নতুন এডহক কমিটি গঠন করা হবে সব প্রতিষ্ঠানে

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর এসেছে নতুন এক স্বাধীনতা এসেছে নতুন আমেজ তেমনি পরিবর্তন করতে হচ্ছে নানা বিষয়। দুর্নীতির বেড়াজালে আবদ্ধ ছিল ১৬ টি বছর আমাদের সোনার বাংলাদেশ। অন্তবর্তীকালীন সরকার দেশের সব প্রতিষ্ঠানে নতুন করে এডহক কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন।

দেশের সব বেসরকারি স্কুল কলেজে গঠন করা হবে নতুন করে এডহক কমিটি এবং অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের কাছে এডহক কমিটি গঠন করার জন্য অনুমোদন এর আবেদনের নির্দেশ দেয়া হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলপ্রসূ আমাদের এই বিজয় এর পর গা ডাকা হয়ে আছেন অনেক নেতা কর্মীরা কেননা স্কুল কলেজের অনেকেই ছিলেন কমিটিতে দলীয় প্রভাব খাটিয়ে এছাড়াও আওয়ামী লীগে সরকারের পতন হওয়ার কারনে এইসব কমিটি অনেকেই পদত্যাগ করেছেন সেজন্য নতুন অন্তবর্তীকালীন সরকারের নির্দেশ অনুযায়ী প্রতিটি বেসরকারি স্কুল কলেজে নতুন এডহক কমিটি গঠন করা হবে।

এছাড়াও সভাপতি ছাড়া শিক্ষক ও অভিভাবক প্রতিনিধির নাম পাঠাতে পারবেন প্রতিষ্ঠান প্রধান। সভাপতি হবেন বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার। স্বৈরাচারের পতন এবং নতুন বাংলাদেশ গড়ার আমেজ ভয়ে আছে নতুন প্রজন্মের তাদের এই সুখের সাথে সাথে স্কুল কলেজের কমিটির গা ডাকায় সেখানে দেখা যাচ্ছে অনেকখানি বিশৃঙ্খলা প্রতিষ্ঠান চালাতে বেতন খাতায় স্বাক্ষর ইত্যাদি কাজে কমিটি গঠন প্রয়োজন সে সুবাধে অন্তবর্তীকালীন সরকার নতুন এডহক কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন এবং এই নতুন এডহক কমিটির মেয়াদ হবে ছয় মাস।

আয়নাঘর থেকে মুক্তি পাওয়া ব্রিগেডিয়ার আজমি বলেন, শেখ মুজিব ৩ লাখকে ৩০ লাখ করেছিলেন

Share This Article
সাহেদা জান্নাত পেশায় একজন প্রফেশনাল বুক রাইটার। তিনি স্কলার্সমী নিউজের সাথে শুরু থেকেই কাজ করে যাচ্ছেন। বিশেষ করে তিনি এখানে শিক্ষক নিবন্ধন, বিডি জবস এবং শিক্ষাঙ্গনের সব ধরনের নিউজ কাভার করে থাকেন, তিনি সকল নিউজ সততা যাচাই করে ScholarsMe নিউজে প্রকাশিত করে থাকেন।
Exit mobile version