শিক্ষাই জাতির মেরুদন্ড শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতির শিখরে অবস্থান করতে পারে না। আর এই শিক্ষা বিস্তারের একমাত্র মাধ্যম আমাদের শ্রদ্ধেয় শিক্ষকগন । আজ আমি সেই শ্রদ্ধেয় চাকরিপ্রত্যাশি ভাই ও বোনদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ MCQ নিচে উল্লেখ করলাম যা প্রতিটি নিয়োগ পরীক্ষায় আসে ।
শিক্ষক নিয়োগ পরীক্ষার স্পেশাল সাজেশন বা গুরুত্বপূর্ণ MCQ:
শিক্ষক নিয়োগ পরীক্ষা , প্রাথমিক শিক্ষক সহকারী নিয়োগ পরীক্ষা , শিক্ষক নিবন্ধন পরীক্ষা , বিসিএস পরীক্ষা সহ সকল নিয়োগ পরীক্ষায় আসা কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্বে আপনাদের সবাইকে স্বাগতম ।
বাংলা বিষয়ক কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ।
প্রশ্ন ………………… উত্তর ।
- বাংলা ভাষার মূল উৎস কোনটি …….প্রাকৃত ভাষা।
- রেস্তোরা কোন ভাষার শব্দ………. ফরাসি ভাষা ।
- বুনো কোন ভাষারীতির শব্দ ………. চলিত ভাষা ।
- আশাবিষ কোন সমাসের উদাহরণ …….. বহুব্রীহি সমাসের উদাহরণ।
- চির অশান্তি বাগধারাটি কোন অর্থে যথোপযুক্ত…….. রাবনের চিতা ।
- নিচের কোন বানানটি শুদ্ধ .. ….. মুহূর্ত।
- সমাস সাধিত শব্দ কোনটি ……….. দম্পতি।
- উদ্ধৃতি চিহ্ন কত প্রকার …… দুই প্রকার ।
- ‘সমুদ্র ‘ শব্দের সমার্থক শব্দ কোনটি ….. পাথার ।
- ইলেক বা লোপ চিহ্ন দিতে হয় …. বিলুপ্ত বর্ণের জন্য।
- সারাংশ কোন পুরুষে লিখতে হয় ……. প্রথম পুরুষে ।
- পরীক্ষা শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি …..পরি + ঈক্ষা।
- ভাবের সুসংগত প্রসারণের নাম …… ভাবসম্প্রসারণ।
বিসিএস পরীক্ষা, শিক্ষক নিবন্ধন পরীক্ষা, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা ইত্যাদি বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম কেননা ঘুরে ফিরে এই সব প্রশ্ন সমূহ থেকে আবার প্রশ্ন করা হয় এছাড়াও আরো গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্নোউত্তর আলোচনা করলাম । আপনারা আপনাদের কাজের ফাঁকে ফাঁকে এই সব পোষ্ট গুলো পড়ুন দেখবেন ইনশাআল্লাহ সবগুলো বিষয় পড়লে চাকরি পাওয়া অনেক সহজ হয়ে যাবে।
- হরতাল কোন ভাষার শব্দ ……. গুজরাটি ।
- প্রবাসী বন্ধুকে লেখা পত্রের ঠিকানা কোন ভাষায় লিখতে হয় …… ইংরেজি ভাষায় ।
- ‘ ইঁদুর কপালে ‘ এর বিপরীতার্থক বাগধারা কোনটি …… একাদশে বৃহস্পতি ।
- শিরোনামের প্রধান অংশ কোনটি ……প্রাপকের ঠিকানা।
- যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটি পদকে কি বলে …… সমস্যমান পদ ।
- বাংলা ভাষায় যদি বা ছেদ চিহ্ন কয়টি ……১১ টি ।
- নিচের কোন বাক্যটি শুদ্ধ …… মধুসূদন।
- সম্বোধন পদে কোন যতিচিহ্ন বসে ……. কমা ।
- গরমিল এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি ……. মিলের অভাব ।
- পাউরুটি কোন ভাষার শব্দ ….. পর্তুগিজ শব্দ।
- কোনটির অভাবে চিঠি লেখার উদ্দেশ্য ব্যার্থ হয় …… প্রাপকের নাম ।
- নিচের কোনটি চলিত রীতির শব্দ …….শুকনো ।
- ” যার কোন মূল্য নেই ‘ এর সমার্থক সংবাদ কোন ধরনের শব্দ …..ঢাকের বায়া ।
- বাংলা সাহিত্যে চলিত গদ্যরীতির প্রর্বতক কে ……..প্রমথ চৌধুরী।
- পৃথিবী এর সমার্থক শব্দ নয় কোনটি ……. ভূধর।
- উপভাষা কোন সমাসের উদাহরণ…… অব্যয়ীভাব সমাসের উদাহরণ।
- বাক্যে কোন যতি চিহ্নের প্রয়োগে থামার প্রয়োজন নেই …… হাইফেন ।
Also read: ১১-২০ তম সরকারি চাকরিজীবী ও এমপিওভুক্ত শিক্ষকদের জন্য নতুন আপডেট
আগষ্ট মাসের মাঝামাঝি সময়ে কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা তাই অবহেলা না করে অযথা সময় নষ্ট না করে মনোযোগ দিয়ে পড়ুন। একটু ও সময় নষ্ট না করে একটু এমভি খরচ করে হাতের নাগালে পেয়ে যাচ্ছেন শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি সকল বিষয়ের উপর তাই সময় থাকতে এটা কাজে লাগাতে পারেন ।
- উৎকর্ষ শব্দের বিপরীত শব্দ কোনটি …… অপকর্ষ ।
- কোন শব্দটি সাগর শব্দটির সমার্থক নয় ……. ভূপতি ।
- কোন বানানটি সঠিক ……. কিংবদন্তি।
- কোন শব্দটির কোনো স্ত্রীবাচক শব্দ হয়না ……. কবিরাজ ।
- মতৈক্য শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি ……. মত + ঐক্য ।
- রাজপথ এর ব্যাসবাক্য কোনটি হবে ….. পথের রাজা ।
- চলিত রীতির শব্দ কোনটি …… তুলো ।
- কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট……. সাধু ভাষা ।
- কোনটি ভাব সম্প্রসারণে হুবহু ব্যবহৃত হয়া উচিত নয় ……. মূল ছত্র ।
- সারাংশের জন্য গুরুত্বপূর্ণ দিক কোনটি …….. ভাষারীতির শুদ্ধতা।
- নিচের কোন বাক্যটি শুদ্ধ ……. পরবর্তীতে তার সাথে আমার আর সাক্ষাৎ হয়নি ।
- পোষ্টাল কোর্ড কি …..পোষ্ট অফিসের নাম ।
- বারান্দা কোন ভাষা থেকে আগত ……. পর্তুগীজ ।
- পত্র শব্দটির আভিধানিক অর্থ কি ……. যোগাযোগ।
এই ছিল আপনাদের জন্য আজকের পোস্ট টি অবহেলা না করে মনোযোগ সহকারে পড়বেন ।কষ্ট করলে ইষ্ট মিলে কষ্টের ফল অবশ্যই ভালো হয় । আমাদের ব্লগে শিক্ষক নিবন্ধন পরীক্ষা , শিক্ষক নিয়োগ পরীক্ষা ইত্যাদি বিভিন্ন নিয়োগ পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান সাম্প্রতিক বিষয়াদি আন্তর্জাতিক বিষয়াবলী ইত্যাদি বিভিন্ন বিষয়ে শেয়ার করা হয়েছে আপনারা চাইলে শেয়ার করতে পারবেন এবং বেশি বেশি করে পড়বেন সবার জন্য শুভ কামনা রইল সবার যেন চাকরি হোক ।
Also Read: চতুর্থ গনবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ নিয়ে নতুন আপডেট ২০২৩