মুক্তিযুদ্ধ বিষয়ক সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর ২০২৩

মুক্তিযুদ্ধ বিষয়ক সাধারণ জ্ঞান

মুক্তিযুদ্ধ বিষয়ক সাধারণ জ্ঞান: General knowledge is very very important in your students life . ছাত্র জীবন তথা চাকরি প্রত্যাশী ভাই ও বোনদের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক সাধারণ জ্ঞান জানা অত্যন্ত দরকার কেননা জীবনের প্রতিটি পদক্ষেপে এই সব বিষয়ে জানা দরকার । শিক্ষক নিয়োগ পরীক্ষা , শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য এই MCQ অত্যন্ত গুরুত্বপূর্ণ ।

মুক্তিযুদ্ধ বিষয়ক সাধারণ জ্ঞান ২০২৩:

১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে অনন্য ত্যাগ, অবদান ও বীরত্বপূর্ণ সাহসিকতার জন্যে ৬৭৬ জন মুক্তিযোদ্ধা বিভিন্ন খেতাবে ভূষিত হন । এর মধ্যে বীর শ্রেষ্ঠ ৭ জন ,৬৮ জন বীর উত্তম ,১৭৫ জন বীর বিক্রম ,৪২৬ জন বীর প্রতীক।

প্রশ্ন : মুক্তিযুদ্ধের সময় রনাংগনকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছে ?

উত্তর : ১১ টি সেক্টরে ভাগ করা হয়েছে।

প্রশ্ন : আনুষ্ঠানিক প্রশিক্ষণ প্রাপ্ত ,স্থানীয় প্রশিক্ষণ প্রাপ্ত ও প্রত্যক্ষ সাহায্যকারী সহ প্রায় কত লক্ষ মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন ?

উত্তর : ৩ লক্ষ মুক্তিযোদ্ধা।

আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেকোন শিক্ষক নিয়োগ পরীক্ষায় আস্তে পারে যেমন,‌‌

  • মুক্তিযুদ্ধে ১১ টি সেক্টরে কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন কয়জন?
  • উত্তর :১৫ জন সেক্টর কমান্ডার।
  • প্রশ্ন : কোন নম্বর সেক্টরে নির্দিষ্ট কোন কমান্ডার ছিলেন না ?
  • উত্তর : ১০ নং সেক্টরে নির্দিষ্ট কোন কমান্ডার ছিলেন না।
  • মুক্তিযুদ্ধের সময় ৩ জন সেক্টর কমান্ডারের নামানুসারে বিগ্ৰেড আকারে ৩ টি ফোর্স গঠন করা হয়।
  • মেজর জিয়াউর রহমান এর নামানুসারে যে” জেড ফোর্স”
  • মেজর খালেদ মোশাররফ এর নামানুসারে ” কে ফোর্স”
  • মেজর কে এমন শফি উল্লাহর নামানুসারে ” এস ফোর্স ।
  • মুক্তিযুদ্ধ পরিচালনার সুবিধার্থে তখন ১১ টি সেক্টরকে মোট ৬৫ টি সাব সেক্টরে ভাগ করা হয় ।
  • সামরিক ও বেসামরিক ৭৫ জন সাব সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।
  • মুক্তিযুদ্ধের সদর দপ্তর, সেক্টর, সাব সেক্টর সহ বিভিন্ন মুক্তিযোদ্ধা ক্যাম্পে অনধিক ২৫০ জন সামরিক , বেসামরিক অফিসার , রাজনৈতিক নেতা ও ছাত্র নেতা বিভিন্ন দায়িত্বে নিয়োজিত ছিলেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক সাধারণ জ্ঞান জানতে আমাদের সাথেই থাকবেন কেননা মুক্তিযুদ্ধের উপর অনেক পোষ্ট শেয়ার করেছি এবং আরো করব । মুক্তিযুদ্ধে বীর শ্রেষ্ঠদের নাম ও কয়জন বীর শ্রেষ্ঠ ,বীর উত্তম ,বীর বিক্রম ও বীর প্রতীক এগুলো অবশ্যই জানবেন কেননা এগুলো থেকে একটা প্রশ্ন must be থাকে ।

কয়েকজন বীর উত্তম এর নাম :

মোহাম্মদ আবদুর রব ……বীর উত্তম …. হবিগঞ্জ।

জিয়াউর রহমান….. বীর উত্তম ….. বগুড়া ।

জালাল উদ্দিন …… বীর উত্তম ……. বগুড়া।

হাবিবুর রহমান ……বীর উত্তম …….ব্রাক্ষণ বাড়িয়া ।

শহীদ আবু তালেব ……. বীর উত্তম…… কুষ্টিয়া।

মোহামদ আবু তাহের ……… বীর উত্তম…… নেত্রকোনা।

আবদুস সাত্তার ….. বীর উত্তম ……… বরিশাল।

শহীদ মোঃ শামসুজ্জামান……. বীর উত্তম …… কুমিল্লা।

শহীদ সালাহ উদ্দিন মমতাজ …… বীর উত্তম….. ফেনী।

শহীদ আনোয়ার হোসাইন….. বীর উত্তম …… চাঁদপুর।

শহীদ মইনুল হোসেন………. বীর উত্তম …….. কুমিল্লা।

শহীদ ফয়েজ আহাম্মদ….. বীর উত্তম ……. ফেনী ।

এছাড়াও আরো কয়েকজন বীর বিক্রম এর নাম আমি আপনাদের জানার স্বার্থে শেয়ার করলাম।

মো আবদুল হক ….. বীর বিক্রম ……. বরিশাল।

মোহাম্মদ ইদ্রিস খান ….. বীর বিক্রম …… মুন্সীগঞ্জ।

শহীদ আবুল কালাম ……. বীর বিক্রম ……. নোয়াখালী।

মো আবদুস ছাত্তার….. বীর বিক্রম ……. নোয়াখালী।

শহীদ সিরাজুল ইসলাম…… বীর বিক্রম …… নোয়াখালী।

মো : তৌহিদ উল্লাহ……. বীর বিক্রম …….. কুমিল্লা।

মো আবদুল হাকিম……. বীর বিক্রম….. নোয়াখালী।

মো নুরুল হক …. বীর বিক্রম ……….. যশোর ।

এম এ মান্নান …….. বীর বিক্রম….. ব্রাক্ষণ বাড়িয়া।

মো : ইব্রাহিম….. বীর বিক্রম …… নোয়াখালী।

এছাড়াও আরো অনেক জনের নাম রয়েছে যাদের ত্যাগের বিনিময়ে আমাদের অর্জিত স্বাধীনতা । অনেক জনের নাম দিয়েছি এবং বীর শ্রেষ্ঠ সাতজন এই বীর শ্রেষ্ট সাতজনের নাম অবশ্যই মুখস্থ করবেন এছাড়া বীর বিক্রম বীর প্রতীক সবার সম্পর্কে জানা অত্যন্ত দরকার জানা থাকলে যেকোন নিয়োগ পরীক্ষায় আসলে অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবেন ।

কয়েকজন বীর প্রতীকের নাম । হঠাৎ এই সব বিষয়ে MCQ থাকতে পারে যেকোন শিক্ষক নিয়োগ পরীক্ষা , শিক্ষক নিবন্ধন পরীক্ষা , এছাড়াও এই সব প্রশ্ন থেকে বিসিএস পরীক্ষায় ও আস্তে পারে।

মো : সামসুল হক ….. বীর প্রতীক ….. রাজশাহী।

সেলিম আকবর …… বীর প্রতীক ….. ঢাকা ।

মোহাম্মদ সৈয়দ খান …… বীর প্রতীক …… দিনাজপুর।

মো : আবদুল হামিদ খান……. বীর প্রতীক…. বরিশাল।

আবুল কালাম ……. বীর প্রতীক …….. কুমিল্লা।

ওয়াকার হাসান……. বীর প্রতীক …….. ঢাকা।

এম এ জব্বার ……… বীর প্রতীক …… কিশোরগঞ্জ।

শামসুল হক ……. বীর প্রতীক…… চাঁদপুর।

ওয়াজেদ আলী মিয়া ….. বীর প্রতীক…… মাদারীপুর।

মো শহীদ উল্লাহ…… বীর প্রতীক ….. ব্রাক্ষন বাড়িয়া ।

বশীর আহমেদ …… বীর প্রতীক…… ফেণী ।

আব্দুল রাজ্জাক…… বীর প্রতীক….. নোয়াখালী।

আবুল কালাম ……. বীর প্রতীক ……. নোয়াখালী।

আমি মাত্র কয়েকজন বীর প্রতীক ,বীর বিক্রম ,বীর উত্তম এর নাম দিলাম আপনাদের জানার স্বার্থে এগুলো থেকে অবশ্যই একটি দুটি প্রশ্ন আসবে পড়লে অবশ্যই পারবেন পরিশ্রমের ফল কখনও বৃথা যায়না । আমাদের ব্লগে ইতোমধ্যে সাধারণ জ্ঞান সাম্প্রতিক বিষয়াদি ইত্যাদি বিভিন্ন বিষয়ে শেয়ার করা হয়েছে আপনারা চাইলে শেয়ার করতে পারবেন।

সাধারণ জ্ঞান

বাংলা ভাষা ও সাহিত্য সাধারণ জ্ঞান নিয়োগ পরীক্ষার প্রস্তুতি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে সাধারন জ্ঞান 

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান

বিশ্বকাপ ফুটবল নিয়ে সাধারণ জ্ঞান

নিয়োগ পরীক্ষার প্রস্তুতি বাংলা বিষয়ক সাধারণ জ্ঞান

চাকরির পরীক্ষার জন্য সহায়ক গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান

Share This Article
সাহেদা জান্নাত পেশায় একজন প্রফেশনাল বুক রাইটার। তিনি স্কলার্সমী নিউজের সাথে শুরু থেকেই কাজ করে যাচ্ছেন। বিশেষ করে তিনি এখানে শিক্ষক নিবন্ধন, বিডি জবস এবং শিক্ষাঙ্গনের সব ধরনের নিউজ কাভার করে থাকেন, তিনি সকল নিউজ সততা যাচাই করে ScholarsMe নিউজে প্রকাশিত করে থাকেন।
Exit mobile version