এমপিওভুক্ত হচ্ছেন ৩৫৪৯ জন শিক্ষক ও কর্মচারী | এমপিও নীতিমালা ২০২২

সাহেদা জান্নাত
এমপিও নীতিমালা

নতুন এমপিও নীতিমালা ২০২২ এ আবারো এমপিওভুক্ত হচ্ছেন ৩৫৪৯ জন শিক্ষক ও কর্মচারী। শিক্ষকরাই হচ্ছেন আমাদের অতি সম্মানিত একজন person, যাদের দ্ধারা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আলোর পথের সন্ধান পায়। তাদের অক্লান্ত পরিশ্রম আমাদের জীবন চলার পথকে আরো সুগম করে দেয়,আজ শিক্ষক ও কর্মচারীদের যেকোন ভালো খবর আমাদের জন্য ও সুখবর ।

এমপিও নীতিমালা ২০২২ (mpo nitimala)

বিভিন্ন স্কুল কলেজে নতুন নিয়োগ পাওয়া তিন হাজার ৫৪৯ জন শিক্ষক কর্মচারী কে এমপিও ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এমপিও কমিটি।

  • আরো ৮০৪ জন স্কুল শিক্ষক কে বিএড স্কেল দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
  • ৩ হাজার ১১৩ জন স্কুল শিক্ষক কে উচ্চতর স্কেল দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
  • কলেজের ৪৩৬ জন শিক্ষক কর্মচারী কে উচ্চতর স্কেল দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

নতুন এমপিও ভুক্তির সিদ্ধান্ত নেয়া হয়েছে শিক্ষা ভবনে অবস্থিত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এমপিও কমিটির সভায়।ঐ সভায় কর্মকর্তারা সশরীরে উপস্থিত ছিলেন।সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নেহাল আহমেদ।

বিভিন্ন অঞ্চলের এমপিও ভুক্তি শিক্ষক কর্মচারীদের সংখ্যা আজ শেয়ার করলাম আপনাদের সামনে। সভায় অংশ নেয়া কর্মকর্তা জানান ,স্কুলের তিন হাজার ১১৩ জন শিক্ষক কর্মচারীদের মধ্যে,

এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী সিলেট অঞ্চলের ১৭০জন

  • এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী রংপুর অঞ্চলের…….. ৬৮০ জন।
  • ময়মনসিংহ অঞ্চলের এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারী………..৩৩৭ জন।
  • রাজশাহী অঞ্চলের ……২৫৯ জন।
  • খুলনা অঞ্চলের …….৫২০ জন।
  • ঢাকা অঞ্চলের ……….২৭৫ জন।
  • কুমিল্লায় …………..২৩৪ জন।
  • চট্রগ্রাম অঞ্চলের ……..৩৬৪ জন।
  • বরিশাল অঞ্চলের ………..২৭৪ জন।

এমপিওভুক্ত হচ্ছেন ৩৫৪৯ জন শিক্ষক ও কর্মচারী:

কলেজের এমপিওভুক্তি শিক্ষক কর্মচারীদের মধ্যে :

  • ।। সিলেট ০৫ জন শিক্ষক কর্মচারী এমপিওভুক্তির সিদ্ধান্ত নেয়া হয়েছে।
  • বরিশালের……………….২৭ জন।
  • চট্রগ্ৰামে ……………১৭ জন।
  • কুমিল্লায়……………২৯ জন।
  • এমপিওভুক্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে ঢাকায় …….৪৬ জন।
  • খুলনায়……….৬৪ জন।
  • ময়মনসিংহ এ ………….৪৮ জন।
  • রাজশাহীতে ……………..১৩৯ জন।
  • রংপুরে ………৬১ জনকে এমপিওভুক্তির সিদ্ধান্ত নেয়া হয়েছে।

নিয়োগ পাওয়া প্রতিষ্ঠান প্রধানরা এবং শিক্ষক কর্মচারীগন এমপিওভুক্তির জন্য অনলাইনে আবেদন করছেন , শিক্ষক কর্মচারীদের এমপিওভুক্তির কাজ চলছে।

এমপিওভুক্ত শিক্ষকদের বেতন কত?

প্রায় দশ হাজার শিক্ষক কর্মচারী উচ্চতর স্কেল পাচ্ছেন।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এমপিও কমিটি নয় হাজার ৯১২ জনকে শিক্ষক কর্মচারীকে উচ্চতর গ্ৰেড দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।এদের মধ্যে স্কুলের আট হাজার ২০৪ জন এবং কলেজ এর এক হাজার ৭০৮ জনকে উচ্চতর গ্ৰেড দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে

উচ্চতর গ্ৰেড পাওয়া স্কুলের আট হাজার ২০৪ জন শিক্ষক কর্মচারীদের মধ্যে:

  • সিলেটে …………….৪৭৭ জন।
  • ময়মনসিংহ অঞ্চলের ……১ হাজার ১৭৫ জন।
  • রাজশাহী অঞ্চলের …………১ হাজার ৩৩১ জন।
  • রংপুরে ………….৮ জন।
  • খুলনা অঞ্চলের ……….৬৫২ জন।
  • পাকা অঞ্চলের………১ হাজার ২৫৪ জন।
  • কুমিল্লায় ১ হাজার ৪৯৯ জনকে উচ্চতর গ্ৰেড দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
  • চট্রগ্রাম অঞ্চলের …….১ হাজার ৭৭৮ জন।
  • বরিশাল অঞ্চলের ………৩০ জন।

এমপিওভুক্ত শিক্ষকদের পেনশন হিসাব ২০২২| বেসরকারি শিক্ষক অবসর ভাতা কত?

অপরদিকে উচ্চতর গ্ৰেড পাওয়া কলেজের ১ হাজার ৭০৮ জন শিক্ষক কর্মচারীদের মধ্যে, সিলেট অঞ্চলের ১৭ জন, রংপুর অঞ্চলের ৩৯৬ জন, রাজশাহী অঞ্চলের ৫৩৩ জন ময়মনসিংহ অঞ্চলের ২১০ জন, খুলনা অঞ্চলের ২৪৬ জন,ঢাকা অঞ্চলের ১৬৫ জন , কুমিল্লায় ১০৪ জন , চট্রগ্রাম এর ৬৫ জন , বরিশাল অঞ্চলের ৭২ জন শিক্ষক কর্মচারী এমপিওভুক্তির সিদ্ধান্ত নেয়া হয়েছে

৮০৪ জন শিক্ষক পাচ্ছেন বি এড স্কেল।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এমপিও কমিটি আটশত চারজনকে বিএড স্কেল দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

৮০৪ জন শিক্ষক কর্মচারীদের মধ্যে,

  • সিলেট অঞ্চলের ৯৩ জন শিক্ষক কে বিএড স্কেল দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
  • রংপুর অঞ্চলের ……৮৫ জন শিক্ষক কর্মচারী।
  • রাজশাহী অঞ্চলের ……৬৯ জন শিক্ষক কর্মচারী।
  • ময়মনসিংহ অঞ্চলের …..১০২ জন শিক্ষক কর্মচারী।
  • খুলনা অঞ্চলের ……১২৮ জন।
  • ঢাকা অঞ্চলের…..৮৭ জন ।
  • কুমিল্লায় অঞ্চলের……৭৬ জন।
  • চট্টগ্রামে …………৮৭ জন।
  • বরিশাল অঞ্চলের …..৭৭ জন শিক্ষক কর্মচারী কে বিএড স্কেল দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এইছিল শিক্ষক কর্মচারী দের এমপিও ভুক্তির তালিকা অর্থাৎ কোন অঞ্চলের কতজন শিক্ষক কর্মচারী উচ্চতর স্কেল পাচ্ছেন এবং বিএড স্কেল পাচ্ছেন।আমরা চাই আমাদের শিক্ষকরা সবাই একদিন এরকম স্কেল পান তাদের এই অক্লান্ত পরিশ্রম এর ফল‌ যেন মিষ্টি হোক। এই আশা করি All time ,জাতি গড়ার কারিগরাই যেন উন্নত জীবন যাপন করতে পারে।

এমপিও নীতিমালা ২০২২: এমপিওভুক্ত শিক্ষা ব্যবস্থার পরিবর্তন ও নতুন পরিপত্র জারি

Share This Article
সাহেদা জান্নাত পেশায় একজন প্রফেশনাল বুক রাইটার। তিনি স্কলার্সমী নিউজের সাথে শুরু থেকেই কাজ করে যাচ্ছেন। বিশেষ করে তিনি এখানে শিক্ষক নিবন্ধন, বিডি জবস এবং শিক্ষাঙ্গনের সব ধরনের নিউজ কাভার করে থাকেন, তিনি সকল নিউজ সততা যাচাই করে ScholarsMe নিউজে প্রকাশিত করে থাকেন।