শান্তিতে নোবেল পুরস্কার পেলেন মারিয়া কোরিনা মাচাদো

২০২৫ সালের নোবেল পুরস্কারে শান্তিতে নোবেল পুরস্কার পেলেন মারিয়া কোরিনা মাচাদো। চূড়ান্তভাবে ঘোষণা করা হয়েছে তিনি এই নোবেলের শান্তি পুরস্কার পেতে যাচ্ছেন। আর এই তালিকা প্রকাশিত হওয়ার পর সারা বিশ্বজুড়ে তার নাম ছড়িয়ে গিয়েছে আর আলোড়ন সৃষ্টি হয়ে গেছে।

২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার নিয়ে নানা ধরনের আলোচনা হয়ে আসছিল। বিশেষ করে এই প্রসঙ্গে বেশি নাম এসেছে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে। সে নিজেই দাবী করেছিলেন যে এবারের শান্তির পুরস্কার তাকে দেওয়াই প্রাপ্য। কেননা তিনি বেশ কয়েকটি যুদ্ধ থামিয়েছেন এবং শান্তি বিরাজ করছেন। যার কারণে নোবেলের শান্তি পুরস্কার তিনি পাবেন।

এই বিষয় নিয়ে আমেরিকা এবং সারা বিশ্বজুড়ে নানা ধরনের সমালোচনার শিকার হয়েছেন তিনি। এছাড়াও এ ব্যাপারে অনেকে পজিটিভ বিষয়টিও নিয়েছে। কিন্তু অবশেষে দশ অক্টোবর বাংলাদেশ সময়ের বিকেল তিনটায় নরওয়ের রাজধানীতে ঘোষণা করে দেওয়া হয়েছে এই শান্তিতে বিজয়ী নোবেল পুরস্কারের নাম। আর তিনি হচ্ছেন মারিয়া কোরিনা মাচাদো।

ওই সময়ে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে আরও নানা ধরনের আলোচনা হয়েছে। কেননা বঞ্চিত হয়েছেন তিনি নোবেল পুরস্কার থেকে। তবে মারিয়া কোরিনা মাচাদো শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার ঘোষণা অনেকের কাছেই আনন্দময় মনে হয়েছে। যদি এর পেছনে কারণ রয়েছে সে বিষয় সম্পর্কেই জানাবে এখন।

শান্তিতে নোবেল পুরস্কার পেলেন মারিয়া কোরিনা মাচাদো

২০২৫ সালে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য সর্বমোট ৩৩৮ জন ব্যক্তি এবং প্রতিষ্ঠানের নাম নিবন্ধন করা হয়েছিল। তার পূর্বে এখানে এর নাম জমা দেয়া হয়েছিল প্রায় ২৪৪ জন ব্যক্তি এবং ৯৪টি প্রতিষ্ঠান। কিন্তু এখান থেকে কোরিনা মাচাদোকে নির্বাচিত করা হয়েছেন আর তিনিই পাচ্ছেন এই পুরস্কার।

তার এই পুরস্কারের অন্যতম কারণ হচ্ছে তিনি গণতন্ত্রের জন্য দীর্ঘ সময় ধরে আন্দোলন করে আসছেন এবং সংগ্রাম করে যাচ্ছেন। আর এই কারণেই তাকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে। অন্যদিকে ১৯০১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত শান্তিতে সর্বমোট নোবেল পুরস্কার পেয়েছেন ১১১ জন ব্যক্তি এবং ৩১ টি সংস্থা। যার মধ্যে নারী ১৯ জন এবং পুরুষ ৯২ জন।

এবার মারিয়া কোরিনা মাচাদো নোবেল শান্তি পুরস্কার পেয়ে নারীদের তালিকায় নতুন ইতিহাস করলেন তিনি। এ বিষয় নিয়ে এবং তাকে নিয়ে খুব শীঘ্রই একটি প্রতিবেদন আসতে চলেছে। আমাদের ওয়েবসাইট ভিজিট করুন আর সেখানে দেখে নিন তার সম্পর্কে নানা ধরনের তথ্যগুলো।

আরোঃ ৪৯তম বিসিএস পরীক্ষা প্রশ্ন উত্তর 

Jahid Hasan

জাহেদ হাসান পেশায় একজন প্রফেশনাল রাইটার। তিনি স্কলার্সমী নিউজের সাথে শুরু থেকেই কাজ করে যাচ্ছেন। বিশেষ করে তিনি এখানে, বিডি জবস এবং শিক্ষাঙ্গনের সব ধরনের নিউজ কাভার করে থাকেন, তিনি সকল নিউজ সততা যাচাই করে স্কলার্সমী নিউজে পাবলিশ করে থাকেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button