এমপিওভুক্ত শিক্ষকরাও বদলি হতে পারবেন আমরা সবাই জানি শিক্ষকরা হচ্ছেন জাতি গড়ার কারিগর। শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম আমারা ও আমাদের প্রজন্মরা পাচ্ছে নতুন পথের সন্ধান। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আজ আমাদের এই দেশে বেশির ভাগ শিক্ষকরা কোন মতে জীবন যাপন করছেন। তবে একটি বিষয় হয়তো ২০২৪ নিয়ে আসবে আমাদের শিক্ষকদের জন্য নতুন সুখবর সুখী ও সমৃদ্ধ পূর্ন জীবন। আমরা সবাই আশাবাদী আমাদের শিক্ষকদের নতুন এই সুখবর এর জন্য।
- এমপিওভুক্ত শিক্ষকরাও শুধু সমপদে পারস্পরিক বদলি হতে পারবেন।
- চাকরির ২ বছর পূর্ন হওয়ার পর এমপিওভুক্ত শিক্ষকদের বদলির সুযোগ মিলবে
- চাকরিজীবনে কেবল একবারই বদলি হওয়া যাবে।
- নিজ জেলায় বদলির আবেদন করা যাবে অন্য জেলায় বদলির আবেদন করা যাবে না
এমপিওভুক্ত শিক্ষকদের পারস্পরিক বদলির নীতিমালা ২০২৪ এ উপরিউক্ত নীতিমালার বিধান রয়েছে আর এই নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। গত ৩১ জুলাই নীতিমালায় স্বাক্ষর করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান।
এমপিওভুক্ত শিক্ষকদের দীর্ঘদিনের দাবি অনুযায়ী সরকার তাদের এ দাবি মেনে নিয়ে শিক্ষকদের বদলির নীতিমালা করছেন এবং শিক্ষকরা তাদের পারস্পরিক বদলি হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকদের বদলির নীতিমালা প্রনয়ন করা হলে শিক্ষকদের অনেক উপকার হবে নিজ নিজ জেলায় থেকে এবং পরিবার পরিজন এর সাথে থেকে চাকরি করতে পারবেন এটা অত্যন্ত সুখের খবর আমাদের শিক্ষকদের জন্য আমদের ব্লগের পক্ষ থেকে এই কামনা করি।