মোবাইলে ইন্টারনেট চালু করার পদ্ধতি

যারা এন্ড্রয়েড মোবাইল কিনেছেন তারা অনেকেই মোবাইলে ইন্টারনেট চালু করতে হয় কিভাবে বিষয়টি জানেনা। আবার অনেকে জানলে বিশেষ করে যারা নতুন মোবাইল কিনে তাদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি হয়। যদি আপনি এই আর্টিকেল পড়েন তাহলে সহজেই নিজেই ইন্টারনেট কানেকশন দিতে পারবেন।

নতুন ‌মোবাইলে ইন্টারনেট কানেকশন দাও

যারা অ্যান্ড্রয়েড মোবাইলে ব্যবহার করেন বিশেষ করে নতুন মোবাইল কেনা হয়ে থাকে। কিংবা রিসেট দেওয়া হয় মোবাইলটি তারপর আবার নতুনের মত চালু হয়। এখন ইন্টারনেট কানেকশন দেওয়া বেশি জটিল হয়ে প্র Bar এ দেখতে পারবেন ডাটা কানেকশন নামের একটা অপশন। এখানে চাপ দিয়ে ধরে সরাসরি ঢুকতে পারবেন ইন্টারনেট কানেকশনে।

এই অপশনটিতে ঢুকে প্রথমে নির্বাচন করতে হবে যে আপনার কোন মোবাইল অপারেটরের সিম চালাতে চাচ্ছেন। এই সিম সিলেকশন করতে হবে। হ্যাঁ অবশ্যই ওই সিমে ইন্টারনেট ডাটা প্যাক কিনতে থাকতে হবে। আর আপনি যে এরিয়াতে আছেন এটা নিশ্চিত হঞ্চে সেই এরিয়াতে পর্যাপ্ত পরিমাণে নেটওয়ার্ক আছে কিনা।

এরপর ডাটা কানেকশন দিলে ইন্টারনেট কানেকশন হয়ে যাবে। এভাবেই মূলত মোবাইলে ইন্টারনেট চালু করতে হয়। এখন আমরা আরো বেশ কিছু নতুন পদ্ধতি সম্পর্কে জানব যা আপনাদের অনেকের অজানা রয়েছে।

মোবাইলে ইন্টারনেট চালু করার পদ্ধতি

উপরের এই নিয়মেই আপনারা ইন্টারনেট চালু করতে পারবেন। এছাড়াও যদি উপরে নিয়মে ইন্টারনেট না চালু হয় তাহলে সে ক্ষেত্রে আপনার বেশি কিছু নতুন পদক্ষেপ গ্রহণ করতে হবে। ‌ যেমন অনেক সময় Mobile Apn মিসিং থাকে।

সেক্ষেত্রে ওই মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ারে ফোন দিতে হবে। সেখানে গিয়ে তাদেরকে বলতে হবে এই এপিএন এর কথা। আপনাকে মেসেজের মাধ্যমে তারা সেই এপিএন দিবে যা অটোমেটিক ভাবে ফোনে সেটাপ হবে। অথবা আপনার যে সিম ব্যবহার করতে চাচ্ছেন সেই এসএমএস নাম লিখে তারপর লিখে গুগলে সার্চ করলে চলে আসবে। যেমন গ্রামীণফোন ইউজার যদি হয়ে থাকেন তাহলে সার্চ করুন GP Internet Apn.

এভাবে লিখে সার্চ করতে হবে। সেখানে যেভাবে রয়েছে তারপর সেটিং এ গিয়ে এপিএন অপশন থেকে সেই ভাবে তৈরি করতে হবে। খুব সহজভাবে এটি তৈরি করতে পারবেন। আর এভাবেই মূলত মোবাইলে ইন্টারনেট চালু করতে হয়।

যদি এরপর আপনারা ওয়াইফাই চালু করতে চান সেই হতো আপনারা শর্টকাট অপশন অথবা সেটিং থেকে ওয়াইফাই অপশনে যাবেন। যে ওয়াইফাই এর সঙ্গে কানেকশন করতে চাচ্ছেন তার নাম দেখতে পারবেন ওয়াইফাই অপশনটি চালু করলে। এরপর এই অপশনে ক্লিক করলে পাসওয়ার্ড চাইবে। এরপর ওয়াইফাই এর পাসওয়ার্ড দিতে হবে এরপর কানেক্ট অপশনে চাপ দিলে কানেক্ট হয়ে যাবে।

আরোঃ এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ ফলাফল ২০২৫

Jahid Hasan

জাহিদ হাসান পেশায় একজন প্রফেশনাল রাইটার। তিনি স্কলার্সমী নিউজের সাথে শুরু থেকেই কাজ করে যাচ্ছেন। বিশেষ করে তিনি এখানে, বিডি জবস এবং শিক্ষাঙ্গনের সব ধরনের নিউজ কাভার করে থাকেন, তিনি সকল নিউজ সততা যাচাই করে স্কলার্সমী নিউজে পাবলিশ করে থাকেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button