স কমপক্ষে ৬ বছর তারা এ ভিসার জন্য আবেদন করতে পারবেন। আপনি যদি ইতালিতে পড়তে চান তাহলে এ ফরম নিয়ে ভিসার জন্য আবেদন করত পারেন। নিম্নে এর সুযোগ সুবিধা তুলে ধরা হল।
সুযোগ সুবিধাঃ
১.আপনার হেল্থ ইন্সুরেন্স থাকবে।
২.স্পনসার কিংবা ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে না।
৩.ভিসার মেয়াদ ৫ বছর
৪.পার্টটাইম কাজ করার সুযোগ
৫. আপনার সাথে আপনার পরিবারের ভিসার জনও আবেদন করতে পারবেন।
বা আলাদা ভাবে আবেদন করেত পারেন, এক্ষেত্রে আপনার ৩০ থেকে ৩৫ হাজার টাকা খরচ হতে পারে।
স্টুডেন্ট গার্ডিয়ান ভিসা
আপনার পরিবারে কোন সদস্য যদি পূর্বেই ইতালাতি অবস্থানরত থাকে এবং তার সে দেশের রেসিডেনশিপ থাকে তবে আপনি আবেদন করতে পারবেন। তবে ইতালিতে অবস্থানকারী সদস্যের যথেষ্ট পরিমাণ অর্থ ব্যাংকে জমা দেখাতে হবে। ইতালিতে বসবাসকারীর বয়স নুন্যতম ২১ বছর হতে হবে।
সুযোগ সুবিধাঃ
কোন প্রকার স্পনসার ছাড়া ভিসার জন্য আবেদন করতে পারবেন।
২.ভিসার সর্বোচ্চ মেয়াদ পাঁচ বছর।
৩.ফুল টাইম অথাবা পার্টটাইম কাজের সুযোগ।
৪.পরিবার ও আত্মীয়সজনদের জন্য আলাদা ভাবে আবেদন করতে হবে।
৫।ভিসার জন্য ৩০ হাজার থেকে ৩৫ হাজার পাকা খরচ হতে পারে।
স্পেশাল ক্যটাগরির স্টুডেন্ট ভিসাঃ
১। আপনার পরিবারের যে কোন সদস্যকে ইতালির অধিবাসী হতে হবে।
সুযোগ সুবিধা
২।হেল্থ ইন্সুইরেন্স থাকবে।
৩। পড়ালেখার পাশাপাশি চাকরির সুযোগ
৪.স্পনসারের প্রয়োজন নেই
৫।পারিবার বা আত্মীয় সজনদের জন্য আলাদা ভাবে ভিসার জন্য আবেদন করতে হবে না।
কিভাবে ভিসার জন্য আবেদন করবেন?
১।প্রথমে স্টুডেন্ট ভিসার ধরন নির্বচন করোন
২।ফরমটি অনলাইন পোর্টাল থেকে ডাউনলোড করোন।( অনলাইনে সার্চ দিলেই পেয়ে যাবেন অথবা ইতালি দুতাবাসের ওয়েব সাইট থেকে ডাউনলোড করতে পারেন/ ট্র্যাভেল্সের মাধ্যমে ভিসাগত জটিলতার সমাধান করতে পারেন।
৩। আবেদন ফরমের সাথে সাপোর্টিং ডকুমেন্টস সংযুক্ত করে ওয়েব সাইটের মাধ্যমে স্কেন করাতে হবে।
৪। ইতালির দুতাবাসের ভিসা সাপোর্টিং অফিসে সকল কাগজপত্র জমা দিতে হবে।
ভিসার জন্য সাপোর্টিং ডকুমেন্টস
১। শিক্ষা প্রতিষ্টানের টেস্টিমনিয়াল
২।জিটিই(আপনি যে স্কুল/বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন এবং সে দেশের সরকার যে আপনাকে টেম্পরারি অবস্থাননএবং শিক্ষালাভের সুযোগ দিয়েছে তার একটা প্রমাণ) এটি আপনাকে স্কুল/ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রদান করবে।
৩। ব্যাংক স্টেটমেন্ট
৪।হেল্থ ইন্সুইরেন্স এবং সার্টিফিকেট
৫।ভাষাগত দক্ষতার প্রমাণ যেমর IELTS/TOEFL
৬।পুলিশ ক্লিয়ারেন্স
৭।ভিসা আবেদন ফর্ম
৮।পসপোর্ট সাইজ চার কপি ছবি
৯। বৈধ পাসপোর্ট
১০।ভিসা ইনরোলমেন্ট কনফার্মেশনের অনলাইন স্কেন কপি।
১১।একাডেমিক কাগজপত্র যেমন সার্টিফিকেট, টান্সক্রিপ্ট ইত্যাদি।
১২।কাজের অভিজ্ঞতা ডকুমেন্টস
Bachelors/Masters Degree
Deadline: 2 Feb/7 Mar/2 May 2022 (annual)
Study in: Italy
Course starts September 2022
বিস্তারিত জানতে লিংকে ক্লিক করোন
Pasted from <https://www.scholars4dev.com/23000/padova-international-excellence-scholarship-programme/>
https://www.unipd.it/en/node/8630
স্কলারশিপের জন্য আবদন লিংক নিচে দেওয়া হলো
University of Padua: Apply online!
Pasted from <https://www.google.com/search?sxsrf=APq-WBvqPn0axHvGy6dGesP_oa5BJ1Ls8Q%3A1647068384028&lei=4EQsYuCsAauW4-EP7dSsiA0&q=university%20of%20padua%20apply&ved=2ahUKEwjgnM3v_7_2AhUryzgGHW0qC9EQsKwBKAF6BAhJEAI&biw=1366&bih=657&dpr=1
ইউনিভারসিটি ওয়েব সাইট https://www.unipd.it/en/node/8630