নতুন শিক্ষাক্রম নিয়ে যা জানালেন শিক্ষা উপদেষ্টা

নতুন শিক্ষাক্রম নিয়ে আমাদের অভিভাবক সমাজ শিক্ষকদের ও শিক্ষার্থীদের মধ্যে রয়েছে নানা জল্পনা কল্পনা তবে যতই জল্পনা কল্পনা থাকুক না কেন আমাদের অভিভাবকদের একটাই কামনা আমাদের সন্তানরা যেন সঠিক শিক্ষায় শিক্ষিত হোক সমাজের আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠুক সমাজগঠনে সঠিক পন্থা অবলম্বন করুক।

নতুন শিক্ষাক্রমকে কার্যকর করা সম্ভব মনে করছেন না শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ তিনি সচিবালয়ে শিক্ষামন্ত্রনালয়ে নিজ কার্যালয়ে একথা জানান।

নতুন শিক্ষাক্রম কার্যকর করা সম্ভব নয় কেননা আমাদের শিক্ষার্থীদের আগের শিক্ষা কার্যক্রম এ নিয়ে যেতে হবে তবে সেটা ধাপে ধাপে। যেকোনো কাজ হুট করে করা ভালো নয় তাকে ধীরে ধীরে ধাপে ধাপে এগিয়ে নিতে হয়। শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন সাময়িক সময়ের মধ্যে আমরা শিক্ষা কার্যক্রম আগের শিক্ষা কার্যক্রমে ধাপে ধাপে নেব।

যাতে করে শিক্ষার্থীরা বিপাকে না পড়ে তারা যেন অস্বস্তিতে না ভোগে তাদের ভালোর দিকে লক্ষ্য রেখে শিক্ষা কার্যক্রম আগের মতো করা হবে এছাড়াও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন আমি বলছি না যে এক্ষুনি শিক্ষা কার্যক্রম পরিবর্তন করে দেবে বরং শিক্ষা কার্যক্রম পরিমার্জন করা হবে।

শিক্ষা উপদেষ্টা বলেন নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করা কঠিন। এছাড়াও আগের শিক্ষা কার্যক্রম এ ফিরে গেলেও এমন ভাবে ফিরে যাবো না যে তারা যেটা বর্তমানে পড়ে ফেলছে বা শিখে সেটা থেকে একেবারে বের হতে হবে তা নয় বরং তার সঙ্গে মিল রেখে আগের শিক্ষা কার্যক্রম এ যাবো। তবে যাই হোক সে শিক্ষা কার্যক্রম হয় না মনে রাখতে হবে আমাদের প্রজন্মরা যেন সঠিক শিক্ষায় শিক্ষিত হতে পারে আদর্শ একটি সমাজ একটি রাষ্ট্র একটি জাতি উপহার দিতে পারে।

Share This Article
সাহেদা জান্নাত পেশায় একজন প্রফেশনাল বুক রাইটার। তিনি স্কলার্সমী নিউজের সাথে শুরু থেকেই কাজ করে যাচ্ছেন। বিশেষ করে তিনি এখানে শিক্ষক নিবন্ধন, বিডি জবস এবং শিক্ষাঙ্গনের সব ধরনের নিউজ কাভার করে থাকেন, তিনি সকল নিউজ সততা যাচাই করে ScholarsMe নিউজে প্রকাশিত করে থাকেন।
Exit mobile version