ভূমি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | Ministry of Land Job Circular 2022

ভূমি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২,ভূমি মন্ত্রণালয়াধীন ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় উপজেলা/সার্কেল/মেট্রো ভূমি অফিসসমূহে পদায়নের লক্ষ্যে নিম্নবর্ণিত পদে ০৩ (তিন) বছরের জন্য সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে ( তিনটি পার্বত্য জেলা ব্যতীত) টেলিটকের মধ্যমে অনলাইনে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

পদেরনাম, গ্রেড,সাকুল্যবেতন, সংখ্যা, বয়সসীমা ও মেয়াদ।

  • কম্পিউটার অপারেটর গ্রেডঃ ১৩
  • সাকুল্য বেতনঃ টা: ১৯,৩০০/- টা: ১৮,২০০/- এবং টা: ১৭,৬৫০/- ( স্থানভেদে)
  • সংখ্যাঃ ৪৫৩ জন
  • বয়সঃ অনূর্ধ্ব ৩০ বৎসর
  • মেয়াদ কালঃ ৩৬ মাস

ভূমি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি

ভূমি মন্ত্রণালয়: শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি এবং 

) সরকারী প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা, ২০১৯ এর তফসিল-২ অনুযায়ী কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতিমিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজীতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Altitude Test উত্তীর্ণ হতে হবে

ভূমি মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তরিত তথ্য, আবেদনের শর্ত

টেলিটক কর্তৃক অনলাইনে আবেদন ফরম পূরণের নিয়মাবলি করণীয় প্রকল্পের ওয়েবসাইটে www.lmap.mi land.gov.bd ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.minland.gov.bd ১৭/০২/২০২২ তারিখের পর হতে পাওয়া যাবে২৩/০২/২০২২ তারিখ হতে  ২২/০৩/২০২২ পর্যন্ত তিনটি পার্বত্য জেলা ব্যতীত প্রার্থীগণ অনলাইনে আবেদন দাখিল করতে পারবেনির্ধারিত তারিখের পরে কোন আবেদন গ্রহন করা হবে না

ভূমি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

ভূমি মন্ত্রণালয়ে চাকরির আবেদন প্রক্রিয়া

নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ।http:/lamp.teletalk.com.bd ওয়েবসাইট হতে অনলাইনে ২৩/০২/২০২২ তারিখ হতে আবেদন ফরম পূরণ করতে পারবে। অনলাইনে আবেদন ব্যতীত মুদ্রিত /হস্তলিখিত কোন প্রকার আবেদন বা কাগজপত্র ডাকযোগে বা অন্যকোনভাবে প্ররণ করা হলে তা গ্রহণযোগ্য হবে না বরং তা বাতিল বলে গণ্য হবে।

ভূমি মন্ত্রণালয়ে চাকরির শর্তবালী

নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অত্যাবশ্যকীয়ভাবে অনুসরণীয়

| প্রার্থীকে htt://lamp.teletalk.com.bd এই লিংকে প্রবেশ করে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত নির্ধারিত আবেদনপত্র অনলাইনে পূরণ করে আবেদন করতে হবে

|অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী শর্তাবলী

) ভূমি মন্ত্রণালয়ে আবেদনের সময় সীমা নিম্নরূপ।

( i) Online- আবেদনপত্র পূরণ আবেদন ফি জমাদান শুরুর তারিখ সময়: ২৩/০২/২০২২ খ্রি. তারিখ সকাল ১০:০০ টা

(ii) Online- আবেদনপত্র পূরণের শেষ তারিখ সময়: ২২/০৩/২০২২ খ্রি. বিকাল :০০ টা

উক্ত সময় সীমার মধ্যে  User ID প্রাপ্ত প্রার্থীগণ Online- আবেদনপত্র submit –এর সময় থেকে পরবর্তী ৭২( বাহাত্তর) ঘণ্টার মধ্যে SMS – পরীক্ষার ফি জমা দিবেন

) Online আবেদনপত্রে প্রার্থী তার রঙ্গিন ছবি (দৈঘ্য ৩০০ X প্রস্ত ৩০০ Pixel) স্বাক্ষর (দৈঘ্য ৩০০ X প্রস্ত ৮০ Pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন ছবির সাইজ সর্বোচ্চ ১০০KB স্বাক্ষরের সাইজ ৬০  KB এর মধ্যে হতে হবে

) Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু  Online- আবেদনপত্র  Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন

) প্রার্থী Online – পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন

) SMS প্রেরণের নিয়মাবলী পরীক্ষার ফি প্রদান: Online – আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি স্বাক্ষর Uplod করে আবেদনপত্র  Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ  Application Preview দেখা যাবে যদি Applicant’s copy তে কোন তথ্য থাকে বা অস্পষ্ট ছবি ( সম্পূর্ণ কালো/ সম্পূর্ণ সাদা/ ঘোলা) বা ছবি/ স্বাক্ষর সঠিক না থাকে তাহলে আবেদন ফি জমা না দেয়া থাকলেই কেবল পুনরায় (ওয়েবে) আবেদন করতে পারবেন উল্লেখ্য যেআবেদন ফি জমাদানের পরে আর কোন পরিবর্তন /পরিমার্জন /পরিবর্ধন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant’s copy তে তার সাম্প্রতিক তোলা রঙ্গিন ছবি, নির্ভূল তথ্য স্বাক্ষর থাকা এর সঠিকতার বিষয়টি PDF copy ডাউনলোড পূর্বক নিশ্চিত করে প্রিন্ট জরে সংরক্ষণ করবেন। Applicant’s copy তে একটি User ID দেয়া থাকবে এবং User ID ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk Pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২(দুই)টি SMS করে আবেদন ফি বাবদ ১০০/-(একশত) টাকা এবং অনলাইন ফি বাবদ ১২/-(বার) টাকা অফেরতযোগ্য মোট ১২২/-(একশত বার) টাকা ৭২( বাহাত্তরঘণ্টার মধ্যে জমা দিবেনএখানে বিশেষভাবে উল্লেখ্য যে, Online- আবেদনপত্রের সকলে অংশ পূরণ করে Submit করা হলেও আবেদন ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গমহীত হবে না

 

প্রথম SMS: LMAP<Space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে

Example: LMAP ABCDEF & send to 16222

Reaply Applicant’s Name, TK.112 will be charged as application fee. Your PIN is 12345678 To pay Free Type LMAP Yes PIN and send tp 16222.

দ্বিতীয় SMS: LMAP <Space>Pin লিখে Send করতে হবে 16222 নম্বরে

Example: LMAP Yes 12345678 & send to 16222

Reply: Congratulations Applicant’s Name, Payment complete successfully for LMAP Application for xxxxxxxxxxx User ID is ( ABCDEF) and Password (xxxxxxxx)

() প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://lmap.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মধ্যমে( শুধুমাত্র যোগ্য প্রার্থীদের) যথাসময়ে জানানো হবে।Online আবেদনপত্রে প্রদত্ত মোবাইল ফোন পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিক অনুসরণ করা বাঞ্ছনীয়

()SMS- প্রেরিত  User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ভেন্যুর নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক প্রিন্ট করে নিবেনপ্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত মৌখিক পরীক্ষায় অবশ্যই প্রদর্শন করবেন

() শুধুমাত্র Teletalk pre-paid mobile নম্বর থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং PIN পুনরুদ্ধার করতে পারবেন

(i) User ID জানা থাকলে LMAP<Space>Help<Space>User<Space>User ID and send to 16222.

Example: LMAP Help User ABCDEF & send to 16222

(ii) PIN Number জানা থাকলে LMAP<Space>Help<Space>PIN<Space>PIN No and send to 16222

Example: LMAP Help PIN 12345678 & send to 16222

() বিজ্ঞপতিটি পত্রিকা ছাড়াও www.minland.gov.bd, www.lamp.minland.gov.bd ওয়েবসাইটে, জেলা তথ্য বাতায়ন অথবা QR Code স্ক্যান এর মাধ্যমে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের জবপোর্টাল http://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবেনিয়োগ পরীক্ষার তারিখ, সম অন্যান্য তথ্য http://lamp.teletalk.com.bd ওয়েবসাইট হতে জানা যাবে

() অনলাইনে আবেদন করতে কোন সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বর অথবা vas.query@teletalk.com.bd ই-মেইল যোগাযোগ করা যাবে। (Mail এর Subject – Organization Name: LMAP, Post Name: Computer Operator, Applicant’s User ID Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে।)

() অনলাইনে আবেদন এবং টাকা জমা দেয়ার কাগজটি প্রার্থী নিজে করবেএক্ষেত্রে অন্য কোন মাধ্যম থেকে উক্ত কাজটি সম্পন্ন করে প্রার্থী প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না

| বয়সসীমা: ০১/০২/২০২২ তারিখে বয়স:

) বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাগণের পুত্রকণ্যা, প্রতিবন্ধী প্রার্থী ছাড়া অন্যান্য সকল প্রার্থীর জন্য বয়স ১৮ হতে ৩০ বছর পর্যন্ত

) বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাগণের পুত্রকণ্যা, প্রতিবন্ধী প্রার্থীর জন্য বয়স ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত

| জাতীয়তা

) প্রার্থীকে অবশ্যই বাংলাদেশর নাগরিক হতে হবে

) সরকারের পূর্বানুমতি ব্যতিরেক কোন প্রার্থী কোন বিদেশী নাগরিককে বিবাহ করে থাকলে বা বিবাহ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হলে তিনি আবেদন করার জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন

| সরকারি, আধা-সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরি প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনুমতি কপি প্রদর্শন করতে হবে

| মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত কাগজপত্র দাখিল করতে হবে

) প্রার্থী বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাগণের পুত্রকণ্যা অথবা পুত্রকণ্যাদের পুত্রকণ্যা হলে মুক্তিযুদ্ধা বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত ২৬/০২/২০২২ তারিখের মুঃবিঃমু/ সনদ-১/প্র-১/২০০২/০২ নং প্রজ্ঞাপন মোতাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক ইস্যুকৃত পিতা/মাতা/পিতামহ/পিতামহী/মাতামহ/মাতামহীর মুক্তিযোদ্ধা সনদপত্রের সত্যায়িত কপি অবশ্যই জমা দিতে হবেউল্লেখ্য, মুক্তিবার্তা/গেজেটের ২টি করে সত্যায়িত ফটোকপির উপর প্রার্থীর নাম রোল নম্বর এবং মুক্তিবার্তা/গেজেট নম্বর স্পষ্ট অক্ষরে লিখতে হবে

) আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযুদ্ধার পুত্রকণ্যার পুত্রকণ্যা হলে সে মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর অথবা পৌরসভার মেয়র/কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সার্টিফিকেটের ২টি সত্যায়িত কপিউল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধ/শহীদ মুক্তিযোদ্ধাগণের উপযুক্ত পুত্রকণ্যা পওয়া না গেলে পুত্রকণ্যাদের পুত্রকণ্যাগণ মুক্তিযোদ্ধা কোটায় বিবেচিত হবেন

) এতিম শারীরিক প্রতিবন্ধী কোটায় প্রার্থীদের সমাজসেবা অধীদপ্তরাধীন জেলা সমাজসেবা কার্যালয়/উপজেলা সমাজসেবা কার্যালয়/শহর সমাজসেবা কার্যালয় কর্তৃপক্ষ প্রদত্ত পরিচয়পত্র( আইডি কার্ড) এর সত্যায়িত কপি

) ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদপত্র

) তৃতীয় লিঙ্গভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত কপি

) আনসার ভিডিপি প্রার্থীদের ক্ষেত্রে সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র

) কোন প্রার্থী বিদেশ হতে তার অর্জিত কোন ডিগ্রিকে উপরোল্লিখিত পদসমূহের পার্শ্বে বর্ণিত কোন শিক্ষাগত যোগ্যতার সমমানের বলে দাবি করলে তাকে সে মর্মে সংশ্লিষ্ট ইকুইভ্যালেন্স কমিটি কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদের মূলকপি এবং সত্যায়িত কপি মৌখিক পরীক্ষার সময় সাক্ষাৎকার বোর্ডে অবশ্যই দাখিল করতে হবে

| নম্বর অনুচ্ছেদের বর্ণনাতে সকল তথ্য কাগজপত্রসহ অন্যান্য শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সংক্রান্ত সার্টিফিকেটের মূল সনদপত্র এবং সত্যায়িত কপি মৌখিক পরীক্ষার বোর্ডে জমা দিতে হবেঅন্যথায় মৌখিক পরীক্ষার গ্রহণ করা হবে না

| অনলাইন পূরণকৃত বীর মুক্তিযোদ্ধা/ক্ষুদ্র নৃ-গোষ্ঠী/এতিম শরীরিক প্রতিবন্ধী/ আনসার ভিডিপি কোটায় প্রার্থীতা দাবি না করলে পরবর্তীতে নতুন করে কোন কোটার প্রার্থীতা দাবি গ্রহণযোগ্য হবে না

| কোন প্রার্থী যদি ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্থলনজনিত অভিযোগে দণ্ডিত হন কিংবা কোন সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের বা স্থানীয় কর্তৃপক্ষের চাকরি থেকে বরখাস্ত হয়ে থাকেন এবং উক্তরূপ বরখাস্তের পর দুই বছর অতিক্রান্ত না হয়ে থাকে তবে তিনি আবেদন করার জন্য যোগ্যলে বিবেচিত হবেন না

১০| আবেদনপত্রে নাম, জন্মতারিখ অন্য কোনরূপ substantive ত্রুরি থাকলে পরবর্তী সময়ে সংশোধনের কোন সুযোগ থাকবে না। substantive ত্রুটির কারণে প্রার্থিতা বাতিল হবে

১১| স্থায়ী ঠিকানা প্রার্থী কর্তৃক উল্লিখিত জেলার প্রার্থী হিসেবে প্রার্থীর পরীক্ষার ফলাফল নির্ধারণ করা হবেআবেদন পত্র জমাদানের পর সঙ্গত কারণে প্রার্থীর স্থায়ী ঠিকানার পরিবর্তন হলেও আবেদনে উল্লিখিত জেলার ভিত্তিতেই প্রার্থীর ফলাফল নির্ধারিত হবে

১২| নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান কোটা পদ্ধতি এবং প্রযোজ্য ক্ষেত্রে পরিবর্তিত বিধি-বিধান অনুসরণ করা হবে

১৩| লিখিত, ব্যবহারিক মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না

১৪| কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি/বাতিল কিংবা বিধি মোতাবেক নিয়োগ সংক্রান্ত যে কোন পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করে

১৫| লিখিত, ব্যবহারিক মৌখিক পরীক্ষার সময়সূচী www.minland.gov.bd অথবা www.lmap.minland.gov.bd ওয়েবসাইটে প্রকাশ করা হবেব্যবহারিক মৌখিক পরীক্ষার জন্য আলাদাভাবে ডাকযোগে কোন সাক্ষাৎকারপত্র প্রেরণ করা হবে না

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ভূমি মন্ত্র্ণালয় প্রকল্প পরিচালকের কার্যালয়, ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প,ভূমি ভবন, তেজগাঁও, ঢাকা-১২০৮ অফিসিয়াল ওয়েবসাইট:

WWW.lamp.mainland. gov.bd

নম্বর: ৩১.০০.০০০০.০৯২.১০.০০৩.২১-৮৭৫

তারিখ: ০২ ফাল্গুন ১৪২৮ বঙ্গাব্দ, ১৫ ফেব্রুয়ারি ২০২২ খ্রিষ্টাব্দ

১৬| ডিক্লারেশন:

প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্যপ্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে বা কোন প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহন করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরে যে কোন পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে

অনলাইনে ইনকাম করার উপায় ২০২২

HM Mahfuj

Mahfujur Rahman is the founder of this Blog. He is a Professional Blogger and SEO Expert, who is interested in SEO, Web Programming. If you need any information related to this website, then you can feel free to ask here. It is our aim that you get the best information on this blog.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button