এমপিওভুক্ত শিক্ষকগনের শতভাগ ঈদ বোনাস পেতে বাধা ২০২৩

এমপিওভুক্ত শিক্ষকদের শতভাগ ঈদ বোনাস পেতে বাধা!! এমপিও ভুক্ত শিক্ষকদের শতভাগ ঈদ বোনাস হয় না আসলেই এটা দুঃখ জনক। বাংলাদেশের প্রায় ৯৫ ভাগ শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্ত পৃথিবীর আর কোন দেশে তা নেই। আজকে আমি শেয়ার করলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পোস্ট এমপিও ভুক্ত শিক্ষকদের শতভাগ ঈদ বোনাস হয়না এই বিষয় নিয়ে।

এমপিও ভুক্ত শিক্ষকদের ঈদ বোনাস:

এমপিওভুক্ত শিক্ষকদের শতভাগ ঈদ বোনাস কেন হয়না শিক্ষকরা তো জাতি গড়ার কারিগর উনাদের অক্লান্ত পরিশ্রম জাতি লিখতে শিখে পড়তে শিখে জীবন গড়তে পারে । কেবলমাত্র বাংলাদেশে সরকারি চাকরিজীবীদের শতভাগ ঈদ বোনাস, প্রাইভেট স্কুলে শতভাগ ঈদ বোনাস,এমনকি গার্মেন্টে ও শতভাগ ঈদ বোনাস আরো বিভিন্ন খাতে কিন্তু এমপিও ভুক্ত শিক্ষকদের শতভাগ ঈদ বোনাস হয়না ।

এমপিওভুক্ত শিক্ষকদের শতভাগ ঈদ বোনাস কি হবে ?

২০০৫ সালে এমপিও ভুক্ত শিক্ষকদের চিকিৎসা ভাতা ৫০০ টাকা

শিক্ষাভাতা ১০০০ টাকা এবং উৎসব ভাতা ২৫% সে সময়ে বাংলাদেশের বাজেট ছিল 61 হাজার কোটি টাকা মাত্র সেই সময়ে চিকিৎসা ভাতা যদি 500 টাকা , শিক্ষা ভাতা যদি 1000 টাকা এবং উৎসব ভাতা যদি 25% হয় আজ 19 বছর পর গিয়েও এক রকম রয়েছে এই সব ভাতা অথচ বাজেট এখনকার 7 লক্ষ 64 হাজার কোটি টাকা ।অথচ শিক্ষা ভাতা , চিকিৎসা ভাতা উৎসব ভাতা আজ ও রয়ে গেছে । আমরাও চাই সকল সরকারী চাকরিজীবিদের মতো আমাদের এমপিও ভুক্ত শিক্ষকদের ও উৎসব ভাতা , চিকিৎসা ভাতা, শিক্ষা ভাতা বৃদ্ধি হোক আমাদের এমপিও ভুক্ত অনেক শিক্ষক আছেন বড় পরিবার নিয়ে থাকেন এমনকি অনেকেই অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে বহুদূরে স্কুলে গিয়ে চাকরি করেন তাই সকল এমপিও ভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বৃদ্ধি হোক এই কামনা আমাদের পক্ষ থেকে।

আমাদের ব্লগে ইতোমধ্যে অনেক বিষয়ের উপর শেয়ার রয়েছে যেমন:

প্রিয় পাঠক আজ আমি এমপিও ভুক্ত শিক্ষকদের শতভাগ উৎসব ভাতা নিয়ে পোষ্ট শেয়ার করলাম এছাড়াও আমাদের ব্লগে ইতোমধ্যে পেনশন সংক্রান্ত যাবতীয় তথ্য শেয়ার করা হয়েছে এবং পেনশন হিসাব ইত্যাদি শেয়ার করা হয়েছে ।যদি এই পোস্ট টি তে কোন ভূল থাকে তাহলে কমেন্টে জানাবেন।

Share This Article
সাহেদা জান্নাত পেশায় একজন প্রফেশনাল বুক রাইটার। তিনি স্কলার্সমী নিউজের সাথে শুরু থেকেই কাজ করে যাচ্ছেন। বিশেষ করে তিনি এখানে শিক্ষক নিবন্ধন, বিডি জবস এবং শিক্ষাঙ্গনের সব ধরনের নিউজ কাভার করে থাকেন, তিনি সকল নিউজ সততা যাচাই করে ScholarsMe নিউজে প্রকাশিত করে থাকেন।
Exit mobile version