মন মাঝি খবরদার লিরিক্স ভিডিও

যারা বাংলা গান ভালবাসেন তারা অনেকেই একটি গান এখন বেশি শুনে। বিশেষ করে তারা মন মাঝি খবরদার লিরিক্স বেশি খুঁজতেছেন। কেননা এই গানটি সাম্প্রতিক সময়ে বেশি ভাইরাল হয়েছে আর মানুষজন বেশি এই গানটি শুনতেছেন। ইউটিউবেও এই গানটি রয়েছে প্রচুর ট্রেডিং এ। আজকে আমরা এই গান নিয়েই আলোচনা করব।

এখন আমরা এই লিরিক্স আপনাদের সামনে তুলে ধরব। এখানে শুধুমাত্র দেওয়া রয়েছে লিরিক্স। গানটির সুর এবং বাদ্যযন্ত্রের শব্দগুলো ইউটিউব দেখে দেখে দিতে পারেন। সেখানে শুধু মিউজিক দেওয়া রয়েছে আবার আলাদা আলাদা ভাবে গাল দেওয়া রয়েছে। নিচে আমরা এই লিরিক্স আপনাদেরকে শুদ্ধভাবে এবং সঠিক উচ্চারণে দেই।

মন মাঝি খবরদার
আমার তরী যেনো ভেড়ে না
আমার নৌকা যেনো ডুবে না
মন মাঝি খবরদার….

সাড়ে তিন হাত নৌকার খাঁচা
মন মাঝিরে ঘন ঘন জোড়া..
সাড়ে তিন হাত নৌকার খাঁচা

মন মাঝিরে ঘন ঘন জোড়া…
সেই নৌকা খান বাইতে আমরণ
মন মাঝিরে হাড় হইলো গুড়া রে।
মন মাঝি খবরদার
আমার তরী যেনো ভেড়ে না
আমার নৌকা যেনো ডুবে না
মন মাঝি খবরদার….

মাস্তুলে উঠিয়ারে মাঝি মন মাঝি রে
এদিক-ওদিক চায়…
মাস্তুলে উঠিয়ারে মাঝি মন মাঝি রে
এদিক-ওদিক চায়..

পেছন ফিরা চাইয়া দেখো রে
মন মাঝি রে বেলা ডুইবা যায় ও’রে…
মন মাঝি খবরদার
আমার তরী যেনো ভেড়ে না
আমার নৌকা যেনো ডুবে না
মন মাঝি খবরদার….

মন মাঝি খবরদার লিরিক্স ভিডিও

এই গানটি মূলত তৈরি করা হয়েছে নদী এবং সমুদ্রকে কেন্দ্র করে। এখানে আক্ষরিক অর্থে নদী এবং সমুদ্রকে কেন্দ্র করে লেখা হলো এখানে গভীর ভাবার্থ রয়েছে। এখানে নৌকা পারে না ভিড়াতে অনুরোধ করা হয়েছে আবার সে নৌকা যেন ডুবে না যায় সে বিষয়টিও বলা হয়েছে।

মাধ্যমে বোঝানো হয়েছে যে নৌকাকে মন হিসেবে ধরা হয়েছে। তাতে করে মন যেন ফেরত না দেয় আবার সেটি যেন ভেঙে না দেয়। যাতে করে সকল কিছু ঠিক থাকে এবং মনের মানুষকে পায়। এখানে ইসলামিক অর্থ বেশ কিছু তথ্য ধরা হয়েছে। যেমন এখানে সাড়ে তিন হাত নৌকার হিসাব ধরা হয়েছে। যেটাকে বুঝানো হয় ইসলামিক অর্থে কবর। অর্থাৎ এখানে দুটি বিষয়কে ইঙ্গিত করেছে। তবে লেখক বা গীতিকার কোন অর্থে এখানে ব্যবহার করা হয়েছে তা বোঝা মুশকিল।

তবে এখানে সমুদ্র কেন্দ্রিক বিশালতার মাঝে ছোট নৌকার কথা উল্লেখ করা হয়েছে তা অনেক ভাবার্থ। অনেক গভীরতার প্রমাণ দেয়। সমুদ্রকে কেন্দ্র করে অনেকেই নানা ধরনের কবিতা এবং গল্প লিখেছেন। সমুদ্রকে নিয়ে ক্যাপশন লিখেন‌ অনেকেই। বর্তমান সময়ের বিভিন্ন গান, কবিতা এবং অন্যান্য শান্তির মধ্যে বেশি জনপ্রিয়তা পেয়েছে এই গানের লিরিক্স ও সুর। কারণ ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত সবার মুখে এখন এই গান। নাকি এটি শুনে থাকে।

বিশেষ করে বর্তমান সময় যদি কোন গান ভাইরাল হয় তার সবার মাঝে বেশি শোনা যায়। এই গানটি বেশ কয়েক মাস ধরে ভাইরাল হয়েছে এখন পর্যন্ত ইউটিউব এবং ফেসবুকসহ টিকটকে প্রচুর পরিমাণে মানুষ দেখতেছে এবং শুনতেছে। আপনিও চাইলে গুগলে কিংবা ইউটিউবে সার্চ করতে পারেন মন মাঝি খবরদার লিরিক্স লিখে। সেখান থেকে আপনি দেখতে পারেন এই গানটি এবং শুনে নিতে পারেন।

Jahid Hasan

জাহেদ হাসান পেশায় একজন প্রফেশনাল রাইটার। তিনি স্কলার্সমী নিউজের সাথে শুরু থেকেই কাজ করে যাচ্ছেন। বিশেষ করে তিনি এখানে, বিডি জবস এবং শিক্ষাঙ্গনের সব ধরনের নিউজ কাভার করে থাকেন, তিনি সকল নিউজ সততা যাচাই করে স্কলার্সমী নিউজে পাবলিশ করে থাকেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button