ফরিদপুর এবং কুমিল্লা নতুন বিভাগ

হতে পারে নতুন আরো দুই বিভাগ। ফরিদপুর ও‌ কুমিল্লা বিভাগ হতে চলেছে। এমনটাই জানা যাচ্ছে বিভিন্ন মাধ্যম থেকে। যদি বিভাগ হয় তাহলে কোন কোন জেলা নিয়ে এই বিভাগ গঠিত হবে এ সকল বিষয় নিয়েই আলোচনা করব এখন। যাতে করে আপনারা এই নতুন বিভাগ সম্পর্কে পূর্ণ ধারণা পেয়ে যান এবং জানতে পারেন।

বাংলাদেশের ক্ষুদ্র আয়তনের দেশ হলো এখানে বর্তমান সময়ে ৯ টি বিভাগ রয়েছে। আবার নতুন করে বিভিন্ন জায়গায় বিভাগের দাবি করলে অবশেষে আরও দুইটি বিভাগ হতে চলেছে। এ বিষয় নিয়ে কথা হলেও এখন পর্যন্ত নিশ্চিত করা হয়নি। বলা হচ্ছে আগামী কয়েক সপ্তাহের মধ্যে এ বিষয় নিয়ে আলোচনা করা হবে আর চূড়ান্তভাবে গঠন করা হবে এই জেলাগুলো নিয়ে বিভাগ। এই দুই জেলা নিয়েই এখন আলোচনা করব যে দুই জেলার মধ্যে বিবাহ করা হলে কোন বিভাগে কোন কোন জেলা থাকবে এ বিষয় নিয়ে। চলেন তাহলে কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই মুল প্রসঙ্গে।

ফরিদপুর বিভাগে কোন কোন জেলা থাকবে

যদি ফরিদপুর বিভাগ করা হয় সেক্ষেত্রে ফরিদপুর জেলায় থাকবে মাদারীপুর, ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ এবং শরীয়তপুর সহ অন্যান্য জেলা থাকতে পারে সেটা প্রস্তাবিত বিষয়ের উপরে। এ বিষয়ে এখন পর্যন্ত নিষেধ করা হয়নি তবে আশা করা যাচ্ছে খুব দ্রুত নিশ্চিত হবে।

কুমিল্লা বিভাগে কোন কার্যালয় থাকবে

যদি কুমিল্লা বিভাগ হয় তাহলে এর আওতাধীন থাকবে ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী এবং কুমিল্লা। এ সকল জেলা নিয়েই কুমিল্লা বিভাগ গঠিত হতে পারে বলে জানা গিয়েছে ‌

এই ছিল ফরিদপুর এবং কুমিল্লা বিভাগ নিয়ে তথ্য। আগামী মাসের প্রথম সপ্তাহের দিকে প্রেমিকা বৈঠকে এই দুই নতুন বিভাগ নিয়ে আলোচনা করবে যেখানে প্রাথমিক সিদ্ধান্ত গৃহীত হতে পারে বলে জানা গিয়ে। এরকম সর্বশেষ আপডেট গুলো পেতে হলে আমাদের পত্রিকা পড়ুন নিয়মিত ভাবে।

আরোঃ ৪৭ তম বিসিএস প্রিলি

Jahid Hasan

জাহেদ হাসান পেশায় একজন প্রফেশনাল রাইটার। তিনি স্কলার্সমী নিউজের সাথে শুরু থেকেই কাজ করে যাচ্ছেন। বিশেষ করে তিনি এখানে, বিডি জবস এবং শিক্ষাঙ্গনের সব ধরনের নিউজ কাভার করে থাকেন, তিনি সকল নিউজ সততা যাচাই করে স্কলার্সমী নিউজে পাবলিশ করে থাকেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button