Oppo A16 price in Bangladesh | অপো A16 বাংলাদেশে দাম কত

Oppo A16 price in Bangladesh | অপো A16 বাংলাদেশে দাম কত

প্রতিদিনের মতো আমরা আজকে নিয়ে এসেছি Oppo A16 price in Bangladesh সম্পর্কে। মোবাইলটিতে রয়েছে ৪ জিবি রেম, মিডিয়াটেক হেলিও চিপসেট, ৫০০০ এমএইচ ব্যাটারি, ৬.৫ ইঞ্চি ডিসপ্লে। এই ফিচারগুলো মোবাইলটিকে দুর্দান্ত পারফরম্যান্স ‌ দিয়েছে। অপো A16 আরো স্পেসিফিকেশন জানার জন্য আর্টিকেলটি সম্পূর্ণরূপে পড়ুন। ‌

অপো মোবাইল বর্তমানে শীর্ষ দশের মধ্যে অবস্থান করতেছে। বিগত কয়েক বছর থেকে জনপ্রিয়তার সাথে গ্রাহকদের সেবা দিয়ে যাচ্ছে। এই ব্র্যান্ডের প্রতিটি মোবাইলেই চমকপ্রদ থাকে। তেমন ভাবে অপো A16 মোবাইলটি গ্রাহকদের জন্য একটি ইউজার ফ্রেন্ডলি মোবাইল। মোবাইলটি লঞ্চ হওয়ার পর থেকেই প্রচুর পরিমাণ গ্রাহকদের কাছে বিক্রি হচ্ছে। কারণ এতে রয়েছে সর্বশেষ প্রযুক্তির আপডেট ভার্শন। চলুন তাহলে জেনে নেই Oppo A16 full specification সম্পর্কে।

Oppo A16 price in Bangladesh 16999 Tk | অপো A16 বাংলাদেশে দাম কত

সাধারণ ফিচার
Oppo A16 release date হচ্ছে ২০ সেপ্টেম্বর, ২০২১। ‌এই তারিখে অফিসিয়ালভাবে মোবাইলটি লঞ্চ হয়। অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে Android v11. Color os কাস্টম ইউআই ব্যবহার করা হয়েছে।

Hardware performance
অপো ব্র্যান্ডের কম বাজেটের মধ্যে ভাল হার্ডওয়ার পারফরম্যান্সের মোবাইল হচ্ছে অপো A16 মোবাইলটি। এই ফোনটিতে শক্তিশালী হার্ডওয়ার ব্যবহার করা হয়েছে। মোবাইলটি ব্যবহার করে গ্রাহকরা ভালো পারফরম্যান্স পাচ্ছেন। তাই জানিয়েছেন কাস্টমাররা। আপনি যে কারণে মোবাইল কিনেন না কেন অবশ্যই হার্ডওয়ার পারফরম্যান্স দেখে মোবাইল কিনবেন। তা নাহলে মোবাইল কিনে আশানুরপ ফলাফল নাও পেতে পারেন। নিচে থেকে হার্ডওয়ার সম্পর্কে জেনে নেই।

CPUOcta core 2.3 GHz, Quad core
ChipsetMediaTek Helio G35
Ram4 GB
Fabrication12 nm
GraphicsPowerVR GE8320
Rom64 GB

Display
Oppo A16 ডিসপ্লে কোয়ালিটি অনেক ভালো মানের। কারণ এতে রয়েছে আইপিএস এলসিডি ডিসপ্লে। গেম, ভিডিও স্ট্রিমিং এর জন্য পারফেক্ট ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এছাড়াও এর মধ্যে রয়েছে আধুনিক ডিসপ্লে ফিচারগুলো। যেগুলোর মাধ্যমে মোবাইলটি নিজের মত করে উপভোগ করতে পারবেন।

DisplayIPS LCD
Screen Size6.52 inchi
Resolution720 x 1600 pixel
Pixel Density269 ppi
Touch ScreenMulti-touch, Capacitive Touchscreen
Refresh Rate60 Hz
Brightness480 nits
Aspect Ratio20:9
Bezel less displaywith waterdrop notch

Design
অপো A16 মোবাইলটি হাই কোয়ালিটিভাবে ডিজাইন করা হয়েছে। মোবাইলটি স্লিম হলেও ওজনে একটু ভারী। এছাড়া এর কালার ডিজাইনও অনেক সুন্দর। দেখা মাত্রই আপনাকে আকর্ষণ করবে। অপো ব্র্যান্ডের প্রত্যেকটি মোবাইল দেখতে অনেক স্মার্ট এবং সুন্দর লাগে। ‌তবে মজার ব্যাপার হচ্ছে বাংলাদেশের মেয়েরা এ ব্র্যান্ড খুব বেশি পছন্দ করে থাকে। নিচে ডিজাইন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো:

Height163.8 mm
Width75.6 mm
Weight190 grams
ColoursCrystal Black, Pearl Blue
Thickness8.4 mm

Camera
Oppo A16 Camera দিয়ে দুর্দান্ত সকল ছবি তুলতে পারবেন। কোথায় রয়েছে অপো মানেই ক্যামেরা ফোন। ক্যামেরার জন্যই এ ব্র্যান্ড এত জনপ্রিয়তা অর্জন করেছে। এ মোবাইলটিতেও সর্বশেষ ক্যামেরা ফিচার যুক্ত করে মোবাইলটিকে আরো আধুনিকতা দিয়েছে। এই আধুনিক ফিচারগুলো নিচে দেওয়া হচ্ছে

Camera SetupTriple
Resolution13 MP, Wide Angle
FlashLED Flash
Autofocusyes
Image Resolution4128 x 3096 Pixel
SettingsISO control, Exposure compensation
Shooting ModesHigh Dynamic Range mode, Continuous Shooting

Battery
অপো A16 মোবাইলটি দীর্ঘ সময় চার্জ ধরে রাখতে সক্ষম। কেননা ব্যাটারি কোয়ালিটি অনেক ভালো এবং শক্তিশালী। দীর্ঘক্ষণ পর্যন্ত চার্জ ধরে রাখতে সক্ষম হয়। ‌

Capacity5000 mAh
TypeLi-Polymer
USB Type-CYes
RemovableNo

Connectivity
Oppo A16 is 4g supported. কিন্তু মোবাইলটিতে ফাইভ-জি ফিচার নেই। এছাড়া রয়েছে অন্যান্য আরো অনেক কানেক্টিভিটি। যেগুলো ব্যবহার করে ফাইল ট্রান্সফার এবং কমিউনিকেশন করা সম্ভব হবে দ্রুত। সকল কানেক্টিভিটি ফিচারগুলো জানতে নিম্নরূপ দেখুন:

Network4G Supported
VoLTEYes
Wi-FiMobile Hotspot
BluetoothYes. v5.0
GPSwith A-GPS
NFCNo

Realme 8 price in Bangladesh | রিয়েলমি ৮ দাম কত বাংলাদেশে

Vivo Y21 price in Bangladesh | ভিভো ওয়াই২১ দাম কত বাংলাদেশে

Samsung Galaxy Z Flip 4 Price in Bangladesh | Samsung Mobile BD

Share This Article
মাহফুজুর রহমান হলেন স্কলার্সমীর প্রতিষ্ঠাতা, তিনি প্রফেশনালি ওয়েব ডেভেলপমেন্ট এবং SEO (Search Engine Optimization) বিষয়ে কাজ করেন, SEO Friendly নিউজ এবং ব্লগ পোস্টে দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করে আসতেছে। যেকোনো প্রয়োজনে যোগাযোগ করার জন্য কন্টাক্ট করতে পারেন।
Exit mobile version