এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধির দাবি নিয়ে কর্ম বিরতি

বর্তমানে এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধি নিয়ে চলছে মানববন্ধন এবং বিভিন্ন ধরনের কর্মসূচি গুলো। জানিয়েছেন তাদের দাবি গুলো মানা না হলে সম্পূর্ণ কর্ম বিরতি ঘোষণা দিবেন। এই কর্মবিরতি মাধ্যমে তারা ‌ তাদের কর্মসূচি কি আরো শক্তিশালী করতেছে।

বাংলাদেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে প্রায় ৫০ হাজারের বেশি। আর এই সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নিযুক্ত রয়েছে কয়েক লক্ষ শিক্ষক,‌ কর্মকর্তা এবং কর্মচারীরা। যারা সরাসরি এই সকল প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন এবং নিযুক্ত রয়েছেন।

সাম্প্রতিক সময়ে তাদের বাড়ি ভাড়া বৃদ্ধি, চিকিৎসার ভাতা বৃদ্ধি এবং উৎসব ভাতাসহ‌ আরো অন্যান্য দাবিগুলো তারা উপস্থাপন করে আসছে। এই দাবি চলমান থাকবে যতক্ষণ না পর্যন্ত তারা মেনে না নেবে বা সংশ্লিষ্ট বিষয়ে সমঝোতায় না আসবে।

গত ১২ অক্টোবর শিক্ষকরা ঢাকায় আসতে শুরু করেছেন। ঐ দিনেই প্রেসক্লাবের সামনে তারা তাদের দাবিগুলো উপস্থাপন করেন। আর এই দাবিগুলো উপস্থাপন করার চেষ্টা করলে ওইদিন কর্তৃপক্ষ থেকে কোন কিছু বলা হয়নি। এরপর ১৩ অক্টোবর তারা মানববন্ধন কর্মসূচি গ্রহণ করেন এবং আংশিক কর্ম বিরতি দেন।

কিন্তু ওই সময় কর্মসূচিকে ছত্র ভঙ্গ করে দিতে চায় প্রশাসন। এ সময় কয়েকজন শিক্ষক আহত হন এবং হাসপাতালে ভর্তি হন। এ বিষয় নিয়ে প্রচুর সমালোচনা এবং আলোচনা হয়। তবে যদি অক্টোবর থেকে তারা পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নিবেন বলে জানিয়েছেন।

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া

তাদের এই দাবিটি শুধুমাত্র বাড়ি ভাড়া নিয়ে নয়, ‌ চিকিৎসা ভাতা বৃদ্ধি করতে হবে, উৎসব ভাতা বৃদ্ধি করতে হবে। এছাড়াও আর কিছু দাবি রয়েছে সেগুলো তাদের পূরণের জন্য সোচ্চার হচ্ছেন।

তাদের অন্যতম আর একটি দাবি হচ্ছে সকল শিক্ষকদের জাতীয়করণ করা এবং কলেজ ভুক্ত শিক্ষকদের বদলি পদ্ধতি করা। এই সকল দাবি পূরণ হলেই তারা ফিরে যাবে ঘরে। ইতিমধ্যে অনেকেই রাতে রাস্তায় অবস্থান করেছেন।

তাদের দাবি হচ্ছে বাড়ি ভাড়া ভাতা ২০ শতাংশ করতে হবে, ‌চিকিৎসা ভাতা ১৫০০ টাকা দেওয়া লাগবে, ‌ উৎসব ভাতা ৭০ শতাংশ করতে হবে। তাহলেই তাদের দাবি আদায় হবে এবং ঘরে ফিরে যাবে। কিন্তু এই দাবি মেনে নেওয়া হবে কিনা সে বিষয় নিয়েও কোন ধরনের কথা বলিনি কর্তৃপক্ষ করা।

শিক্ষকরা বলেন তাদের এই দাবি হচ্ছে ন্যায় সঙ্গত দাবি। আরো জানান শিক্ষকরা হচ্ছে জাতি গড়ার কারিগর। শিক্ষক বাঁচলে বাচবে দেশ। তাই এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধি সহ সকল দাবি আমাদের জন্যই এই মানববন্ধন করছেন।

আরোঃ জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব মোঃ এহসানুল হক

Jahid Hasan

জাহেদ হাসান পেশায় একজন প্রফেশনাল রাইটার। তিনি স্কলার্সমী নিউজের সাথে শুরু থেকেই কাজ করে যাচ্ছেন। বিশেষ করে তিনি এখানে, বিডি জবস এবং শিক্ষাঙ্গনের সব ধরনের নিউজ কাভার করে থাকেন, তিনি সকল নিউজ সততা যাচাই করে স্কলার্সমী নিউজে পাবলিশ করে থাকেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button