নতুন পে স্কেল কবে থেকে কার্যকর হবে

সরকারি চাকরিজীবীদের এখন একটি জানার ইচ্ছে নতুন পেয়ে স্কেল কবে থেকে কার্যকর হবে। কারণ এই নতুন পে স্কেলে তাদের সর্ব সাকুল্যে বেতন বৃদ্ধি পাবে। New Pay Scale 2025 News সম্পর্কে খুঁটিনাটি সকল বিষয়গুলো তুলে ধরা হচ্ছে।

নতুন এই পে স্কেল কবে থেকে শুরু হবে এই বিষয় নিয়ে জানার আগ্রহ ছিল সবার। কারণ বেশ কয়েক মাস ধরে এ বিষয় নিয়ে আলোচনা করা হলেও তা পূর্ণাঙ্গভাবে কোন তথ্য পাওয়া যায়নি। ২০১৫ সাল অর্থবছরে পে স্কেল বৃদ্ধি করা হয়েছিল। তারপর প্রায় ১০ বছর পর আবার নতুন পেজকেলের কার্যকর হতে যাচ্ছে। যদিও এর আগে বেশ কয়েকবার দাবি করা হয়েছিল কিন্তু তাদের এই দাবি মেনে নেওয়া হয়নি। এখন তাদের এই দাবি অর্থাৎ নতুন পেয়ে স্কেল শুরু হতে যাচ্ছে। এই বিষয়ে সর্বশেষ আপডেট আমাদের কাছে কিছু রয়েছে। সেই আপডেট অনুসারেই আপনাদের সামনে এই বিস্তারিত তথ্য তুলে ধরা হচ্ছে। কারণ সারা বাংলাদেশের প্রায় ১৪ লক্ষের বেশি কর্মকর্তা এবং কর্মচারীরা এই পে স্কেলের আওতাভুক্ত থাকবে। চতুর্থ শ্রেণি কর্মচারী থেকে শুরু করে প্রথম শ্রেণী কর্মকর্তারা এই আওতাভুক্ত হবে।

নতুন পে স্কেল কবে থেকে কার্যকর হবে

এখন প্রশ্ন হচ্ছে সবারই এই পে স্কেল কবে থেকে শুরু হবে। এই পে স্কেল শুরু হবে তার নির্দিষ্ট কোন তারিখ ঘোষণা করেনি এখন পর্যন্ত। বলা হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার এর মেয়াদে এটি চালু করা হবে। এই বিষয়টি মোটামুটি নিশ্চিত করেছেন তারা। তাহলে এ থেকে বোঝা যাচ্ছে আগামী ফেব্রুয়ারি মাস কিংবা মার্চ মাসের পূর্বে এই সিস্টেম কার্যকর করা হবে। আর কার্যকর করার 30 দিনের মধ্যেই হয়তো পূর্ণাঙ্গভাবে সবাই এর সুবিধা ভোগ করতে পারবেন। এবারের সর্বোচ্চ এবং সর্বনিম্ন এর মধ্যে রাখা হয়েছে ১০ অনুপাত ১। তবে এই পেজ খেলে তারতম্য ভবিষ্যতে পরিবর্তন হতে পারে বলেও জানা গিয়েছে। আর নতুন পে‌ স্কেল কবে থেকে শুরু হবে তা জানতে হলে আমাদের সঙ্গে থাকুন তারিখ ঘোষণা মাত্রই এখানে আপডেট দেওয়া হবে।

আরোঃ এনসিপির প্রতীক কি

Jahid Hasan

জাহিদ হাসান পেশায় একজন প্রফেশনাল রাইটার। তিনি স্কলার্সমী নিউজের সাথে শুরু থেকেই কাজ করে যাচ্ছেন। বিশেষ করে তিনি এখানে, বিডি জবস এবং শিক্ষাঙ্গনের সব ধরনের নিউজ কাভার করে থাকেন, তিনি সকল নিউজ সততা যাচাই করে স্কলার্সমী নিউজে পাবলিশ করে থাকেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button