মানবতার দেয়াল এখন মৌলভীবাজারে গড়ে উঠুক প্রতি জেলায়

মানবতার দেয়াল গড়ে উঠেছে মৌলভীবাজারে এবং এই পোস্টটিতে প্রথমেই আশা করি প্রতি জেলায় উপজেলায় মানবতার দেয়াল নামক মহৎ কাজ শুরু হোক। মৌলভীবাজার জেলার চারটি বিদ্যালয় ও কলেজে শিক্ষার্থীদের উদ্যোগে গড়ে উঠেছে ” মানবতার দেয়াল”। আর এই মানবতার দেয়াল নামক উদ্যোগ নেওয়ার কারনে হয়তো কাটবে বৈষম্য সৃষ্টি হবে এক নতুন বন্ধন। কেননা সমাজের বিত্তবান ও সমাজের অসহায় দরিদ্র মানুষের মধ্যে রয়েছে এক ফারাক এই ফারাক দূর করতে মানবতার দেয়াল নামক এই মহৎ উদ্যোগটি।

মানবতার দেয়াল নামক এই মহৎ কাজের পেছনে রয়েছে এক মহৎ উদ্দেশ্য কেননা এই কাজের মাধ্যমে বিত্তবান ও অসহায় দরিদ্র মানুষের মধ্যে এক সেতু বন্ধন তৈরি হবে এই কাজটি হলো সমাজের বিত্তবানদের কাছ থেকে প্রয়োজনীয় পোশাক জামা কাপড় ইত্যাদি নিয়ে মানবতার দেয়াল এ রাখা হবে এবং প্রয়োজনে নিয়ে যাবে যাদের দরকার।

মানবতার দেয়াল নামক এই মহৎ উদ্যোগটি দেখা যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন স্থানে এই মানবতার দেয়াল তৈরি হলে সমাজের ছিন্ন মুল মানুষের অনেক উপকার হবে এই কাজটি ছড়িয়ে পুড়ুক বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জেলা উপজেলায়। এই প্রকল্পের কাজ করছে মৌলভীবাজারে বিভিন্ন শিক্ষার্থী তারা বিভিন্ন বাড়ি গিয়ে ভালো ভালো জামা কাপড় আনছে এবং তা ঝুলিয়ে রাখতে মানবতার দেয়ালে এবং বিনামূল্যে তা অসহায় মানুষ সংগ্ৰহ করতে পারবে। সাম্প্রতিক মৌলভীবাজারে চারটি স্কুল এবং কলেজে এই কাজ চলমান করছে আশা করা যায় বাংলাদেশের প্রতিটি অঞ্চলে এটা চালু হোক। এই কাজে ইতিবাচক সাড়া পাচ্ছেন শিক্ষার্থীরা।

মানবতার দেয়াল গড়ে উঠুক বাংলাদেশের প্রতিটি জেলায় উপজেলায় তাহলে দূর হবে অসহায় দরিদ্র মানুষের কষ্ট বৃদ্ধি হবে সম্প্রীতি এবং ধনী দরিদ্রের মধ্যে এক নতুন বন্ধন তৈরি হবে এই কামনা আমাদের ব্লগের পক্ষ থেকে।

আরোও পড়ুন: নিরবতা ভাঙলেন শাকিব খান এবং সুখবর পেলেন বুবলি

Share This Article
সাহেদা জান্নাত পেশায় একজন প্রফেশনাল বুক রাইটার। তিনি স্কলার্সমী নিউজের সাথে শুরু থেকেই কাজ করে যাচ্ছেন। বিশেষ করে তিনি এখানে শিক্ষক নিবন্ধন, বিডি জবস এবং শিক্ষাঙ্গনের সব ধরনের নিউজ কাভার করে থাকেন, তিনি সকল নিউজ সততা যাচাই করে ScholarsMe নিউজে প্রকাশিত করে থাকেন।
Exit mobile version