নেদারল্যান্ডস বনাম আমেরিকা লাইভ (NED vs USA) মার্কিন যুক্তরাষ্ট্র লাইভ ম্যাচ আজ রাত। ফিফা বিশ্বকাপ ২০২২ এর গ্রুপ পর্বের খেলা শেষ হয়ে গেল। এখন নকআউট পর্ব অর্থ্যাৎ শেষ ষোল এর খেলা। নকআউট পর্বের সময়সূচী অনুযায়ী আজ দুইটি ম্যাচ হবে। রাউন্ড অফ সিক্সটিন এর প্রথম ম্যাচে মুখোমুখি হবে নেদারল্যান্ডস বনাম যুক্তরাষ্ট্র। এখন ডু অর ডাই ম্যাচ প্রতিটি দলের জণ্য, হরলে বাড়ি ফিরবেন। আর জিতলে ঠিকে থাকবেন ফিফা বিশ্বকাপ ২০২২ এর ফাইনাল অব্দি যাবার জন্য।
আজ ৩ ডিসেম্বর ২০২২ রাউন্ড অফ সিক্সটিনের ১ম ম্যাচে মাঠে নামবে নেদারল্যান্ডস বনাম (USA) মার্কিনা যুক্তরাষ্ট্র। নেদারল্যান্ডস বনাম মার্কিনা যুক্তরাষ্ট্র পরিসংখ্যান এ দেখা যায় তিন বার ফাইনাল নেদারল্যান্ডস। আমেরিকা কি পারবে নেদারল্যান্ডস কে হারিয়ে কোয়ার্টার ফাইনালে যেতে? নেদারল্যান্ডস কে আবারও বিশ্বকাপ ফাইনালে যেতে পারবে? নেদারল্যান্ড গ্রুপ পর্বে কোন ম্যাচ হারে নি, শুধু একটি ম্যাচ ড্র করে ইকুয়েডরের সাথে। নেদারল্যান্ড একাদশ, হেড টু হেড ও লাইভ স্কোর নিয়ে থাকছে আজকের আর্টিকেল।
নেদারল্যান্ডস বনাম (USA) যুক্তরাষ্ট্র খেল কখন?
নেদারল্যান্ডস বনাম যুক্তরাষ্ট্ লাইভ ম্যাচটি আজ রাত বাংলাদেশ সময় রাত ৯ টায় হবে।
নেদারল্যান্ডস vs যুক্তরাষ্ট্র পরিসংখ্যান
- নেদারল্যান্ডস vs যুক্তরাষ্ট্র ফিফা বিশ্বকাপে এই প্রথম বারের মতন মুখোমুখি হবে।
- নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্র 5 বার মুখোমুখি হয়। ৫ ম্যাচের ৪ টিতে জয়লাভ করে ডাচরা।
- ফিফা বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে টানা তিন বার উঠার রেকর্ডের হাতছানি দিচ্ছে নেদারল্যান্ডসকে।
- ফিফা বিশ্বকাপ ২০১০, ২০১৪, ২০১৮ তে টানা তিনবার নজআউট পর্ব নিশ্চিত করে USA।
নেদারল্যান্ডস টানা ১৮টি ম্যাচে অপরাজিত।
বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের ইউরোপের দেশের বিপক্ষে যুক্তরাষ্ট্রের শেষ জয় পায় ২০০২ সালে। সে ম্যাচটি ছিল পর্তুগালের বিপক্ষে। এরপর যুক্তরাষ্ট্র ইউরোপীয় কোন দলের সাথে জিততে পারিনি। ইউরোপীয় দলের সাথে টানা ১১টি ম্যাচে যুক্তরাষ্ট্র জয়ের স্বাদ পায় নি।
নেদারল্যান্ডস বনাম যুক্তরাষ্ট্র বিশ্বকাপ আপডেট।
Fifa world Cup 2022 গ্রুপ পর্বের খেলা শেষ। এখন Knock out stage । নেদারল্যান্ডস গ্রুপ পর্বে কোন ম্যাচ হারেনি। তারা ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ান হয়। গ্রুপ স্টেজে নেদারল্যান্ডস ১-১ গোলে ইকুয়েডরের সাথে ড্র করেছিল। গ্রুপ রাউন্ডে নেদারল্যান্ডস ৫টি গোল করলেও ১টি গোল হজম করে।।
বি-গ্রুপে রানারআপ হয়ে নকআউট পর্ব যুক্তরাষ্ট্র। গ্রুপ পর্বে ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে রাউন্ড-১৬ তে নেদারল্যান্ডসের বিপক্ষে USA যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ফিফা বিশ্বকাপ ২০২২ এ গ্রুপ রাউন্ডে ১ টি ম্যাচ জিতে। আর অপর দুটি ড্র করে। মার্কিন যুক্তরাষ্ট্র মাত্র ১ টি গোল হজম করে। বিপক্ষের জালে বল জড়ায় ২টি।
নক আউট পর্ব কাতার বিশ্বকাপ সময়সূচী ২০২২: ফিফা বিশ্বকাপ রাউন্ড অফ ১৬ যারা খেলবে?
কিভাবে নেদারল্যান্ডস বনাম মার্কিনা যুক্তরাষ্ট্র লাইভ খেলা দেখবেন?
কিভাবে নেদারল্যান্ডস বনাম যুক্তরাষ্ট্রের লাইভ খেলা দেখবেন? বাংলাদেশে বিশ্বের বিভিন্ন দেশ ফিফা বিশ্বকাপ লাইভ টেলিকাস্ট করছে।
বাংলাদেশ | BTV, Gazi TV, T-Sports |
ভারত | Sports18, Sports18 HD, Sony TV Networks |
পাকিস্তান | ARY Digital Network |
নেপাল | Media Hub Private Limited |
ভারতীয় উপমহাদেশ | Sony Network |
সৌদি আরব | beIN Sports (TV & App) |
মোবাইলে ফিফা বিশ্বকাপ দেখার অ্যাপ।
মোবাইলে ফিফা বিশ্বকাপ লাইভ খেলা দেখার া্যাপ দেওয়া হল। আপনার নকআউট পর্বের সময়সূচী অনুযায়ী এ অ্যাপগুলোতে ফিফা বিশ্বকাপ লাইভ খেলা দেখতে পারবেন।
Hdstremz | Sportzfy | Dora tv | Football rocker app |
Yeacie arabic | Yallashoot | binge | velki |
Toffee | Yora football | lepto Sports | live net tv |
Bdplex | football TV hd | Bein sports | free hit |
মোবাইলে নেদারল্যান্ডস বনাম আমেরিকা লাইভ NED vs USA FIFA World Cup live
মোবাইখেলার লাইভ দেখার দেখা যায়। ভারতের দর্শকরা JioCinema মোবাইল এপে ফিফা বিশ্বকাপ লাইভ দেখতে পারবেন। প্লে স্টোর থেকে JioCinema অ্যাপ ডাউনলোড করুন। তারপর নেদারল্যান্ডস বনাম USA খেলাটি লাইভ দেখতে পারবেন।
FIFA World Cup 2022 Live: কতার বিশ্বকাপ লাইভ মোবাইলে দেখার নিয়ম ২০২২
টফি লাইভ অ্যাপে নেদারল্যান্ডস বনাম যুক্তরাষ্ট্র লাইভ ম্যাচ।
Toffe live এ Netherlands vs USA live খেলাটি দেখা যাবে। সেজন্য টফি অ্যাপটি গুগুল প্লে থেকে ডাউনলোড করুন। তারপর ওপেন করলে
এ রকম ফিফা লাইভ দেখতে পাবেন। এখানে ক্লিক করলেই নেদারল্যান্ডস বনাম যুক্তরাষ্ট্রের লাইভ খেলা দেখতে পারবেন।